বাংলা দরখাস্ত লেখার নিয়ম
বাংলা দরখাস্ত লেখার নিয়ম: শিক্ষাগত জীবনে দরখাস্ত বা আবেদন পত্র আমাদের প্রয়োজনীয় একটি বিষয়। আমাদের বোর্ড পরীক্ষা থেকে শুরু করে স্কুলের পরীক্ষা পর্যন্ত দরখাস্ত লিখতে হয়। এছাড়াও বিভিন্ন পেশাগত কারণে অফিসে, মেয়রের কাছে
,চেয়ারম্যানের কাছে ও প্রধান শিক্ষকের কাছে আবেদন পত্র লিখতে হয়।
এছাড়াও আরো বিভিন্ন কারণে আমাদের নিত্য দিন আবেদন পত্র লিখতে হয়। কিন্তু বাংলা দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই। বাংলা দরখাস্ত লেখার নির্দিষ্ট কিছু নিয়ম কানুন রয়েছে। আপনি যদি সেই নিয়ম মেনে বাংলা দরখাস্ত লেখেন, তাহলে আপনার দরখাস্ত অনেক সুন্দর ও সাবলীল হবে। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে বাংলা দরখাস্ত লেখার নিয়ম ও দরখাস্ত লেখার নিয়মাবলী সম্পর্কে।
বাংলা দরখাস্ত লেখার নিয়ম
আমাদের বিভিন্ন কারণে বাংলা ভাষায় দরখাস্ত লিখতে হয়। আপনি যদি শিক্ষার্থী হন তাহলে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লিখতে হবে। আপনি যদি চাকুরীজীবী হন তাহলে অফিসে ছুটির জন্য দরখাস্ত লিখতে হবে। সামাজিক কোন সমস্যার সমাধান করার জন্য চেয়ারম্যান অথবা মেয়রের কাছে আবেদন পত্র লিখতে হয়। এছাড়াও কলেজ থেকে মার্কশিট/সার্টিফিকেট তোলার জন্য অধ্যক্ষের কাছে দরখাস্ত লিখতে হয়।
এরকম হাজারো প্রয়োজনীয় কাজে আমাদের বাংলা দরখাস্ত লিখতে হয়। সকল কিছুর একটি সঠিক নিয়ম নীতি রয়েছে। আপনাকে বাংলা দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আগে জানতে হবে। কারণ আপনি যদি বাংলা দরখাস্ত লেখার নিয়ম না জানেন, তাহলে আপনার দরখাস্ত কখনো মঞ্জুর করা হবে না।
এ কারণে আপনাকে দরখাস্ত লেখার সকল বিষয়ে সঠিক ধারণা নিতে হবে। আজকে আমরা আপনাদের সামনে বেশ কয়েকটি জায়গায় দরখাস্ত লেখার নমুনা পত্র দিব। আপনি সেই নমুনাপত্র অনুসরণ করে,আপনার কাঙ্খিত জায়গায় দরখাস্ত লিখতে পারবেন। চলুন দেখে নেই,বাংলা দরখাস্ত লেখার নিয়ম কানুন কি কি।
কলেজ থেকে মার্কশিট তোলার জন্য আবেদন নমুনা
কলেজ থেকে মার্কশিট তোলার জন্য আপনি দুই রকম ভাবে আবেদন করতে পারেন। অর্থাৎ আপনি যদি এক কলেজ থেকে অন্য কলেজে ট্রান্সফার হন, তাহলে আপনাকে এক রকম ভাবে আবেদন করতে হবে। আমার আপনি যদি অনার্সে ভর্তি হওয়ার জন্য মার্কশিট তোলার জন্য আবেদন করেন। তাহলে আপনাকে অন্য রকম ভাবে আবেদন পত্র লিখতে হবে।
আপনি যদি এক কলেজ থেকে অন্য কলেজে পড়াশোনা করতে চান। তাহলে আপনার মূল মার্কশিট সনদ উত্তোলন করতে হবে। এজন্য আপনি অধ্যক্ষের মার্কশিট তোলার জন্য দরখাস্ত লেখার নিয়ম জানা দরকার, কিভাবে আবেদন পত্র লিখবেন তা নিম্নরূপ।
বরাবর
অধ্যক্ষ
খুলনা সরকারি কলেজ
বিষয়: কলেজ থেকে মার্কশিট তোলার জন্য আবেদন
জনাব,
সবিনয় নিবেদন এই যে আমি আপনার কলেজের একাদশ শ্রেণির একজন শিক্ষার্থী। আমার বাবা পেশাগত কারণে খুলনা থেকে যশোরে অবস্থান করছে। আমাকে যশোরে গিয়ে পড়াশোনা করতে হবে। এজন্য আমার এসএসসি পরীক্ষার মূল মার্কশিট জমা দিতে হবে।
