কাজী ফার্মস বাচ্চার দাম আজকেরঃ আজ খামারিদের কাছে কাজী ফার্মস অত্যন্ত অতি পরিচিত নাম। কাজী ফার্মের বাচ্চা, ডিম, মুরগিসহ সবকিছুই উন্নতমানের। এছাড়াও মুরগির খাদ্যের দিক থেকেও কাজী ফার্মস অনেক বেশি এগিয়ে আছে।
নতুন যে সকল উদ্যোক্তারা ব্রয়লার মুরগির ফার্ম করতে চায়। তাদের প্রথম পছন্দ থাকে কাজী ফার্মস বাচ্চা। আপনিও নিশ্চয়ই নতুন পোল্টির খামার গড়ে তুলতে চাচ্ছেন। এ কারণে কাজী ফার্মস বাচ্চার দাম আজকের ২০২৩ সম্পর্কে জানতে চান। চলুন এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেই।
কাজী ফার্মস বাচ্চার দাম আজকের ২০২৩
বর্তমান সময়ে পোল্ট্রির দাম যেমন বৃদ্ধি পেয়েছে। ঠিক তেমনিভাবে পোল্ট্রি মুরগির বাচ্চার দাম বৃদ্ধি পেয়েছে। নিচে কাজী ফার্মস বাচ্চার দাম এর তালিকা প্রকাশ করা হলো।
- ব্রাউন লেয়ার শেডঃ ৩৩ টাকা
- সাদা লেয়ারঃ ৩৫ টাকা
- সোনালী ছোট বাচ্চাঃ ৪০
- গ্রেড এ ব্রয়লারঃ ৬৫ টাকা
- সিপি বল বাসনঃ ৯০ টাকা
- গোল্ডেন হাইব্রিডঃ ৩০ টাকা
- হাঁস খাকি ক্যাম্প বিলঃ ৪০ টাকা
- ক্যাম্পবেল হাঁসিঃ ৪৪ টাকা
- বেইজিং হাঁসঃ ১৩০ টাকা
- চিনা হাঁসঃ ১৪০ টাকা
পরিশেষে
আশা করি, কাজী ফার্মস বাচ্চার দাম আজকের ২০২৩ সম্পর্কে সঠিক তথ্য পেয়েছেন। তবে বিভিন্ন সময় কাজী ফার্মস বাচ্চার দাম কম বেশি হয়ে থাকে। কারণ বাচ্চার আমদানির উপর নির্ভর করে বাজার মূল্য। তাই কাজী ফার্মস বাচ্চা কেনার আগে অবশ্যই ভালোভাবে বাজার যাচাই-বাছাই করে নিবেন। এছাড়াও যদি কাজী ফার্মস বাচ্চার দাম সম্পর্কে কোন প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন।