সেরা ১০ টি ইসলামিক বইঃ আসসালামুয়ালাইকুম প্রিয় পাঠক। আশা করি, আপনি অনেক ভালো আছেন। আবারো আপনাদের সামনে নতুন একটি ইসলামী টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে মূলত আপনাদের এখন পর্যন্ত সেরা ১০ টি ইসলামিক বই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তাই আপনি যদি গুরুত্বপূর্ণ ইসলামিক বই সমূহ সম্পর্কে বিস্তারিত জানতে চান। তাহলে আজকের আর্টিকেল শুধুমাত্র আপনার জন্য।
মুসলিম হিসেবে আমাদের অবশ্যই ইসলামিক বই করা দরকার। আপনারাও নিশ্চয়ই ইসলামিক বই পড়ার অভ্যাস রয়েছে। এজন্য সেরা ১০ টি ইসলামিক বই সম্পর্কে জানতে চাচ্ছেন। চলুন এ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেই।
সেরা ১০ টি ইসলামিক বই | গুরুত্বপূর্ণ ইসলামিক বই সমূহ
পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত বহু সংখ্যক ইসলামিক বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে থেকে সেরা ১০ টি ইসলামিক বই বাছাই করা খুবই কঠিন। তারপরও আপনাদেরকে বর্তমান সময়ে ও আমাদের আলোচিত কিছু ইসলামিক বই সম্পর্কে আলোচনা করবো। যে বইগুলো পড়ে আপনি অবশ্যই উপকৃত হবেন। নিচে সেরা ১০ টি ইসলামিক বই এর তালিকা প্রকাশ করা হলো।
১. রাহে বেলায়েত | সেরা ইসলামিক বই
রাহে বেলায়েত। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহিমাহুল্লাহর অসাধারণ একটি বই। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আমাদের মাঝে নেই। কিন্তু তার প্রচারিত ইলম এখনো রয়েছে গিয়েছে আমাদের মাঝে। তার ইলমের পরিচয় পাব এই রাহে বেলায়েত বইটাতে।
খুবই দুঃখের বিষয় হল, আমাদের সবাই এখন পড়ে রয়েছি দুনিয়াবি বিষয়ে যেগুলো ক্ষণস্থায়ী। আর এসবের কোনো মূল্য নেই। একদম মূল্যহীন। আমাদের পড়ে থাকতে হবে আল্লাহর সন্তুষ্টিতে। এজন্য বইটি একটি সময়োপযোগী বই।
২. প্যারাডক্সিক্যাল সাজিদ | সেরা ১০ টি ইসলামিক বই
সেই সময়টা বেশ আনোগোনা ও কাটতি চলছিল নাস্তিকতার। নাস্তকতা যেন একটা উপর ক্লাসের বিষয় হয়ে উঠেছিল। সেই সময়ে হাজির হলো সাজিদ। এর পর বাকিটুকু ইতিহাস। হ্যাঁ বলছি প্যারাডক্সিক্যাল সাজিদ বই এর কথা!
