অফিসিয়াল দরখাস্ত লেখার নিয়ম ২০২২
অফিসিয়াল দরখাস্ত লেখার নিয়ম:– আমার যারা বিভিন্ন অফিসে কাজ করি। আমাদের বিভিন্ন প্রয়োজনে ছুটির দরকার হয়ে থাকে। অথবা অগ্রিম ছুটির দরকার হয়। আমাদের অগ্রিম ছুটি বা কোন সমস্যার জন্য অফিসিয়াল ভাবে দরখাস্ত লিখতে হয়। অফিসিয়াল দরখাস্ত ছাড়া আপনি অফিস থেকে ছুটি নিতে পারবেন না।
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে দরখাস্ত লেখা প্রচলন প্রায় উঠে গেছে। কিন্তু অফিসিয়াল সকল কার্যক্রম চালু রাখার জন্য আপনাকে দরখাস্ত লিখতে হবে। ধরুন আপনি অফিস থেকে অগ্রিম ছুটি নিতে চাচ্ছেন। তাহলে আপনার দরখাস্ত লিখতে হবে। এছাড়া বিভিন্ন অফিসিয়াল কাজ সম্পন্ন করার জন্য দরখাস্ত লিখতে হয়। তাই আপনার অফিসিয়াল দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে অবগত থাকতে হবে।
আপনি যদি সঠিক নিয়মে অফিসিয়াল দরখাস্ত না লিখতে পারেন। তাহলে আপনি অফিস থেকে কখনো ছুটি নিতে পারবেন না। অফিসিয়াল দরখাস্ত লেখার জন্য আপনাকে সুনির্দিষ্ট কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। চলুন জেনে নেই,অফিসিয়াল দরখাস্ত লেখার নিয়মাবলী কি কি।
অফিসিয়াল দরখাস্ত লেখার নিয়মাবলী
আজকে আমরা অফিসিয়াল দরখাস্ত লেখার দুটি নমুনা পত্র আপনাদের সাথে আলোচনা করবো।অফিস থেকে অগ্রিম ছুটির জন্য দরখাস্ত ও অনুপস্থিতি ছুটির জন্য দরখাস্ত। আপনারা নিজের নমুনা পত্র অনুসরণ করে অফিসিয়াল দরখাস্ত লিখতে পারবেন।
অফিসিয়াল দরখাস্ত অনুপস্থিত থাকার জন্য
তারিখ: ০৯/০৭/২০২২
বরাবর
মহা ব্যবস্থাপক
বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড
রাজশাহী,ঢাকা
বিষয়: অনুপস্থিত থাকার জন্য আবেদন পত্র
জনাব,
বিনীত নিবেদক এই যে, আমি আপনার অধীনস্থ বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা। আমি দীর্ঘ তিন দিন(০৬/০৭/২০২২ থেকে ০৮/০৭/২০২২ তারিখ পর্যন্ত)শারীরিক অসুস্থতার জন্য অফিসে আসতে পারি নি।
অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে আমার শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে, অনুপস্থিত তিন দিনের ছুটি মঞ্জুর করুন।
নিবেদক
আপনার একান্ত অনুগত
মোঃ পারভেজ আলম
সিনিয়র কর্মকর্তা
►► আরো পড়ুনঃ বাংলা দরখাস্ত লেখার নিয়মাবলি
►► আরো পড়ুনঃ সার্টিফিকেট তোলার জন্য আবেদন
অগ্রিম ছুটি চেয়ে অফিসিয়াল দরখাস্ত
তারিখ: ০৯/০৮/২০২২
বরাবর
মহা ব্যবস্থাপক
বাংলাদেশ কৃষি ব্যাংক
রাজশাহী,ঢাকা
বিষয়: অগ্রিম ছুটির জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদক এই যে, আমি আপনার অধীনস্থ বাংলাদেশ কৃষি ব্যাংকের জুনিয়র একজন কর্মকর্তা। আগামী ১৫/০৮/২০২২ তারিখে আমার ছোট ভাইয়ের বিবাহ অনুষ্ঠিত হবে। তাই ১০/০৮/২০২২- ১২/০৮/২০২২ তারিখ পর্যন্ত ছুটি নিতে চাচ্ছি।
সুতরাং, আপনার নিকট আকুল আবেদন এই যে, আমাকে উপরোক্ত তারিখ অনুসারে তিন দিনের ছুটি মঞ্জুর করুন।
নিবেদন
আপনার একান্ত অনুগত
মো: শামীম ওসমান
জুনিয়র কর্মকর্তা
বাংলাদেশ কৃষি ব্যাংক
উপসংহার
আশা করি, অফিসিয়াল দরখাস্ত লেখার নিয়ম মেনে অফিসে ছুটির জন্য আবেদন পত্র লিখতে পারবেন। উপরের নমুনা পত্রে শুধু নিজের নাম ও অফিসের নাম দিলেই হবে। অফিসিয়াল দরখাস্ত লেখার অনেক গুলো কারন রয়েছে। আজকে আমরা শুধু দুইটি সমস্যা আপনার কাছে তুলে ধরেছি। এছাড়াও বিভিন্ন সমস্যার জন্য অফিসে দরখাস্ত লেখা যায়। অফিসিয়াল দরখাস্ত লেখা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের ব্লগে কমেন্ট করতে পারেন।