৭০ টি বিপদ থেকে মুক্তির দোয়া জানতে চান?যে কোন বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া শিখতে চাচ্ছেন? বিপদ থেকে মুক্তির সুরা ও বিপদ থেকে মুক্তির উপায় সম্পর্কে আজকে আলোচনা করবো। তাই আপনি যদি এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান। তাহলে আজকের আর্টিকেল শুধুমাত্র আপনার জন্য।
সচরাচর আমাদের জীবনে কোন না কোন সমস্যা লেগেই থাকে। এই সমস্যা সমাধান করার জন্য কোন কোন দোয়া পড়তে হবে তা আমাদের জানতে হবে। তাই আজকের এই আর্টিকেলে আপনাদের সামনে ৭০ টি বিপদ থেকে মুক্তির দোয়া তুলে ধরার চেষ্টা করবো। অবশ্যই আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়ুন।
৭০ টি বিপদ থেকে মুক্তির দোয়া
বর্তমান সময়ে আমাদের পৃথিবীতে অশান্তি ও আল্লাহতালার গজব আরো বেড়ে গেছে। গুনাহ বেশি হলে সবকিছু থেকে বরকত উঠে যায়। ফ্যাসাদ শুরু হয়ে যায়। বিপদ ও বালা-মুসিবত একের পর এক আসতেই থাকে। যুগে যুগে মানুষকে আল্লাহু তাআলা বিভিন্ন আজাব-গজব দিয়ে শাস্তি দিয়েছেন, সতর্ক করেছেন।
তাই আল্লাহতালা শাস্তি দেওয়ার আগেই আমাদের তওবা করা উচিত। এছাড়াও বিপদ থেকে মুক্তির দোয়া পাঠ করলে নিশ্চয় মহান আল্লাহতালা আমাদেরকে বিপদ থেকে মুক্ত করবেন। তেমনি একটি বিপদ থেকে মুক্তির দোয়া নিয়ে আজকে হাজির হয়েছি।
একজন মুমিন ও মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের এই দোয়া মুখস্ত করা দরকার। তাই আপনাদের সামনে ৭০ টি বিপদ থেকে মুক্তির দোয়া আরবি ও বাংলা অর্থসহ দেওয়ার চেষ্টা করব। অবশ্যই দোয়াটি আপনি নিয়মিত পাঠ করবেন।
৭০ টি বিপদ থেকে মুক্তির দোয়া
“লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, লা শারিকা লাহু, লাহুল মুলক, ওয়ালাহুল হামদ, ইউহই ওয়া-ই মিতু, বিয়াদিহিল খাইর, ওহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।”
৭০ টি বিপদ থেকে মুক্তির দোয়া বাংলা অর্থ
‘আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই । তিনি একক তাঁর কোন শরীক নেই । তার জন্যই বাদশাহী ও রাজত্ব এবং তার জন্যই সমস্ত প্রশংসা । তিনি জীবন দেন, মৃত্যু দেন । তিনি জীবিত আছেন, মারা যাবেন না কখনই । সমস্ত কল্যাণ তার নিয়ন্ত্রণে এবং তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান।’
উপরোক্ত ৭০ টি বিপদ থেকে মুক্তির দোয়া অবশ্যই আপনি মুখস্থ রাখবেন। কারণ কখন কোন বিপদ আসে তা বলা যায় না। এছাড়াও নিয়মিত এই দোয়া পাঠ করলে আল্লাহতালা আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবেন। আমিন।
যে কোন বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া
প্রাতহিক জীবনে আমরা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়ি। এই সমস্যাগুলো থেকে মুক্তির উপায় আমাদের জানা দরকার। আমাদের দুনিয়ার সকল সমস্যার সমাধান একমাত্র মহান আল্লাহতালার কাছে।
তাই আমাদের যেকোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহতালার কাছে সাহায্য চাইতে হবে। মহান আল্লাহতালার কাছে বিপদ থেকে মুক্তির জন্য আপনি কিছু দোয়া করতে পারেন। যে দোয়া গুলো আমাদের রাসুল পাক সাঃ শিখিয়েছেন।
তেমন কিছু বিপদ থেকে মুক্তির দোয়া সম্পর্কে নিচে আলোচনা করবো। দোয়া গুলো অবশ্যই আপনি মুখস্থ রাখবেন। তাহলে আল্লাহতালা আপনাকে বিপদ থেকে অবশ্যই রক্ষা করবেন।
আরবি উচ্চারণ
‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাহদিল বালায়ি ওয়া দারাকিশ শিক্বায়ি ওয়া সুয়িল কাদ্বায়ি ওয়া শামাতাতিল আদায়ি।’ (বুখারি)
বাংলা অর্থ
‘হে আল্লাহ! আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি, বিপদ-আপদের দুর্বিষহ অসুবিধা থেকে, দুর্ভাগ্যের করাল গ্রাস থেকে, ভ্রান্ত সিদ্ধান্ত থেকে এবং শত্রুতার আনন্দ থেকে।’
উচ্চারণ
‘ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগিছু, আসলিহ লি সাঅনি কুল্লুহু, ওয়া লা তাকিলনি ইলা নাফসি ত্বারফাতা আইনিন।’
অর্থ
‘হে চিরঞ্জীব, হে সৃষ্টিকুলের নিয়ন্ত্রক, আপনার রহমতের দোহাই দিয়ে আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, আপনি আমার সকল বিষয় শুদ্ধ করে দিন, এক মুহূর্তের জন্যও আপনি আমাকে আমার উপর ছেড়ে দিয়েন না।’ (নাসাঈ, তিরমিজি, মুসতাদরাকে হাকেম)।
শেষ কথা
আশা করি,৭০ টি বিপদ থেকে মুক্তির দোয়া ও অর্থ আপনি জানতে পেরেছেন। আপনি যদি যেকোন বিপদ থেকে মুক্তি পেতে চান। তাহলে অবশ্যই আপনাকে ৭০ টি বিপদ থেকে মুক্তির দোয়া একদম মুখস্ত রাখতে হবে।
এছাড়াও যদি মুখস্ত করতে কোন সমস্যা হয়। তাহলে আমাদের ওয়েবসাইটে এসে যেকোনো সময় করতে পারেন। আল্লাহতালা আমাদের সকলের বালা মুসিবত দূর করে দিন। ৭০ টি বিপদ থেকে মুক্তির দোয়া আমরা সকলে সকাল ও সন্ধ্যায় পাঠ করব।