unlimited storage google drive: আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আশা করি, আপনি অনেক ভালো আছেন। আবার আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আপনি নিশ্চয় google ড্রাইভ এর নাম শুনেছেন। সচরাচর আমরা বিভিন্ন ধরনের ফাইল, ছবি ও ভিডিও গুগল ড্রাইভে রাখি।
তবে দেখা যায় শুধুমাত্র নির্দিষ্ট স্টোরেজেই আপনি google drive ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, সাধারণ একজন গ্রাহক ৩২ জিবির উপরে কখনোই google drive ব্যবহার করতে পারবে না। আপনিও নিশ্চয়ই এই বিষয়টা জানেন। তবে আমাদের অনেকের দেখা যায় ৩২ জিবি স্টোরেজ দিয়ে কোন কাজ হয় না।
এ কারণে আমরা সবাই unlimited storage google drive কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানতে চাই। তাই আপনাদের সুবিধার কথা চিন্তা করে আজকে আমরা আনলিমিটেড স্টোরেজ গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে আলোচনা করবো। তবে এজন্য আপনাকে অবশ্যই আমাদের আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়তে হবে। তাই চলুন দেরি না করে, unlimited storage google drive কিভাবে চালু করবেন তা দেখে নেই।
unlimited storage google drive
গুগল ড্রাইভ হলো ক্লাউড-ভিত্তিক স্টোরেজ সলিউশন। যা আপনাকে অনলাইনে ফাইলগুলি সেইভ করতে ও যেকোন স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটার থেকে যেকোন জায়গায় অ্যাক্সেস করতে দেয়। নিরাপদে ফাইলগুলি আপলোড করতে ও এগুলো অনলাইনে সেইভ করতে আপনি আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইসে ড্রাইভ ব্যবহার করতে পারেন।
বর্তমান সময়ে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন দেওয়া হয়। যে আপনাকে unlimited storage google drive চালু করে দেবে তার বিনিময়ে ২০০ থেকে ৫০০ টাকা তারা নিবে। তবে অনেক সময় এই সার্ভিস নিয়ে অনেক প্রতারণার কথা শোনা যায়। এছাড়াও আপনি চিরদিনের জন্য এই অফার পাবেন না।
তাই আপনাকে এরকম সার্ভিসের চিন্তার মধ্যে থেকে বের করতে হবে। এছাড়াও আপনি যদি নিজেই কিভাবে unlimited storage google drive চালু করতে হয় তা জানেন। তাহলে তো আর টাকা খরচ করতে হবে না। তাই আজকের আর্টিকেল এড়িয়ে না গিয়ে মনোযোগ সহকারে দেখুন।
গুগল ড্রাইভে আনলিমিটেড স্টোরেজ নেয়ার নিয়ম
Google ড্রাইভ স্পেস ব্যবহার করতে পারে। আমরা বিনামূল্যে একটি ভালো তৃতীয় পক্ষের টুল হিসাবে AllDrive ব্যবহার করার নির্দেশিকা শেয়ার করতে যাচ্ছি। এই টুলটি আপনাকে স্টোরেজ স্পেস প্রসারিত করতে সাহায্য করবে।
আপনি একটি একক অ্যাকাউন্ট হিসাবে অনেকগুলি Google ড্রাইভ অ্যাকাউন্টের স্টোরেজ স্পেস একত্রিত করতে পারেন এবং বিপুল সংখ্যক ফাইল এবং ডেটা সংরক্ষণ করতে সেগুলি ব্যবহার করতে পারেন৷ দেখা যাক এটা কিভাবে কাজ করবে।
ধাপ ১: প্রথমে AllDrive অফিসিয়াল ওয়েবসাইটে “বিনামূল্যে শুরু করুন” ক্লিক করুন এবং তারপর একটি iMyFone অ্যাকাউন্ট তৈরি করুন। আপনি স্ক্রিনে বিভিন্ন অপশন দেখতে পাবেন।
ধাপ ২: “ক্লাউড যোগ করুন” এ আলতো চাপুন, Google ড্রাইভ নির্বাচন করুন এবং যোগ বোতামে ক্লিক করুন। আপনি একাধিক অ্যাকাউন্ট যোগ করতে এই ধাপটি পুনরাবৃত্তি করতে পারেন।
ধাপ ৩: তারপর অনুমোদন ক্লিক করুন এবং নিশ্চিত করুন যে তৃতীয় পক্ষের ক্লাউড ড্রাইভ স্টোরেজ পাথে যোগ করা যেতে পারে।
ধাপ ৪: সফল লগইন করার পরে, আপনার কাছে সমস্ত Google ড্রাইভ অ্যাকাউন্টের সম্মিলিত স্টোরেজ স্পেস সহ একটি ক্লাউড থাকবে।
সাধারণত গুগল ড্রাইভ ব্যবহারকারীদের ১৫ গিগাবাইট ডেটা সরবরাহ করে, তবে একটি নির্দিষ্ট সময়ের পরে এই স্থানটি ছোট হয়ে যায়। এই পরিস্থিতিতে, ব্যবহারকারীরা পেইড প্ল্যানের মাধ্যমে Google থেকে অতিরিক্ত স্টোরেজ কিনে নেন।
যারা অতিরিক্ত/আরো Google ড্রাইভ স্টোরেজ চান,তাদের জন্য এখানে কিছু টিপস রয়েছে৷ আমাদের টিপস গুলো আপনি যদি ভালোভাবে অনুসরণ করেন। তাহলে অবশ্যই আপনাকে google ড্রাইভ এর পেইড কোন প্ল্যান কিনতে হবে না।
- অকেজো ফাইল গুলো ডিলিট করুন।
- জিমেইল অ্যাকাউন্ট পরিষ্কার করুন।
- যদি ডুপ্লিকেট ফাইল থাকে তা সরান।
- গুগলের ফাইল ফরম্যাট ব্যবহার করুন।
- Google ড্রাইভ অ্যাকাউন্টে শেয়ার করা ফাইল যোগ করা থেকে বিরত থাকুন।
শেষ কথা
আশা করি, কিভাবে unlimited storage google drive ব্যবহার করবেন তা বুঝতে পেরেছেন। এছাড়াও যারা প্রফেশনাল ভাবে গুগল ড্রাইভ ব্যবহার করতে চান। তারা অবশ্যই পেইড google drive প্লান কিনে ব্যবহার করবেন। কারণ যারা অতিরিক্ত google drive করতে চাচ্ছেন তাদের কিন্তু আমাদের এই ট্রিকস বেশি কাজে লাগবে না।
তো বন্ধুরা আমাদের আজকের আর্টিকেল কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও unlimited storage google drive পর্ব নিয়ে যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান। এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।