যেনাকারী কি জান্নাতে যাবে? যেনা করলে কি দোয়া কবুল হয়? এরকম জেনা সম্পর্কিত বিভিন্ন রকমের প্রশ্ন আমাদের থাকে। আজকের আর্টিকেলে আপনাদেরকে যেনা সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তবে এজন্য আপনাকে আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়তে হবে।
সবথেকে নিকৃষ্টতম পাপ হল যেনা। বর্তমান সমাজে নারী পুরুষ সকলেই এই নিকৃষ্টতম পাপ কাজের সঙ্গে যুক্ত। তবে আপনি কি জানেন এই পাপের শাস্তি সম্পর্কে? আপনি হয়তো জানেন না। চলুন আমরা যেনাকারী কি জান্নাতে যাবে তা সম্পর্কে সঠিক তথ্য জেনে নেই।
যেনাকারী কি জান্নাতে যাবে?
আপনি নিশ্চয়ই জানতে চাচ্ছেন, যেনাকারী কি জান্নাতে যাবে? সত্যিকার অর্থে চেনা মারাত্মক রকমের নিকৃষ্টতম পাপ কাজ। যা কবিরা গুনাহের অন্তর্ভূক্ত। তাহলে এটা থেকে বোঝা গেল, যেনাকারি ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না।
এছাড়াও মহান আল্লাহতালা পবিত্র কুরআনে বর্ণনা করেন।আল্লাহ তায়ালা বলেন, “তোমরা যেনার ধারে কাছেও যেও না। এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট আচরণ”। সূরা বনী ইসরাঈল -৩২।
“ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়কে এক’শ ঘা করে বেত্রাঘাত কর। আল্লাহর বিধান কার্যকরী করবে এদের প্রতি দয়া যেন তোমাদের অভিভূত না করে। যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়ে থাক। ঈমানদারদের একটি দল যেন এদের শাস্তি প্রত্যক্ষ করে”। সূরা আন নূর ২
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন, “কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তিন ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্রও করবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠোর শাস্তি নির্ধারিত থাকবে। তারা হচ্ছে বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক এবং অহংকারী গরীব”। [মুসলিম ও নাসায়ী]
উপরোক্ত পবিত্র কুরআনের আয়াত ও হাদিসের তথ্য অনুযায়ী যেনাকারী কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে অবশ্যই যেনাকারী ব্যক্তির জন্য জান্নাতের পথ খোলা থাকবে। যদি সেই যেনাকারী ব্যক্তি মহান আল্লাহতালার কাছে তওবা করে, সম্পূর্ণভাবে এরকম নিকৃষ্টতম পাপ থেকে বিরত থাকে।
যেনা করলে কি দোয়া কবুল হয়?
উপরের তথ্য মতে আমরা জানলাম যেনা একটি কবিরা গুনাহ। আর কবিরা গুনা অবস্থায় কোন দোয়া করলে মহান আল্লাহতালা এ দোয়া কবুল করবেন না।
যেনাকারী কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবি (স) বলেছেন,রাত্রি যখন অর্ধেক হয়ে যায় তখন সব দরজা খুলে দেওয়া হয়। যে যা চায় তখন তাকে তা দিয়ে দেওয়া হয়। কিন্তু যার যেনার সম্পর্ক আছে তার দোয়া কবুল হয় না।
তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যেনাকারী ব্যক্তির দোয়া কখনোই কবুল হবে না। তাই আপনি যদি ইহকাল ও পরকালে শান্তি ভোগ করতে চান। তাহলে আপনাকে এই জঘন্যতম পাপ যেনা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে।
শেষ কথা
আশা করি,যেনাকারী কি জান্নাতে যাবে এ সম্পর্কে আপনি সঠিক তথ্য জানতে পেরেছেন। প্রকৃতপক্ষে যেনাকারী ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যেনাকারী ব্যক্তির দোয়া কখনোই কবুল হবে না। তাই আপনি বা আপনার আশেপাশে থাকা মানুষ যদি এই জঘন্যতম পাপে যুক্ত থাকে। তাহলে তাকে বোঝানোর চেষ্টা করুন। অবশ্যই আমাদের এরকম জঘন্যতম পাপ থেকে বের হয়ে আসতে হবে। তাহলে আখিরাতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো।