বাংলালিংক ১ জিবি অফার খুঁজছেন? বাংলালিংক ফ্রি ১ জিবি কোড কী তা জানতে চান। বাংলালিংক ৫ টাকায় ১ জিবি কিনতে চাইলে আজকের আর্টিকেল শুধুমাত্র আপনার জন্য। আজকে আপনাদের সামনে বাংলালিংক ১ জিবি অফার সম্পর্কে আলোচনা করবো।
বর্তমান সময়ে বাংলাদেশের বহুল ব্যবহৃত সিম হল বাংলালিংক। বিশেষ করেই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এই সিমটি সবাই বেশি ব্যবহার করে। আপনি নিশ্চয় বাংলালিংক সিম ব্যবহার করেন।
বর্তমান সময়ে অনেক কম টাকায় ভালো ভালো বাংলালিংক ইন্টারনেট অফার পাওয়া যায়। এরমধ্যে সবথেকে স্বাশ্রয়ী ও জনপ্রিয় প্যাকেজ হলো বাংলালিংক ১ জিবি অফার। আপনি কম টাকা দিয়ে এই ১ জিবি ইন্টারনেট অফার ক্রয় করতে পারবেন।
বাংলালিংক ১ জিবি অফার ২০২৩
বাংলালিংক সিমের ইন্টারনেট স্পিড অন্যান্য সিমের তুলনায় একটু বেশি। এ কারণে ইন্টারনেটের ক্ষেত্রে বাংলালিংক সিম বেশি ব্যবহৃত হয়। আপনি হয়তো দীর্ঘদিন ধরে বাংলালিংক সিম ব্যবহার করছেন।
বাংলালিংক ১ জিবি অনেক গুলো অফার আছে। অর্থাৎ, বিভিন্ন মেয়াদী বাংলালিংক ১ জিবি অফার রয়েছে। আপনাদের সামনে সবগুলো অফার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো।
১ জিবি ৪২ টাকা
বর্তমান সময়ে banglalink জনপ্রিয় একটি ইন্টারনেট অফার হলো ৪২ টাকায় ১ জিবি। বাংলালিংক যেকোনো সিমে এই অফারটি চালু করতে পারবে। অর্থাৎ, সকল banglalink সিমের জন্য এই অফারটি প্রযোজ্য।
১ জিবি ৪২ টাকা অফারটি চালু করার জন্য *১২১*৪২# ডায়াল করুন। এই অফারের মেয়াদ থাকবে ৩ দিন। অফারটি আপনি মাই বাংলালিংক অ্যাপ থেকেও ক্রয় করতে পারবেন।
১ জিবি ১১৬ টাকা
যারা ১৫ দিন মেয়াদী বাংলালিংক ১ জিবি ইন্টারনেট অফার কিনতে চাচ্ছেন। তাদের জন্য এই অফারটি দারুন হবে। মাত্র ১১৬ টাকা দিয়ে ১ জিবি ইন্টারনেট পাচ্ছেন। এর মেয়াদ থাকবে ১৫ দিন।
আপনি যদি এই অফারটি কিনতে চান। তাহলে সরাসরি মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *১২১*১১৬# ডায়াল করুন। আর আপনি যদি বাংলালিংক অ্যাপ ইন্সটল থাকে। তাহলে কোন কোড ডায়াল করতে হবে না। সরাসরি বাংলালিংক অ্যাপ থেকেই কিনতে পারবেন।
বাংলালিংক ৫ টাকায় ১ জিবি
অনেকেই আমাদের কাছে জানতে চাই বাংলালিংক ৫ টাকায় ১ জিবি অফার আছে কিনা? বর্তমান সময়ে আপনি এরকম কোন অফার পাবেন না। কারণ বর্তমান সময়ে ইন্টারনেট প্যাকেজের দাম বৃদ্ধি করা হয়েছে।
আপনি যদি বাংলালিংক ১ জিবি ইন্টারনেট অফার নিতে চান। তাহলে উপরের যেকোন একটি অফার বেছে নিতে পারেন। এছাড়াও আরো ভালো ভালো অফার পাওয়ার জন্য। অবশ্যই আপনাকে banglalink অ্যাপস ব্যবহার করতে হবে।
বাংলালিংক ফ্রি ১ জিবি কোড
আসলেই কি বাংলালিংক ফ্রি ১ জিবি কোড আছে? প্রকৃতপক্ষে আপনি যখন একটি নতুন বাংলালিংক সিম ক্রয় করবেন। তখন দীর্ঘ ১২ মাস ১ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন।
অর্থাৎ,বাংলালিংক ফ্রি ১ জিবি কোড শুধু নতুন সিম গুলোর জন্য প্রযোজ্য। পুরাতন সিমে এই অফার পাবেন না। *৫০০০*২২০# কোড ডায়েট করার সাথে সাথে আপনি বাংলালিংক ফ্রি 1gb পেয়ে যাবেন। এই ইন্টারনেট অফারের মেয়াদ থাকবে সাত দিন।
শেষ কথা
বাংলালিংক ১ জিবি অফার ও বাংলালিংক ফ্রি ১ জিবি কোড কি তা জানতে পেরেছেন। আপনি যদি বাংলালিংক সিমে বেশি বেশি ইন্টারনেট অফার পেতে চান। তাহলে এক্ষেত্রে আপনাকে অবশ্যই মাই বাংলালিংক অ্যাপ ব্যবহার করতে হবে।
কারণ banglalink অ্যাপ এ প্রতিনিয়ত নতুন নতুন অফার দেয়া হয়। বিশেষ করে মাই বাংলালিংক অ্যাপ এ My offer অপশন থেকে আপনি জনপ্রিয় অনেক অফার পাবেন। যা অনেক সাশ্রয়ী। তো বন্ধুরা,বাংলালিংক ১ জিবি অফার পর্ব কেমন লাগলো তা কমেন্ট করুন।