টিন সার্টিফিকেট যাচাইঃ বর্তমান সময়ে অনলাইন বা অফলাইন যে কোন জায়গায় ব্যবসা করার জন্য টিন সার্টিফিকেট আপনাকে তৈরি করতে হবে। আপনি যখন তিনি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। তখন আপনার আবেদন কি অবস্থায় আছে তা যাচাই করা দরকার। তাই আপনার সহজে যাতে টিন সার্টিফিকেট যাচাই করতে পারেন। তার জন্য আমাদের আজকের আয়োজন। চলুন মূল আলোচনা শুরু করি।
টিন সার্টিফিকেট কি?
টিন সার্টিফিকেট এর পূর্ণরূপ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। আপনি যদি বড় কোন ব্যবসা শুরু করেন, তাহলে আপনাকে টিন করে নিতে হবে। ব্যবসা করার জন্য আপনাকে সরকারকে নির্দিষ্ট পরিমাণ টাকা কর দিতে হবে। আপনি সরকারকে যে পরিমাণ টাকা কর দিলেন, আপনাকে সনাক্ত করার জন্য একটি ডকুমেন্ট দেওয়া হবে। কর প্রদানকারী কে সনাক্ত করার জন্য যে ডকুমেন্ট দেওয়া হয় তাকে টিন সার্টিফিকেট বলে।
অনলাইনে টিন সার্টিফিকেট যাচাই
আপনি নিশ্চয়ই টিন সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন। অথবা আপনার একটি টিন সার্টিফিকেট রয়েছে। এ কারণে টিন সার্টিফিকেট যাচাই করা শিখতে চাচ্ছেন। আপনি চাইলে বর্তমানে অনলাইনে টিন সার্টিফিকেট যাচাই করতে পারেন।
অনলাইনে টিন সার্টিফিকেট যাচাই করার জন্য প্রথমে এই https://vat.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখানে সুন্দর করে আপনি একটি একাউন্ট তৈরি করে নিবেন। আবার আপনার যদি একটি অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালো হয়। তারপর আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- টিন সার্টিফিকেট যাচাই করার জন্য ড্যাশবোর্ড থেকে সরাসরি Forms অপশনে যাবেন।
- তারপর উপরের Add Form অপশনে ক্লিক করুন।
- এখন সরাসরি VAT/Turnover Tax Registration Form সিলেক্ট করে OK তে ক্লিক করুন।
- এখানে C. GENERAL INFORMATION সেকশনে e-TIN বক্সে 12 ডিজিটের TIN number দিন।
- এরপর Check বাটনে ক্লিক করুন। টিন সার্টিফিকেট সঠিক থাকলে TIN রেজিস্ট্রেশনকারী ব্যক্তির নাম দেখতে পাবেন।
সবশেষে আপনার সামনে যদি টিন সার্টিফিকেটের সকল তথ্য চলে আসে। তাহলে আপনার সার্টিফিকেট মঞ্জুর করা হয়েছে। আবার আপনার সার্টিফিকেট যদি মঞ্জুর না করা হয়। তাহলে আবার পুনরায় আবেদন করতে হবে।
টিন সার্টিফিকেট এর সুবিধা
টিন সার্টিফিকেট মূল উদ্দেশ্য হলো ব্যবসায়ীদের বিভিন্ন কাজে সাহায্য করা। একজন ব্যবসায়ী যদি আন্তর্জাতিকভাবে ব্যবসা করতে চায়। তাহলে টিন সার্টিফিকেট উত্তোলন করতে হবে। কারণ টিন সার্টিফিকেট ছাড়া আন্তর্জাতিকভাবে ব্যবসা করা যাবে না। এছাড়াও ই-কমার্স ব্যবসা করার জন্য টিন সার্টিফিকেট জমা দিতে হবে।
একজন ব্যবসায়ী যখন কোন ব্যবসা শুরু করে, তখন সরকারকে নির্দিষ্ট পরিমাণ টাকা কর দিতে হয়। ধরুন আপনি যদি বিকাশ মোবাইল ব্যাংকিং এ এজেন্ট একাউন্ট খুলতে চান। তখন বিকাশ কর্তৃপক্ষ আপনার থেকে টিন সার্টিফিকেট চাইবে। এজন্য আপনার একটি বৈধ টিন সার্টিফিকেট তৈরি করে নিতে হবে।
শেষ কথা
এই ছিল আজকে টিন সার্টিফিকেট যাচাই সম্পর্কিত সঠিক আলোচনা। আশা করব আজকের আলোচনা থেকে খুব সহজেই আপনি তিন সার্টিফিকেট যাচাই করতে পারবেন। এছাড়াও টিন সার্টিফিকেট যাচাই করতে যদি কোন প্রকার সমস্যা হয়। সে ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।
.jpg)