মাদ্রাসার দরখাস্ত লেখার নিয়ম কানুন-মাদ্রাসার ছুটির দরখাস্ত
মাদ্রাসার দরখাস্ত লেখার নিয়ম: আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আশা করি আপনি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। যে সকল শিক্ষার্থী দাখিল মাদ্রাসায় পড়াশোনা করে, তাদের বিভিন্ন সমস্যার জন্য দরখাস্ত লিখতে হয়।
আপনি যদি মাদ্রাসা থেকে ছুটি নিতে /বিনা বেতনে অধ্যায়ন করতে চান। তাহলে আপনাকে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লিখতে হবে। আপনি যখন প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লিখবেন। তখন কিছু নিয়মনীতি মেনে দরখাস্ত লিখতে হবে। তাই চলুন জেনে নেই, মাদ্রাসার দরখাস্ত লেখার নিয়ম ও মাদ্রাসার ছুটির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে।
মাদ্রাসার দরখাস্ত লেখার নিয়ম
একজন মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী বিভিন্ন কারণে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখা থাকে। আপনিও নিশ্চয় একজন মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী। তাই আপনি মাদ্রাসার দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন। চলুন দেখা নেয়া যাক, মাদ্রাসার জন্য আপনি কিভাবে দরখাস্ত লিখবেন।
মাদ্রাসায় বিনা বেতনে অধ্যয়নের জন্য দরখাস্ত
তারিখ: ১২/০৮/২০২২
বরাবর
প্রধান শিক্ষক
হাটহাজারী দাখিল মাদ্রাসা
ঢাকা,বাংলাদেশ
বিষয়: বিনা বেতনে অধ্যয়নের জন্য দরখাস্ত
মহোদয়,
বিনীত নিবেদন এই যে আমি আপনার মাদ্রাসার নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার বাবা একজন কৃষক। আমি সহ আমার পরিবারে মোট পাঁচ জন সদস্য রয়েছে। আমার বাবার পক্ষে আমার পড়াশোনার খরচ চালানো একটু কষ্টকর। তাই আমার বিগত ছয় মাসের বেতন যদি মওকুফ করতেন, তাহলে আমার পরিবারের পক্ষে অনেক ভালো হবে।
অতএব, মহোদয় আপনার নিকট আকুল আবেদন এই যে, আমার বিগত ছয় মাসের বেতন মওকুফ করিয়া পড়াশোনা সুযোগ করিয়া দিন।
নিবেদক
মোহাম্মদ সম্রাট হোসেন
রোল: ০৭
শ্রেণী: নবম
►► আরো পড়ুনঃ বাংলা দরখাস্ত লেখার নিয়মাবলি
►► আরো পড়ুনঃ সার্টিফিকেট তোলার জন্য আবেদন
মাদ্রাসার ছুটির দরখাস্ত লেখার নিয়ম
মাদ্রাসার ছুটির দরখাস্ত লেখার নমুনা:
তাং: ০৭/০৮/২০২২
বরাবর
প্রধান শিক্ষক
হাটহাজারী দাখিল মাদ্রাসা
ঢাকা,বাংলাদেশ
বিষয়: অগ্রিম ছুটির জন্য দরখাস্ত
জনাব,
বিনীত নিবেদক এই যে, আমি আপনার মাদ্রাসার দশম শ্রেণীর একজন ছাত্র। আগামীকাল আমার বড় ভাইয়ের বিবাহ সম্পন্ন হবে। তাই আমি ০৮-০৮-২০২২ থেকে ১০-০৮-২০২২ তারিখ পর্যন্ত আপনার কাছে ছুটি চাচ্ছি।
অতএব, আপনার নিকট আকুল আবেদন উপরোক্ত তারিখ অনুসারে আমাকে তিন দিনের ছুটি মঞ্জুর করুন।
নিবেদক
মোহাম্মদ রফিকুল ইসলাম রবি
হাটহাজারী দাখিল মাদ্রাসা
শ্রেণী: দশম
রোল: ১৪
পরিশেষে কিছু কথা
উপরে আমরা শুধু দুটি সমস্যার জন্য আবেদনপত্র লিখেছি। উপলক্ষে সমস্যা ছাড়াও মাদ্রাসায় বিভিন্ন কারণে আপনি দরখাস্ত লিখতে পারবেন। আপনাদের সামনে শুধু আমরা নমুনা পত্র উপস্থাপন করার চেষ্টা করেছি। আমাদের মাদ্রাসার দরখাস্ত লেখার নমুনা পত্র অনুসরণ করে আপনি দরখাস্ত লিখতে পারেন।
আশা করি আজকের মাদ্রাসার দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে সঠিক তথ্য পেয়েছেন। মাদ্রাসার দরখাস্ত লেখার জন্য আমরা একজন শিক্ষার্থীর নাম ও ঠিকানা ব্যবহার করেছি। উপরের শুধু আপনার নাম ঠিকানা ও সমস্যা উল্লেখ করে হুজুরের কাছে দরখাস্ত লিখুন।