othera 20 mg কিসের ঔষধ। othera 20 mg এর কাজ কি তা জানতে চাচ্ছেন। Othera 20 mg খাওয়ার নিয়ম,Othera 20 mg এর দাম কত ও Othera 20 mg খাওয়ার আগে না পরে খেতে হবে তা সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তাই আপনি যদি এ সম্পর্কে বিস্তারিত জানতে চান। তাহলে আজকের আর্টিকেল শুধুমাত্র আপনার জন্য।
বর্তমান সময়ে বহুল ব্যবহৃত একটি ঔষধ হলো othera. সাধারণত এ ঔষুধ দুই রকম ভাবে পাওয়া যায়। একটি Othera 20 mg ও অপরটি Othera 40 mg । আজকে আপনাদের সামনে আমরা othera 20 mg কিসের ঔষধ ও othera 20 mg এর কাজ কি তা সম্পর্কে আলোচনা করব। চলুন মূল আলোচনা শুরু করি।
othera 20 mg কিসের ঔষধ
Othera 20 mg ঔষধ মূলত আলসারের কাজ করে থাকে। তাই যাদের আলসার জনিত সমস্যা রয়েছে। তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শে othera 20 mg ঔষুধ সেবন করতে পারেন।
এছাড়াও othera 20 mg ঔষধ গ্যাস্ট্রিক, বুক জ্বালাপোড়া, অম্ল ও বদহজমের জন্য খুবই কার্যকরী একটি ট্যাবলেট।
othera 20 mg এর কাজ কি?
সাধারণত যে সকল রোগী আলসার, গ্যাস্ট্রিক ও বদহজমের সমস্যায় ভুগছেন। তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী othera 20 mg ট্যাবলেট সেবন করতে পারেন। আশা করা যায় অল্প দিনের মধ্যে আপনি ভালো রেজাল্ট পাবেন।
Othera 20 mg খাওয়ার নিয়ম
Othera 20 mg ওষুধ আপনাকে খাবার ৩০ মিনিট পূর্বে খেতে হবে। আপনার গ্যাস্ট্রিকের সমস্যা যদি বেশি হয়। তাহলে দিনে দুইবার উক্ত ট্যাবলেট খেতে হবে। আর যদি গ্যাস্ট্রিকের পরিমাণ একটু কম থাকে তাহলে শুধু সকালে খেলেই চলবে। তবে সব থেকে ভাল হয় একজন রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী Othera 20 mg ঔষধ সেবন করা।
Othera 20 mg খাওয়ার আগে না পরে
Othera 20 mg ওষুধ আপনাকে অবশ্যই খাওয়ার ৩০ মিনিট পূর্বে যেতে হবে। গ্যাস্ট্রিক সংক্রান্ত যেকোনো ধরনের ওষুধ হোক না কেন। সকল ধরনের ওষুধ খাওয়ার পূর্বেই গ্রহণ করা উচিত।
Othera 20 mg এর দাম কত
প্রত্যেকটা Othera 20 mg ট্যাবলেটের মূল্য ১১ টাকা করে। অর্থাৎ, আপনি যদি এক বক্স Othera 20 mg ট্যাবলেট কেনেন তাহলে ৫৫০ টাকা খরচ করতে হবে।
Othera 20 mg এর পার্শ্বপ্রতিক্রিয়া
পৃথিবীতে প্রত্যেক ঔষধের অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ঠিক তেমনিভাবে অথেরা ২০মি.গ্রা এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে।এ ঔষুধের সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া মাথা ব্যথা, মাথা ঘোড়া, ডায়রিয়া ও তলপেটে ব্যথা হতে পারে। তবে
শেষ কথা
Othera 20 mg কিসের ওষুধ ও Othera 20 mg এর কাজ কি তা আপনি এখন জানতে পেরেছেন। তবে Othera 20 mg ওষুধ নিজে নিজেই সেবষ করা যাবে না। অবশ্যই একজন রেজিস্টারপ্রাপ্ত ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেকোনো ওষুধ আপনাকে সেবন করতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা আপনার শরীরের জন্য ক্ষতিকর।