ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ২০২৩ঃ আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আশা করি, আপনি অনেক ভালো আছেন। আবারো আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে মূলত আপনাদের সামনে ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগে সে সম্পর্কে আলোচনা করবো। তাই আপনি যদি এ সম্পর্কে বিস্তারিত জানতে চান। তাহলে অবশ্যই আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়ুন।
আমাদের দেশ থেকে প্রতি বছর প্রায় অসংখ্য মানুষ দেশের বাইরে বহন করতে যায়। তবে একজন মানুষ যখন বাংলাদেশ থেকে অন্য দেশে যেতে চাইবে তার মাথায় প্রথমেই ইন্ডিয়া ভ্রমণ করার কথা আসবে। আপনি নিশ্চয়ই ইন্ডিয়া ভ্রমন করতে চাইছেন।
ইন্ডিয়া ভ্রমণ করার জন্য অবশ্যই আপনাকে প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিতে হবে। আপনি নতুন অবস্থায় ইন্ডিয়া যেতে চাচ্ছেন তাই ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি তা জানতে চান। চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ২০২৩
যেকোনো দেশে যাওয়ার আগে অবশ্যই আপনাকে ভিসার জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিতে হবে। দেশের বাইরে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে পাসপোর্ট তৈরি করতে হবে। এছাড়াও আপনার পাসপোর্ট এর মেয়াদ সর্বনিম্ন ৬ মাস থাকতে হবে। তাহলে আপনি এক দেশ থেকে অন্য দেশ ভ্রমণ করতে পারবেন।
আপনি যদি ইন্ডিয়া ভ্রমণ করতে চান। সেক্ষেত্রে ইন্ডিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু দিকনির্দেশনা মানতে হবে। তাই দেরি না করে চলুন ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ২০২৩ কি কি লাগবে তা দেখে নেই।
- মূল পাসপোর্ট, ভিসার আবেদন দাখিল করার তারিখের আগে থেকে সর্বনিন্ম ৬ মাস মেয়াদী হতে হবে। পাসপোর্টে অন্তত: দু’টি সাদা পাতা থাকতে হবে। পাসপোর্টের অনুলিপি (দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠা এবং বৈধতার মেয়াদ বাড়ানোর এসডোর্সমেন্ট, যদি থাকে) সংযুক্ত করতে হবে।
- আবেদনপত্রের সাথে সব পুরোনো পাসপোর্ট জমা দিতে হবে।
- একটি সদ্য তোলা (৩ মাসের বেশী পুরোনো নয়) ২x২ (৩৫০x৩৫০ পিক্সেল) সাইজের রঙিন ছবি যেন পুরো মুখমন্ডল দেখা যায় এবং ছবির পিছনের অংশ সাদা হতে হবে ।
- আবাসস্থলের প্রমাণপত্র (বর্তমান) : জাতীয় পরিচয়পত্র এবং ইউটিলিটি বিল, যথা- বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস বা পানির বিলের অনুলিপি।
- পেশার প্রমাণপত্র : চাকুরীদাতার কাছ থেকে সনদ। শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান এর আইডি কার্ড এর অনুলিপি সংযুক্ত করতে হবে, অবসরপ্রাপ্ত ব্যক্তির অবসরপ্রাপ্ত কাগজপত্র, বিজনেস ব্যক্তির বাণিজ্য সনদপত্র প্রয়োজন।
- আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র: আবেদনকারীদের জন প্রতি ১৫০ মার্কিন ডলার সমমানের বৈদেশিক মুদ্রার এসডোর্সমেন্ট** এবং/অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড এবং/ অথবা সর্বশেষ ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট এর অনুলিপি দিতে হবে, এক্ষেত্রে, একাউন্টে ভ্রমণ উপযোগী যথেষ্ট পরিমাণ আর্থিক ব্যালেন্স দেখানো থাকতে পারে।
- অনলাইন ভিসা এপ্লিকেশন ফরম যেটাতে বিজিডি (BGD) নিবন্ধন নং থাকবে।
- আবেদনকারীকে অনলাইন এপ্লিকেশন ফরম এ দেয়া নির্ধারিত স্থানে তাদের ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই নিশ্চিত থাকতে হবে যেন বর্তমান পাসপোর্টের জন্মতারিখ এবং জন্মস্থান এর সাথে পুরোনো পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং/ অথবা জন্মনিবন্ধন সনদের তথ্যের মিল থাকে।
