বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে ছোটদের বক্তব্যঃ আসসালামুয়ালাইকুম প্রিয় পাঠক। আশা করি, আপনি অনেক ভালো আছেন। আবারো আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে মূলত আপনাদের সামনে বড় ভাইদের বিদায় উপলক্ষে বক্তব্য নমুনা নিয়ে হাজির হয়েছি। তাই আপনি যদি বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে ছোটদের বক্তব্য প্রদান করতে চান। তাহলে আজকের আর্টিকেল শুধুমাত্র আপনার জন্য। চলুন মূল আলোচনা শুরু করি।
প্রতি বছরই স্কুল বা কলেজ থেকে একদল শিক্ষার্থী বিদায় নিচ্ছে। এটা সচরাচর সব স্কুল কলেজেই হয়ে থাকে। বড় ভাইদের বিদায় উপলক্ষে একটি বিদায়ী অনুষ্ঠান করা হয়। এই বিদায়ী অনুষ্ঠানে ছোটদের বক্তৃতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমন অনেকেই আছেন যারা বড়দের বিদায় উপলক্ষে কিভাবে বক্তব্য দিতে হবে তা জানেন না। তাদের জন্যই মূলত আমাদের আজকের এই আর্টিকেল। বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে ছোটদের বক্তব্য কিভাবে দিতে হবে নিচে তা নিম্নরূপ।
বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে ছোটদের বক্তব্য
এখানে উপস্থিত আছেন প্রধান শিক্ষক, সভাপতি সাহেব, বিদায়ী বড় ভাই ও বোন, আমার সহপাঠী, ছোট ভাই-বোন ও অভিভাবক বৃন্দ। সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু অলাইকুম। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বড় ভাইদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র। কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া হয়তো সম্ভব হবে না। আমরা অনেকদিন ধরে রিদয় রাঙানো গাঁথা সূরে এই কলেজে আছি। আমরা এখানে সবাই ভাইয়ের মত ছিলাম। আপনারা আমাদের বড় ভাইয়ের মতো ছিলেন। আপনাদের অনুসরণ করে আমরা এগিয়ে গিয়েছি।
আপনাদের নিকট আমরা অনেক কিছু শিখেছি। এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনাদেরকে আজ এখান থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় সবাইকেই নিতে হবে। মূলত আমাদের জীবনতো খুবই ছোট। এই কলেজ পরিসরটা আরও ছোট । কারণ প্রয়োজনের তাগিদে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়। তার পরেও আমরা অনেক দিন মিলেমিশে ছিলাম । শীতের শিশির বিন্দুর মতোই বেলা বাড়ার সাথে সাথেই তা মিলিয়ে যায়। আমরাও খুব শিগগিরই বিদায় নিয়ে আপনাদের পিছু পিছু চলে আসব।
আজ শিক্ষাজীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আপনারা বিদায় নিচ্ছেন। আপনাদের জন্য আমাদের দোয়া ও আশির্বাদ থাকবে যেন আপনারা সাফল্যের স্বর্ণ শিখরে পদার্পণ করতে পারেন। আপনারা যেন ভবিষ্যতে শিক্ষাজীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন। আমরাও আপনাদের চলা পথ ধরে এগিয়ে যেতে চাই। এছাড়া এখানে আপনাদের সাথে আমাদের আচরণ বা ব্যবহারে কোন কষ্ট পেয়ে থাকলে নিজগুনে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদায় দিতে মন চাচ্ছে না , তবুও বিদায় দিতেই হবে । তাই কবির চরণে বলতে হয় ___
যেতে নাহি দিব হায়,
তবু যেতে দিতে হয়,
তবু চলে যায় ।
যাই হোক, বিদায়ী মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না, এই কলেজের সকল ছোট ভাইদের পক্ষ থেকে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো। বক্তৃতার মাঝে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে। তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
শেষ কথা
এই ছিল আজকে বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে ছোটদের বক্তব্য বা বড় ভাইদের বিদায় উপলক্ষে বক্তব্য একটি নমুনা। আশা করব, উক্ত বক্তব্যটি আপনার ভালো লেগেছে। আপনি ইচ্ছা করলে এর থেকেও ভালোভাবে বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দিতে পারবেন। এছাড়াও বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে ছোটদের বক্তব্য পর্বটি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে মন্তব্য করতে পারেন।
Tags: বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে ছোটদের বক্তব্য, বড় ভাইদের বিদায় উপলক্ষে বক্তব্য