Table of Contents
Toggleগ্রামীন এমবি অফার ২০২৩ – GP mb offer 2023
গ্রামীন এমবি অফার ২০২৩: আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আশা করি আপনি ভালো আছেন। আপনাদের সামনে আবারো নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। বর্তমান সময়ে বাংলাদেশের শীর্ষস্থানে সিম অপারেটর হলো জিপি। যাকে আমরা গ্রামীন সিম নামে জেনে থাকি।
বিভিন্ন সময় জিপি সিমে বিভিন্ন রকমের ইন্টারনেট বোনাস দেওয়া হয়। আপনি যদি বোনাস সহ ইন্টারনেট অফার কিনতে পারেন। তাহলে আপনার অনেক টাকা সাশ্রয় হবে। এছাড়াও এ বছরে জিপি দিচ্ছে দারুন দারুন ইন্টারনেট অফার। এই কারণে আজকে আমরা গ্রামীন এমবি অফার ২০২৩ ও gp mb offer 2023 সম্পর্কে আলোচনা করবো। তাই আপনি যদি জিপি ইন্টারনেট অফার সম্পর্কে জানতে চান। তাহলে অবশ্যই আজকের আটিকেল মনোযোগ সহকারে পড়বেন।
গ্রামীণ এমবি অফার ২০২৩
যারা গ্রামীন এমবি অফার ২০২৩ সম্পর্কে জানতে চাচ্ছেন। তাদের জন্যই মূলত আজকের আর্টিকেল। আজকের পুরোটা আর্টিকেলের শুধুমাত্র জিপি ইন্টারনেট অফার সম্পর্কে আলোচনা করা হবে। এই কারণে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়ুন।
২১ টাকায় ১ জিবি । gp mb offer 2023
জিপি সিমের সবথেকে সেরা অফার এটি। মাত্র 21 টাকা দিয়ে পাচ্ছেন আপনি এক জিবি। এই ইন্টারনেট প্যাক আপনি এক সপ্তাহ ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এর মেয়াদ ৭ দিন। এই অফারটি চালু করার জন্য ডায়াল করুন *১২১*৫১৬৬#।
মাত্র ১০৮ টাকায় ৩ জিপি l গ্রামীণ এমবি অফার ২০২৩
যারা সাপ্তাহিক ইন্টারনেট অফার খুঁজছেন। তারা খুব সহজেই এই অফারটি নিতে পারেন। মাত্র ১০৮ টাকায় পাচ্ছেন আপনি তিন জিবি ইন্টারনেট। এই অফারটি চালু করার জন্য নিচের কোড ডায়াল করুন। *১২১*৩৩৪৪# । এই কোড ডায়াল করার পর, আপনার ইন্টারনেট অফার এসেছে কিনা তা নিশ্চিত করতে হবে।
১৫০ টাকায় ৭ জিবি
যারা অল্প টাকার মধ্যে মাসিক ইন্টারনেট প্যাক কিনতে চাচ্ছেন। তারা মূলত ১৫০ টাকা দিয়ে ৭ জিবি ইন্টারনেট কিনতে পারেন। এটা গ্রামীণফোনের সবথেকে জনপ্রিয় একটি প্যাকেজ। এই অফারটি চালু করতে ডায়াল করুন *১২১*৫২০৬#। এই ৭ জিবি ইন্টারনেটের মেয়াদ থাকবে ৩০ দিন। তবে এই অফারটি সকল সিমের জন্য প্রযোজ্য না। অর্থাৎ সবাই এই অফারটি পেতে নাও পারে।
৩৪৯ টাকায় ২০ জিবি
যারা অনলাইনে কাজ বা গেম খেলতে পছন্দ করে তাদের মূলত মাসিক ইন্টারনেট প্রয়োজন হয়ে থাকে। গ্রামীণফোন দিচ্ছে মাসিক ইন্টারনেটের দারুন দারুন অফার। তেমনি একটি মাসিক অফার হচ্ছে ৩৪৯ টাকায় পাচ্ছেন ২০ জিবি ইন্টারনেট। আপনি ২০ জিবি ইন্টারনেট এক মাস ব্যবহার করতে পারবেন। এই অফারটি পাওয়ার জন্য আপনার মোবাইল অপশনে গিয়ে ডায়াল করুন *১২১*৫# তারপর আপনি এই অফারটি এক্টিভ করে নিন।
৪৯৮ টাকায় ১৫ জিবি
মাত্র ৪৯৮ টাকায় পাচ্ছেন ১৫ জিবি ইন্টারনেট।আপনি যদি মাসিক ইন্টারনেট প্যাকেজ কিনতে চান, তাহলে এটি প্যাকেজ আপনার জন্য। এই অফারটি পেতে, আপনাকে *১২১*৩৪৫৯# ডায়াল করতে হবে।
২৯৯ টাকায় ৫ জিবি ।
যারা অল্প টাকার মধ্যে মাসিক ইন্টারনেট প্যাকেজ কিনতে চান,তারা এই অফারটি চালু করতে পারেন। মাত্র ২৯৯ টাকায় ৫ জিবি ইন্টারনেট। সমস্ত প্রিপেইড গ্রাহক এই অফার নিতে পারেন। আপনি যদি এই অফারটি নিতে চান, তাহলে এখনই *১২১*৩৪৫৮# ডায়াল করুন। সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন 5 gb ইন্টারনেট। এই ইন্টারনেট দিয়ে আপনি ফেসবুক থেকে শুরু করে সকল প্রকারের সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারবেন।
জিপি মাসিক ইন্টারনেট প্যাকেজ
জিপি সিমে মাসিক ইন্টারনেট প্যাকেজ কেনার জন্য সরাসরি আপনি গ্রামীণফোন ডটকম অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর আপনার চাহিদা অনুযায়ী যে কোন অফার ক্রয় করতে পারেন।
জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক
জিপি সিমে ইন্টারনেট কেনার পর অবশ্যই আপনাকে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হবে। ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করুন *121*1*4#। এছাড়াও আপনি মাই জিপি ব্যবহার করে কোন কোড ছাড়াই ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন।
পরিশেষে কিছু কথা
এই ছিল আজকে গ্রামীন এমবি অফার ২০২৩ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি, যারা গ্রামীন সিম ব্যবহার করেন। তারা আজকের আর্টিকেল থেকে একটু হলে উপকৃত হয়েছেন। এছাড়াও গ্রামীন সিমের আরো অনেক এমবি অফার রয়েছে। আপনারা যদি আরও ইন্টারনেট অফার সম্পর্কে জানতে চান।
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রামীন এমবি অফার ২০২৩ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই মাই জিপি অ্যাপ ব্যবহার করবেন। কারণ মাই জিপি অ্যাপে বেশি বেশি ইন্টারনেট অফার দেওয়া হয়।
গ্রামীনের এম্বির যে দাম বাড়াইছে এতে মনে হয় যে জমি বিক্রি করে ইন্টারনেট চালাতে হবে। মানুষের টাকা এভাবে চুষলে কিভাবে।
যাইহোক আমাদের এই ব্লগটি পড়লে বুঝতে পারবেন।
https://sohobanglait.com/gp-internet-offer-7-days-new/