গল্পের ছলে নাস্তিকদের বিভিন্ন যুক্তির উপর আঘাত হেনে বিজয় অর্জন করার এক অনন্য বই এটি। এটি পথ দেখিয়ে যাবার পর অন্যান্য অনেক লেখক এই বিষয়ে লিখেছেন। নাস্তিকপাড়া আজ নিস্তব্ধ। যুক্তির দোহাই দিয়ে যারা আগে জোর গলায় কথা বলতো তারা আজ কথা হারিয়ে বাকহারা।
সাজিদ নামক ছেলেটি তাঁর বন্ধুদের, স্যারদের ও অন্যান্য মানুষদের নানা প্রশ্ন, নানা যুক্তির পালটা যুক্তি দিয়ে তাদের কনভিন্সড করতে সক্ষম হয়। বইটি পড়তে পড়তে আপনি নিজেকে একজন বিজয়ী হিসাবে দেখতে পাবেন। মনে হবে যেন যুদ্ধে জয়ী এক গাজী আপনি। ধোয়া, ছায়া লাগা দূর্বল সব যুক্তি যখন আলোর ক্ষুরধার যুক্তিতে পরাজিত হতে থাকে তখন মনের কোনে কোথায় যেন একটু সুখ জেগে উঠতে থাকে।
মোট ২২ টি গলে সাজানো এই বইটি। বেসিক কিছু ভুল ধারনা, নাস্তিকদের ঠাট্টার জবাব এখানে পাবেন। কিছু যুক্তি জানা না থাকার কারনে যুব সমাজের মনে কিছু কিছু বিষয়ে সন্দেহ দেখা দিত যা লেখক খুব সাফল্যের সাথে সমাধান করে দিয়েছেন।
বেস্ট সেলার এই বইটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে; কয়েক লাখ কপি বিক্রি হয়েছে। এরপর প্যারাডক্সিক্যাল সাজিদ ২ ও বেরিয়েছে। আপনি যদি এই বইটি না পড়ে থাকেন তাহলে পড়ে দেখুন। অনেকের স্বপ্নের নায়ক এই সাজিদকে আপনিও উপলব্ধি করুন।
৩. প্রত্যাবর্তন | গুরুত্বপূর্ণ ইসলামিক বই
আমাদের চারপাশে এমন অনেক আছে যাদের জীবন ঘড়ির সময়টুকু এই অন্ধকার কবরে কেমন যেন দিব্যি কেটে যায়। অনেকে আছে যারা জীবনটাকে হেলে-দুলে রং তামাশার মধ্যে পার করে দিচ্ছে। করছে এক লক্ষ বিহীন জীবন যাপন। বাহ্যিক দিক দিয়ে আমাদের মনে হতে পারে এরা অনেক সুখি কিন্তু আদৌ এরা সুখী নয়।
এদের মনের গহীনে ঠিকি একটা হতাশা কাজ করে। রবের স্মরণ না থাকলে কেমনে সে অন্তর সুখে থাকে বলুন? কিন্তু এই নিকষ কালো অন্ধকারের পর্দা ভেদ করে করে যারা আলোর দেখা পায়; কেমন হয় তাদের সেই যাত্রাটা? আর ফিরে আসার পর কেমন হয় তাদের অনুভূতি? প্রত্যাবর্তন বইতে ঠিক এমন কিছু গল্প পাবেন যারা একসময় ফিরে এসেছে নিড়ে। তাদের আপন ঠিকানায়। তারা বুঝতে পারে তাদের জন্য সবকিছু সেক্রিফাইস করা কত মধুর। যারা অনুভব করে ঈমানের এক মিষ্টি স্বাদ। যে স্বাদ পাওয়ার জন্য পরিশ্রম করে সে যুগে যুগে কত আবেগ কত আবিদ আল্লাওয়ালা।
প্রত্যাবর্তন বইয়ের প্রায় প্রতিটি গল্প পড়ার পর আপনার এটাই মনে হবে আসলে আমিও কি সঠিক পথে আছি? নাকি আমারও নিজেকে শোধরানোর দরকার! যারা আমরা গতানুগতিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি কিন্তু প্রাক্টিসিং ইসলাম পালন করি না তাদের জন্য গল্পগুলো দারুন অনুপ্রেণার হবে। আপনার ঈমানকে মজবুত করতে আরও সাহায্য করবে। বিশ্বাস হচ্ছে না তো? একবার পড়ে দেখুন।
৪. ফেরা | ইসলামিক বই