অতএব, নিকট আবেদন আমার এসএসসি পরীক্ষার মূল মার্কশিট দিয়ে সম্মান জ্ঞাপন করুন।
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ ইশতিয়াক আহমেদ
রোল: ১৫
বিভাগ: মানবিক
উপরের নমুনা অনুযায়ী আপনার নিজের নাম, কলেজের নাম, রোল নাম্বার দিয়ে কলেজ থেকে মার্কশিট তোলার জন্য আবেদন করতে হবে। যারা কলেজ ট্রান্সফার করতে চাচ্ছেন, তারা উপরের নমুনা অনুসরণ করে আবেদন পত্র লিখতে পারেন।
►► আরো পড়ুনঃ মার্কশিট তোলার জন্য আবেদন
►► আরো পড়ুনঃ সার্টিফিকেট তোলার জন্য আবেদন
কলেজ থেকে মার্কশিট তোলার জন্য আবেদন পত্র
বরাবর
অধ্যক্ষ/প্রিন্সিপাল
ঢাকা সিটি কলেজ
বিষয়: মূল মার্কশিট তোলার জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে আমি আপনার কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির একজন শিক্ষার্থী ছিলাম। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আবেদন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য, আমার এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট জমা দিতে হবে। এ কারণে আমার এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট অনেক বেশি প্রয়োজন।
অতএব আপনার নিকট আকুল আবেদন এই যে, আমার এইচএসসি পরীক্ষার মার্কশিট দিয়ে আমার ইচ্ছে পূরণ করায় সহায় হোন।
নিবেদক
মোহাম্মদ সিয়াম আহমেদ
আপনার কলেজের প্রাক্তন ছাত্র
আমাদের দেশে অনেক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা শেষ করার পর,মার্কশিটের জন্য আবেদন করতে হয়। কিন্তু কিভাবে মার্কশিটের জন্য আবেদন পত্র লিখতে হয়,তা অনেকে জানেন না। এছাড়াও যারা অনার্সে ভর্তি হতে ইচ্ছুক। তাদের জন্য উপরের আবেদন পত্র অনেক গুরুত্বপূর্ণ। উপরের আবেদন পত্রে শুধু আপনার নাম ও ঠিকানা দিতে হবে। উপরে নাম ও ঠিকানা আমি শুধু বোঝানোর জন্য দিয়েছি।
কলেজ থেকে সার্টিফিকেট তোলার জন্য আবেদন
কলেজ থেকে সার্টিফিকেট তোলার জন্য আবেদন পত্র লিখে অধ্যক্ষের কাছে জমা দেওয়ার পর, আপনার সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন। সার্টিফিকেট তোলার জন্য অবশ্যই অধ্যক্ষের কাছে সরাসরি আবেদন পত্র লিখতে হবে। আবেদন পত্র লেখার সময় আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
আবেদনপত্র অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আবেদন পত্র লেখার সময় কোন কাটাকাটি করা যাবে না। এছাড়াও আবেদন পত্র লেখার সময় কোন বানান ভুল করা যাবে না। এই কয়টি বিষয়ে লক্ষ্য রাখলে আপনি সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন। চলুন, সার্টিফিকেট তোলার জন্য দরখাস্ত লেখার নিয়ম কানুন নিম্নরূপ:-
তাং: ০১-০৬-২০২২
বরাবর
অধ্যক্ষ
গাজীপুর সরকারি কলেজ
গাজীপুর,ঢাকা
