টোফেন সিরাপ এর কাজ কিঃ আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আশা করি আপনি অনেক ভালো আছেন। আবার আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে মূলত আপনাদের সামনে টোফেন সিরাপ সম্পর্কে আলোচনা করব।
আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন। টোফেন সিরাপ এর কাজ কি,বাচ্চাদের টোফেন সিরাপ খাওয়ার নিয়ম,টোফেন সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া ও টোফেন সিরাপ এর দাম কত টাকা ইত্যাদি সম্পর্কে। আজকে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।
তবে এজন্য আপনাকে আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়তে হবে। আর্টিকেলটি পড়া শেষ হলে অবশ্যই আপনার যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করবেন। তাই চলুন দেরি না করে, টোফেন সিরাপ এর কাজ কি সে সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই।
টোফেন সিরাপ এর কাজ কি
টোফেন সিরাপ মূলত হাঁপানি প্রতিরোধক ও এলার্জি রাইনাইটি উপসর্গ প্রশমনে নির্দেশিত। এছাড়াও বাচ্চাদের ঠান্ডা জনিত সমস্যায় সর্দি ও কাশি নিরময়ে ব্যবহার করা হয়।
বাচ্চাদের টোফেন সিরাপ খাওয়ার নিয়ম
টোফেন সিরাপ এর কাজ কি এটা জানার পর, খাওয়ার নিয়ম জানা দরকার । প্রতি কেজি ওজনের জন্য, ০.০৫ মি.গ্রা. (০.২৫ মি.গ্রা. সিরাপ) করে দিনে দুইবার (সকালে এবং বিকালে একবার) সেব্য।
টোফেন সিরাপ এর দাম
বর্তমানে ১০০ ml টোফেন সিরাপ এর দাম ৬৫ টাকা।
শেষ কথা
এই ছিল আজকে টোফেন সিরাপ এর কাজ কি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি, টোফেন সিরাপ সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য আমরা জানতে পেরেছি। তবে একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে বাচ্চাদের টোফেন সিরাপ খাওয়ার নিয়ম অবশ্যই একজন রেজিস্টার্ড প্রাপ্ত ডাক্তারের কাছ থেকে জেনে নিতে হবে। এছাড়াও টোফেন সিরাপ এর কাজ কি সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে তাহলে মন্তব্য করুন।