সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ সহ pdf: আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আশা করি, আপনি অনেক ভালো আছেন। আবারো আপনাদের সামনে নতুন একটি ইসলামিক পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সামনে সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ সহ দেওয়ার চেষ্টা করব। তাই আজকের আর্টিকেল এড়িয়ে না গিয়ে মনোযোগ সহকারে পড়ুন।
পবিত্র কুরআন মাজীদে মোট ১৪৬ টি সূরা রয়েছে। এরমধ্যে সব থেকে বড় ও ফজিলতপূর্ণ সূরা হলো সূরা বাকারা। বিশেষ করে সহিহ হাদিসে এসেছে সূরা বাকারার শেষ দুই আয়াত অনেক ফজিলতপূর্ণ। তাই আমরা সবাই সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ সহ pdf ফাইল চাই। তাই আপনাদের সুবিধার্থে নিচে সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ সহ দেওয়ার হলো।
সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ সহ
২৮৫: আ-মানাররাছূলু বিমাউনঝিলা ইলাইহি মির রাব্বিহী ওয়াল মু’মিনূনা কুল্লুন আ-মানা বিল্লাহি ওয়া মালাইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রুছুলিহী লা-নুফাররিকুবাইনা আহাদিম মির রুছুলিহী ওয়া কা-লূ ছামি‘না ওয়াআতা‘না গুফরা-নাকা রাব্বানা-ওয়া ইলাইকাল মাসীর।
২৮৬: লা-ইউকালিলফুল্লা-হু নাফছান ইল্লা-উছ‘আহা-লাহা-মা কাছাবাত ওয়া ‘আলাইহা-মাকতাছাবাত রাব্বানা-লা-তুআ-খিযনা ইন নাছীনা-আও আখতা’না-রাব্বানা ওয়ালা-তাহমিল ‘আলাইনা-ইসরান কামা-হামালতাহূ আলাল্লাযীনা মিন কাবলিনা-রাব্বানা-ওয়ালা তুহাম্মিলনা-মা-লা-তা-কাতা লানা-বিহী ওয়া‘ফু‘আন্না-ওয়াগফিরলানা-ওয়া রহামনা-আনতা মাওলা-না-ফানসুরনা-‘আলাল কাওমিল কা-ফিরীন।
সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা অর্থ
২৮৫: রাসূল বিশ্বাস রাখেন ঐ সমস্ত বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমুহের প্রতি এবং তাঁর পয়গম্বরগণের প্রতি। তারা বলে আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোন তারতম্য করিনা। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা। তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে।
২৮৬: আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।
সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ সহ pdf
অনেকেই সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ সহ pdf ফাইল ডাউনলোড করে রাখতে চান। কিন্তু অনলাইনে কোন পিডিএফ ফাইল পাচ্ছেন না। তাদের জন্য নিচে আমরা সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ সহ pdf ফাইল দেওয়ার চেষ্টা করেছি। নিচে থাকা ক্লিক করে পিডিএফ ফাইল সংগ্রহ করুন।
সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ সহ: PDF
পরিশেষে
আশা করি, সূরা বাকারার শেষ দুই আয়াত বাংলা উচ্চারণ সহ pdf ফাইল ডাউনলোড করছেন। অত্যন্ত ফজিলতপূর্ণ হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। তাই আপনি সবসময় এই দুই আয়াত তেলাওয়াত করার চেষ্টা করবেন। তাহলে দুনিয়া ও আখেরাতে শান্তি লাভ করতে পারবেন।