হেদায়েত আল্লাহ তায়ালার দেয়া এক অমূল্য নেয়ামত।ছোটোবেলা থেকে বাপ দাদাদের ধর্ম অন্ধভাবে ও ঐতিহ্যগত ভাবে পালন করে আসায়, জীবনের এক প্রান্তে নিজ ধর্ম নিয়ে নানা প্রশ্ন উকি মারে মনের জানালায়। এই প্রশ্নের উত্তর নিয়ে আত্মালচনার মাধ্যমে একদল মানুষ নিরাশ হয়ে ধর্মকে নিজের মতো করে মেনে চলে নতুবা নাস্তিকতার দিকে পা বাড়ায়।
তবে তারাই সফল হয়,যারা সত্যকে জানতে আগ্রহী হয় এবং সত্যকে গ্রহণ করে সে অনুযায়ী জীবন পরিচালনা করে।আবার সত্যের পথ বন্ধুরও বটে। সত্যকে জানতে গিয়ে নানা প্রতিবন্ধকতা এবং একসময় তা পেরিয়ে ইসলামে দুই খ্রিষ্টান বোনের ফিরে আসার গল্প নিয়ে বই ‘ফেরা’।
৫. বেলা ফুরাবার আগে | সেরা ১০ টি ইসলামিক বই
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক শিক্ষার্থীর অন্তরেই দ্বীন তথা ইসলাম সম্পর্কে সুপ্ত, লুকায়িত একটা ভালোবাসা বা ভালোলাগা থাকে। কিন্তু ইসলামের পরিপূর্ণ জ্ঞান ও এর সৌন্দর্য্যের বিষয়ে জানতে না পারার কারণে তারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে পারে না। কারণ তাদের কারিকুলামে বিন্দুমাত্র এ সম্পর্কে আলোকপাত করা হয় না এবং ইসলামী জ্ঞানের সংস্পর্শে আশার মতো পরিবেশও খুব বেশি থাকে না।
বেলা ফুরাবার আগে বইটি তাদের গ্রহণযোগ্য করেই রচিত হয়েছে। যারা দ্বীনে পরিপূর্ণরূপে প্রবেশ করতে চায়, যারা মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নিকটে আত্মসমর্পণ করে পরিতৃপ্ত অন্তর নিয়ে তাঁর কাছে ফিরে যেতে চায়, তাদের বইটি একবার পড়া উচিত।
৬. প্রোডাক্টিভ মুসলিম | গুরুত্বপূর্ণ ইসলামিক বই
প্রোডাক্টিভ মুসলিম একটি আত্মোন্নয়নমূলক বই। জীবনধারণের বাস্তবসম্মত পথনির্দেশিকা খুঁজে পেলে আপনি নিশ্চয়ই দারুণ উচ্ছ্বসিত হবেন!আর সেখানে যদি আপনার যাপিত জীবনের বিশ্বাস ও কর্মের সম্পর্ক খুঁজে পান তাহলে তো সোনায় সোহাগা।
আপনি যদি চান দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজ সুন্দর ভাবে সম্পন্ন করার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সফল হতে,তাহলে এই বইটি আপনার জন্য আদর্শ গাইডলাইন স্বরূপ।
শুধু দুনিয়া জীবন নয়, মৃত্যু পরবর্তী জীবনেও একজন মানুষ কিভাবে প্রোডাক্টিভ থাকবে তা নিয়েও আলোচনা করা হয়েছে।
বইটিতে লেখক কুরআন সুন্নাহ থেকে শুরু করে আধুনিক জ্ঞানবিজ্ঞানের অসাধারণ সব তথ্য তুলে ধরেছেন।যা একজন মানুষকে জাগতিক জীবনের সাফল্যের শিখর ছুঁয়ে পরকালীন জীবনের সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে।
৭. এপিটাফ | সেরা ১০ টি ইসলামিক বই
বইটি পড়ার আগে একটা ড্যাম কেয়ার ভাব ছিলো। এর কারন হচ্ছে, এখন পর্যন্ত দেশি-বিদেশি অনেক বইই আমার পড়া হয়েছে। তাই বইয়ের ভূমিকা পড়েও আমি ঘাবড়ে যাইনি। ড্যাম কেয়ার ভাব নিয়ে পড়া শুরু করেছিলাম। পড়তে পড়তে বইয়ের যত গভীরে যাচ্ছিলাম তত অস্বস্তি শুরু হচ্ছিলো আমার। একটা সময় বই অসম্পূর্ণ রেখেই উঠে যাই, কারন সাহস হচ্ছিলো না আর পড়ার! অনেস্টলি বললে, নিজেকে চোর মনে হচ্ছিলো!
