অফিসে ছুটির দরখাস্ত লেখার নিয়ম
অফিসে ছুটির দরখাস্ত লেখার নিয়ম– বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে দরখাস্ত লেখার প্রচলন আর নেই। আমরা সবাই অনলাইনের মাধ্যমে তথ্য আদান প্রদান করে থাকি। কিন্তু আপনি যদি অফিসে কোন প্রয়োজনীয় কাজ বসের কাছে আবেদন পত্র লিখতে চান। তাহলে অবশ্যই আপনাকে অফিসিয়াল দরখাস্ত লিখতে হবে।
আমাদের বিভিন্ন প্রয়োজনীয় ও দরকারি কাজে অফিসে দরখাস্ত লিখতে হয়। কিন্তু আমরা অনেকে অফিসে ছুটির দরখাস্ত লেখার নিয়ম কানুন সঠিক জানি না। আপনার বসের কাছে দরখাস্ত লেখার নিয়ম যদি সঠিক না হয়। তাহলে আপনার বস কখনো আপনাকে ছুটি দেবে না। এই কারণে আপনাকে ছুটির দরখাস্ত লেখার সঠিক নিয়ম কারণ জানতে হবে।
অফিস থেকে আমরা দুই ভাবে ছুটি নিয়ে থাকি। অগ্রিম ছুটি ও অনুপস্থিতির ছুটি। আমরা আজকে আপনাদের সামনে অফিসের ছুটির দুইভাবে দরখাস্ত লেখার নমুনা পত্র প্রকাশ করব। আশা করি আমাদের নমুনা পত্র অনুসরণ করে আপনার অফিসে ছুটির জন্য দরখাস্ত লিখবেন। চলুন অফিসে ছুটির দরখাস্ত লেখার নিয়ম জেনে নেই।
অফিসে অগ্রিম ছুটির জন্য দরখাস্ত লেখার নিয়ম
তারিখ-০৪/০১/২০২২ ইং
বরাবর
ব্যবস্থাপক
বাংলাদেশ কৃষি ব্যাংক
ঢাকা
বিষয়ঃ অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। আগামী ০৬/০১/২০২২ খ্রিঃ তারিখ আমার ছোট ভাইয়ের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে বিধায় ০৫/০১/২০২২ খ্রিঃ হতে ০৮/০১/২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৩ (তিন) দিনের ছুটি ভোগ করা একান্ত প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে ০৩ (তিন) দিনের অগ্রিম ছুটি মঞ্জুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।
বিনীত
আপনার একান্ত অনুগত
মোঃ সাইফুল ইসলাম
সিনিয়র অফিসার
বাংলাদেশ কৃষি ব্যাংক
ঢাকা
►► আরো পড়ুনঃ বাংলা দরখাস্ত লেখার নিয়মাবলি
►► আরো পড়ুনঃ সার্টিফিকেট তোলার জন্য আবেদন
অফিসে অনুপস্থিত ছুটির জন্য দরখাস্ত লেখার নিয়ম
তারিখ-০৭/০১/২০২২ ইং
বরাবর
ব্যবস্থাপক
বাংলাদেশ কৃষি ব্যাংক
ঢাকা
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড ব্যাংক লিঃ, ঢাকা এর একজন সিনিয়র অফিসার। আমার শারিরীক অসুস্থতার কারনে গত ০৩/০১/২০২২খ্রিঃ হতে ০৬/০১/২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট চার দিন অফিসে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার অসুস্থতার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে অনুপস্থিতি কালের ৪ দিন ছুটি মঞ্জুর করতে আপনার সদয় মর্জি হয়।
বিনীত
আপনার একান্ত অনুগত
মোঃ সাইফুল ইসলাম
সিনিয়র অফিসার
বাংলাদেশ কৃষি ব্যাংক
ঢাকা
ইংরেজিতে অফিসে ছুটির দরখাস্ত লেখার নিয়ম
To
The Authority of your company
Islamic Bank Limited
Dhaka
Subject: Appeal for leave due to illness
Sir
Respecte, I’m Emran a senior manager/name of your position in your company Islamic Bank Limited. I was unable to attend the office for the last four days, from April 18th to September 21, due very illness.
As a result, it is my sincere request to you that you consider my physical illness from a human standpoint and grant me the previously mentioned 03 day leave of absence.
Yours faithfully,
Md Emran Khan
Islamic Bank Limited
Dhaka
পরিশেষে কিছু কথা
এই ছিল আজকে অফিসে ছুটির দরখাস্ত লেখার নিয়ম কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা। অফিসে আমাদের দুই ধরনের দরখাস্ত লিখতে হয়। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কিভাবে অফিসে ছুটির দরখাস্ত লিখবেন তা উপরে আলোচনা করেছি। আশা করি,আজকের আর্টিকেল আপনার অনেক বেশি ভালো লেগেছে। এরকম আরো বাংলা শিক্ষার লিমিটেড আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের চোখ রাখুন।