বিষয়: সার্টিফিকেট তোলার জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজের প্রাক্তন একজন শিক্ষার্থী। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। কিন্তু আমার বিশেষ প্রয়োজনে এইচএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট জমা দিতে হবে। তাই আমি আমার এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট নিতে চাচ্ছি।
অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত আমার সমস্যা বিবেচনা করে, আমাকে এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট দান করলে চির কৃতজ্ঞ ও আপনার নিকট ঋণী থাকব।
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ সফিউদ্দিন আহমেদ
শিক্ষাবর্ষ: ২০১৬-১৭
উপরে কলেজ থেকে সার্টিফিকেট তোলার জন্য আবেদন পত্রে আমি শুধু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আপনি চাইলে নিজের মত করে আবেদন পত্র লিখতে পারেন। আবেদন পত্র লেখার সময় আপনার নিজের নাম, কলেজের নাম ও কলেজের ঠিকানা দিতে হবে। এছাড়াও আপনি কোন শিক্ষাবর্ষে এইচএসসি পাস করেছেন তা উল্লেখ করতে হবে।
মেয়রের কাছে দরখাস্ত লেখার নিয়ম কানুন
মেয়রের কাছে আমরা বিভিন্ন প্রয়োজনে দরখাস্ত লিখে থাকি। আমাদের এলাকায় যখন দুর্নীতি কোন কাজ হয়। অথবা বিশেষ কোনো সমস্যা সমাধান করার জন্য আমরা মেয়রের কাছে আবেদন পত্র লিখে থাকি। কিন্তু কিভাবে মেয়রের কাছে দরখাস্ত লিখতে হয়,তা আমরা জানি না। তাই আজকে আমরা মেয়রের কাছে দরখাস্ত লেখার নিয়ম গুলো আপনাদের বলে দেবো।
নিচে থাকা মেয়রের দরখাস্ত লেখার নিয়ম এর নমুনা পত্র অনুসরণ করে, আপনি দরখাস্ত লিখতে পারবেন। দরখাস্ত লেখার সময় আপনার নিজের নাম ঠিকানা ও সমস্যার কথা উল্লেখ করতে হবে। আমি নিচে একজন ব্যক্তির নাম,ঠিকানা ও সমস্যা আপনাদের বোঝানোর জন্য ব্যবহার করছি।
তারিখ: ০১/০৭/২০২২
বরাবর
মাননীয় মেয়র
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
ঢাকা মহানগর, বাংলাদেশ
বিষয়: একটি সাইকেল পাওয়া জন্য আবেদন পত্র
জনাব,
আসসালামুয়ালাইকুম মাননীয় মেয়র। আমি আপনার এলাকার একজন বাসিন্দা। পড়াশোনা করার জন্য আমাকে ঢাকা কলেজে প্রতিদিন বাসে যাতায়াত করতে হয়। কিন্তু প্রতিদিন বাসে যাতায়াত করার মতো টাকা আমার পরিবার দিতে পারে না। সাইকেল না থাকায় আমি কলেজে যেতে পারছি না। আপনি যদি আমাকে একটি সাইকেলের ব্যবস্থা করে দেন, তাহলে আমি নিয়মিত কলেজে যেতে পারবো।
অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে আমাকে একটি সাইকেল দান করিলে,আমি আপনার নিকট চির কৃতজ্ঞ থাকিব।
নিবেদক
মোহাম্মদ সিয়াম আহমেদ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
মেয়রের কাছে দরখাস্ত লেখার নমুনা আপনাদের দেখানো হয়েছে। আপনি চাইলে আমার নমুনা অনুসরণ করতে পারেন। মেয়রের কাছে দরখাস্ত লেখার বিভিন্ন বিষয় রয়েছে। আপনি যদি কোন আর্থিক সমস্যার জন্য মেয়রের কাছে আবেদন করেন। তাহলে উপরের নমুনা অনুসরণ করে দরখাস্ত লিখতে পারেন।
মেয়রের কাছে দরখাস্ত লেখার নিয়ম ২০২৩