এরপর সাহস সঞ্চয় করে আবার পড়া শুরু করলাম। এক কথায় বইটি অসাধারণ। লেখক যেভাবে বলেছিলেন ধাক্কা খাওয়ার কথা ভূমিকাতে, এই ধাক্কা আমি খেয়েছি! বেশ বড় ক্যাটাগরিতেই এই ধাক্কাটা খেয়েছি।
আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি আমরা যে কত অকৃতজ্ঞ সেটাই আমার চোখে ধরা পড়েছে এই বইটি পড়ে। দোয়া করি, আল্লাহ যেন লেখকের লেখায় আরও বারাকাহ দেন। আর যারা বইটি প্রকাশ করেছেন আর আমার কাছে বইটি যারা পৌছে দিয়েছেন, আল্লাহ আপনাদের আরও বারাকাহ দিন।
৮. জীবন যেখানে যেমন | সেরা ১০ টি ইসলামিক বই
জীবনের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে থাকা গল্পগুলোকে লেখক তুলে এনেছেন এই বইটিতে।গল্পগুলো যেমন জীবনের কথা বলে,তেমনই জীবনে রেখে যায় বিশ্বাসী মূল্যবোধের গভীর এক ছাপ।গল্পের ফাকে ফাকে লেখক তার পাঠকদের জন্য রেখে গিয়েছেন চিন্তার কিছু খোরাক। পাঠকের ভাবুক মন যদি সেগুলোয় নিবিষ্ট হয়,তাহলে গল্পের পাশাপাশি তারা জীবনের কিছু উপকারী পাঠ কুড়িয়ে নিতে সক্ষম হবে।
ইসলামিক গল্প যে কত সুন্দর! হালাল সম্পর্ক যে কত সুন্দর হতে পারে! পাঠকদের এটাই বলব, অনেক তো প্রেম কাহিনি পড়লেন, এবার হালাল সম্পর্ক নিয়ে কিছু গল্প পড়ে দেখেন। শান্তি পাবে
৯. নফসের বিরুদ্ধে লড়াই | সেরা ইসলামিক বই
গোনাহ থেকে বিরত থাকতে, আর নেক কাজে অগ্রসর হতে সর্বপ্রথম আমাদের নফসের বিরুদ্ধে বিজয় অর্জন করতে হবে।
মনে রাখবেন, নফস ঠিক তো সব ঠিক। তাই, সর্বপ্রথম আমাদের নফসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আর এই লড়াইয়ে বক্ষমান বইটি হবে খুবই উপকারী হবে, ইনশা আল্লাহ্
১০. মুক্ত বাতাসের খোঁজে | ইসলামিক বই
বইটা এমন একটি টপিক এর ওপর লেখা যা আসলে মানুষকে কুড়ে কুড়ে খায় কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলতে পারে না বা বলতে চায় না। লস্ট মডেস্টির এই বইটি পড়ে আপনি পরিচিত হবেন এক ভয়াবহ অন্ধকারের সাথে যেখানে অনেকেই তলিয়ে যাচ্ছে।
কেউ বা আর্তনাদ করছে ফিরে আসার জন্য লস্ট মডেস্টি টিম সেই অন্ধকার থেকে যুবসমাজকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছে। এই বইয়ের লেখক এবং যারা এই বইয়ের পিছনে শ্রম দিয়েছেন তাদের মহান আল্লাহ পাক উত্তম প্রতিদান দান করুন। আমিন
শেষ কথা
এই ছিল আজকে সেরা ১০ টি ইসলামিক বই সম্পর্কিত আমাদের সংক্ষিপ্ত আলোচনা। ইসলামিক সবগুলো বই আমার কাছে সেরা। তবে সবগুলো ইসলামিক বই আমার পড়া হয়নি। আমি বেশ কয়েকটি ইসলামী বই পড়েছি। এর মধ্যে থেকে উক্ত বইগুলো আমার কাছে ভালো মনে হয়েছে। তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম।
উপরের সেরা ১০ টি ইসলামিক বই আপনি যদি টাকার অভাবে কিনতে নাও পারেন। অবশ্যই online থেকে pdf ফাইল ডাউনলোড করে পড়বেন। তাহলে অবশ্যই আপনি উপরের বইগুলোর স্বাদ অনুভব করতে পারবেন। ধন্যবাদ।