- সাক্ষাতের দিন আবেদনপত্রের সাথে অবশ্যই সব পুরোনো পাসপোর্ট জমা দিতে হবে; সব পুরোনো পাসপোর্ট ছাড়া আবেদনপত্র অসম্পূর্ণ বলে বিবেচিত হবে।
- বাংলাদেশী পাসপোর্টধারীদের ক্ষেত্রে সব ধরণের ভারতীয় ভিসা, শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা (টি) ব্যতীত, কোন অনলাইন সাক্ষাতের তারিখ ই-টোকেন ছাড়াই ওয়াক-ইন পদ্ধতিতে গ্রহণ করা হয়। কোথায় ভিসার জন্য আবেদন করতে হবে |
- আবেদনপত্র অবশ্যই ৮ দিনের মধ্যে জমা দিতে হবে |
ভ্রমণ ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদপত্র ( আঠারো বছরের নিচে)
- ইউটিলিটি বিল, যথা- বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস বা পানির বিলের অনুলিপি (গত ছয় মাসের ভিতরে)।
- আর্থিক সচ্ছলতার প্রমাণ: আবেদনকারীদের জন প্রতি ১৫০ মার্কিন ডলার সমমানের বৈদেশিক মুদ্রার এসডোর্সমেন্ট এবং/অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড এবং/অথবা ব্যাংক স্টেটমেন্ট এর অনুলিপি দিতে হবে, এক্ষেত্রে, একাউন্টে ভ্রমণ উপযোগী যথেষ্ট পরিমাণ আর্থিক ব্যালেন্স দেখানো থাকতে পারে
- পেশা প্রমাণপত্র
- শেষ পাসপোর্ট কপি এবং সকল পুরানো পাসপোর্ট
মন্তব্য: মন্তব্য: সাধারণত ভ্রমণ/ আত্মীয়দের সাথে সাক্ষাৎ/ তীর্থযাত্রা প্রভৃতির উদ্দেশ্যে ৯০ দিন পর্যন্ত ভারতে অবস্থান করার সময় জারি করা হয়।
বি:দ্র: ভারতে শিক্ষার্থী ভিসার উপর আগত ১৮ বছরের নীচের সন্তানের বাবা-মা / আইনী অভিভাবকরা এন্ট্রি ভিসা বিভাগের অধীনে আবেদন করতে পারেন, ১৮ বছরেরও বেশি বয়সের সন্তানের বাবা-মা ভারত ভ্রমণের জন্য পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারেন।
বিজনেস ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
মন্তব্য: ব্যবসায়ের উদ্দেশ্যে (কমার্শিয়াল/ ইকনোমিক/ট্রেড) ভারত গমনে ইচ্ছুক আবেদনকারীদেরকে জারি করা হয়।
- বাংলাদেশে আবেদনকারীর প্রতিষ্ঠিত ব্যবসায়ের নাম, ঠিকানা ও যোগাযোগের নম্বর
- ভারত থেকে যে প্রতিষ্ঠান/ কোম্পানী স্পন্সর করছে, তার চিঠি;
- বাংলাদেশের স্বীকৃত কোন চেম্বার অব কমার্স থেকে সুপারিশ চিঠি;
- কোন ভারতীয় কোম্পানীর সাথে হয় শেষ ব্যবসায়িক লেনদেন এর ব্যাপারে, নতুবা ব্যবসায়িক লেনদেনের আবেদনপত্র (লেটার অফ ক্রেডিট);
- টিন সহ ট্রেড লাইসেন্স এর একটি কপি;
- সফরের উদ্দেশ্য এবং ব্যবসায়িক চুক্তির প্রকৃতি বর্ণনা করে সহায়ক পত্র (কভারিং লেটার);
- আবেদনকারীর কোম্পানীর ব্যাংক স্টেটমেন্ট এর কপি (বিগত ৬ মাসের);
- আবেদনকারীর ব্যাংক স্টেটমেন্ট এর কপি (বিগত ৬ মাসের);
- কোন কোম্পানী বা প্রাইভেট ফার্মে কর্মরত থাকলে, কর্মসংস্থান চুক্তিপত্রের কপি যেটাতে আবেদনকারীর চুক্তিবদ্ধ হওয়ার তারিখ, অধিষ্ঠিত পদ এবং মাসিক বেতন উল্লেখ থাকবে |
- ভারতে কোন বাণিজ্য / ব্যবসায় প্রদর্শনী/মেলায় অংশগ্রহণ করতে বা ঘুরতে গেলে, অংশগ্রহণের ধরণের বর্ণনা এবং ফেডারেশন/চেম্বার এর সংশ্লিষ্ট ব্যক্তি অথবা প্রদর্শনী/মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমন্ত্রণ পত্র। স্বল্পমেয়াদী একক সফর ভিসা
- মন্তব্য: ব্যবসার (বাণিজ্যিক / অর্থনৈতিক / বাণিজ্য) উদ্দেশ্যে ভারত সফর করতে ইচ্ছুক প্রার্থীদের ইস্যু করা হয়।
বি:দ্র: ব্যবসায়িক ভিসার আবেদনকারীর পরিবারের সদস্যদের ব্যবসায়িক ভিসা বাছাই করতে হবে।
তথ্যসূত্রঃ আইভেক
শেষ কথা
ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি জমা দিতে হবে,তা ইতিমধ্যে জানতে পেরেছেন। তাই আপনার যদি ইন্ডিয়া ভ্রমণ করার ইচ্ছা থাকে। তাহলে সর্বপ্রথম উপরোক্ত কাগজপত্র গুলো সংগ্রহ করতে হবে। তারপর ভিসা অফিসে গিয়ে যোগাযোগ করলেই আপনি দুই সপ্তাহের মধ্যে ইন্ডিয়া ভ্রমণ করতে পারবেন।