মেয়রের এর কাছে কিভাবে আর্থিক সাহায্যের জন্য দরখাস্ত লিখবেন তারপরে আলোচনা করা হয়েছে। এখন আমরা আলোচনা করব,আপনি যদি আপনার এলাকায় কোন দুর্নীতি দেখেন। তাহলে সেই দুর্নীতির কথা মেয়রের কাছে দরখাস্ত করতে পারেন। আপনার এলাকা বিভিন্ন রকমের দুর্নীতি হতে পারে। নিচে আমরা একটা দুর্নীতির নমুনা আপনাদের সামনে উল্লেখ করছি। দুর্নীতি নিয়ে মেয়রের দরখাস্ত লেখার নিয়মনিম্নরূপ:-
বরাবর
মাননীয় মেয়র
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
বিষয়: মাদক সমস্যা সমাধানের জন্য আবেদন পত্র
জনাব,
বিনীত নিবেদন এই যে আমি আপনার এলাকার সচেতন একজন নাগরিক। বর্তমান সময়ে আমাদের এলাকায় তরুণ ছেলেমেয়েরা মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এরকম ভাবে যদি সকল ছেলেমেয়ে মাদকের প্রতি আসক্ত হয়ে যায়। তাহলে আমাদের পুরো দেশ এক সময় মাদকাসক্ত হয়ে যাবে। এ কারণে আমাদের আগে থেকে সচেতন থাকতে হবে।
অতএব, আপনার নিকট আকুল আবেদন যে, আমাদের এলাকার মধ্যে যে সকল ব্যক্তি মাদক সেবনের সাথে জড়িত তাদের অতি দ্রুত গ্রেফতার করা হোক। এছাড়াও বাইরের দেশ থেকে মাদক চোরাচালান বন্ধ করা হোক।
নিবেদক
মোঃ পারভেজ আলম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
ঢাকা মহানগর,বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় থেকে মার্কশিট তোলার জন্য আবেদনপত্র
তাং: ০৯/০৭/২০২২
বরাবর
উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঢাকা,বাংলাদেশ
বিষয়: মার্কশিট তোলার জন্য আবেদন পত্র
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। আমার ব্যক্তিগত কারণে এইচএসসি পরীক্ষার মার্কশিট অনেক বেশি প্রয়োজন। বর্তমানে আমার এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট আপনাদের কাছে জমা রয়েছে।
অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে আমাকে এইচএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট প্রদান করিলে, আমি ও আমার পরিবার চির কৃতজ্ঞ থাকিবো।
নিবেদক
মোঃ ইশতিয়াক মির্জা
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
বাংলা দরখাস্ত লেখার নিয়ম নিয়ে কিছু কথা
আশা করি,বাংলা দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে সঠিক তথ্য পেয়েছেন। আপনাদের সামনে আজকে মার্কশিট তোলার জন্য আবেদন পত্র, মেয়রের কাছে কিভাবে দরখাস্ত লিখতে হয়, অফিসে ছুটির জন্য আবেদন পত্র ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ছাত্র জীবনে প্রত্যেক শিক্ষার্থীর বাংলা দরখাস্ত লেখার নিয়ম জানতে হবে।
কারণ শিক্ষা জীবনের প্রতিটা স্তরে আপনাকে বাংলা দরখাস্ত লিখতে হবে। এছাড়াও শিক্ষা জীবনের বাইরেও আপনাকে বিভিন্ন প্রয়োজনীয় কাজে বাংলা ভাষায় আবেদন পত্র লিখতে হয়। আপনার যদি বাংলা দরখাস্ত লেখার নিয়ম সঠিক জানা থাকে, তাহলে আপনি কখনো দরখাস্ত লেখা নিয়ে পিছিয়ে পড়বেন না। আজকের আর্টিকেল আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।