রাশি নির্ণয় পদ্ধতি সম্পর্কে জানতে চাচ্ছেন? রাশি নির্ণয় app খুঁজছেন? আপনি কি রাশি জানার উপায় জানতে চান? সহজেই জন্ম তারিখ দিয়ে রাশি নির্ণয় করুন online. এগুলো সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তাই আপনি যদি সঠিক নিয়মে রাশি নির্ণয় পদ্ধতি জানতে চান। তাহলে আজকের আর্টিকেল শুধুমাত্র আপনার জন্য।
বর্তমানে প্রযুক্তির এই যুগে আপনাকে আর জ্যোতিষীর কাছে গিয়ে নিজের রাশি জানতে হবে না। আপনি ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে আপনার কোন রাশি সেটা জানতে পারবেন। তাই আপনাদের সুবিধার জন্য আজকে আমরা রাশি নির্ণয় পদ্ধতি ও রাশি জানার উপায় সম্পর্কে আলোচনা করবো। তাই আপনি যদি নিজের রাশি জানতে চান, তাহলে অবশ্যই আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়বেন।
রাশি কি?
পৃথিবীর চারপাশে সূর্যের আপাত বার্ষিক গতিপথকে রবিমার্গ বলা হয়ে থাকে। আর এই রবিমার্গেই রয়েছে ১২ টি রাশি। শিশুর জন্মের সময় স্থানীয় সময় অনুযায়ী চন্দ্র যে রাশিতে থাকে সেই রাশিকে শিশুর জন্ম রাশি বলে।
রাশি নির্ণয় পদ্ধতি
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজের রাশি কি তা জানেন না। আবার কেউ কেউ আছেন নিজের রাশে জানার জন্য টাকা খরচ করে জ্যোতিষীর কাছে যায়। তবে বর্তমান সময়ে আপনি ঘরে বসেই রাশি নির্ণয় করতে পারবেন। এইজন্য আমাদের আজকের রাশি নির্ণয় পদ্ধতি টিউটোরিয়াল অনুসরণ করুন।
রাশিচক্র অনুসরণ করে আমরা মোট ১২ টি রাশি পেয়েছি। ১২টি রাশির মধ্যে রয়েছে: মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি ও মীন রাশি।
আমাদের মধ্যে অনেকেই মনে করে রাশি নির্ণয় পদ্ধতি খুবই কঠিন। তবে আপনি যদি আমাদের আজকের নিয়ম অনুসরণ করেন। তাহলে আপনি যেকোন ব্যক্তির রাশি নির্ণয় করতে পারবেন। চলুন কিভাবে রাশি ফল নির্ণয় করবেন তার জেনে নেই।
মীন রাশি
যদি আপনার জন্ম তারিখ ১৯ শে ফেব্রুয়ারি থেকে ২০ শে মার্চ (বাংলার ৭ ই ফাল্গুন থেকে ৭ ই চৈত্র) এর মধ্যে হয় তবে আপনার মীন রাশি।
মীন রাশির অধিপতি- বৃহস্পতি
শুভ সংখ্যাঃ ১, ৩, ৭, ৯
শুভ রংঃ সাদা, নীল, সবুজ ও সবুজ
শুভ ধাতুঃ রুপা
শুভ পাথরঃ হলুদ পোখরাজ, এর সঙ্গে রক্ত প্রবাল, মনুস্টোন
শুভ বারঃ রবিবার, সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।
মিত্র রাশিঃ কর্কট ও বৃশ্চিক।
শুভ দিকঃ উত্তর।
কুম্ভ রাশি
জন্মতারিখ ২১ শে জানুয়ারি থেকে ১৮ ই ফেব্রুয়ারি (বাংলার ৮ ই মাঘ থেকে ৬ ই ফাগুন) এর মধ্যে হলে আপনার কুম্ভ রাশি।
কুম্ভ রাশির অধিপতিঃ শনি
শুভ রংঃ নীল, সবুজ ও বেগুনি।
শুভ সংখ্যাঃ ৪, ৫, ৬
শুভ পাথরঃ ইন্দ্রনীলা, পান্না ও হীরা
শুভ ধাতুঃ হোয়াইট গোল্ড, সোনা ও রুপা।
শুভ দিনঃ বুধবার, শুক্রবার ও শনিবার।
মিত্র রাশিঃ মিথুন ও তুলা
শুভ দিকঃ পশ্চিম
মকর রাশি
জন্ম তারিখ ২২ শে ডিসেম্বর থেকে ২০ শে জানুয়ারি (বাংলার ৮ ই পৌষ থেকে ৭ ই মাঘ) এর মধ্যে হলে আপনার মকর রাশি।
এই রাশির অধিপতিঃ শনি
শুভ রংঃ নীল, সবুজ, চকোলেট, ক্রিম।
শুভ সংখ্যাঃ ৫, ৬, ৮
শুভ পাথরঃ ইন্দ্রনীলা, এর সঙ্গে রক্ত প্রবাল, এমিথিস্ট, গোমেদ।
শুভ ধাতুঃ লোহা ও সীসা
শুভ বারঃ বুধবার, শুক্রবার ও শনিবার।
শুভ সঙ্গীঃ কন্যা, মীন ও বৃশ্চিক
শুভ দিকঃ পশ্চিম
ধনু রাশি
আপনার জন্ম তারিখ যদি ২৩ শে নভেম্বর থেকে ২১ শে ডিসেম্বর (বাংলার ৯ ই অগ্রহায়ণ থেকে ৭ ই পৌষ) এর মধ্যে তবে আপনার ধনু রাশি।
এই রাশির অধিপতিঃ বৃহস্পতি
শুভ রংঃ হলুদ, বেগুনি, ক্রিম।
শুভ সংখ্যাঃ ১, ৩, ৯
শুভ পাথরঃ পোখরাজ
শুভ ধাতুঃ রুপা ও প্লাটিনাম
মিত্র রাশিঃ মেষ, সিংহ, ধনু
শুভ দিনঃ রবিবার, সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।
শুভ দিকঃ পূর্ব
সিংহ রাশি
যদি আপনাদের জন্ম তারিখ ২৩ শে জুলাই থেকে ২৩ শে আগস্ট (বাংলার ৮ ই শ্রাবণ থেকে ৮ ই ভাদ্র) এর মধ্যে তাহলে আপনাদের সিংহ রাশি।
এই রাশির অধিপতি- রবি
শুভ রংঃ লাল, সোনালী, সাদা, হলুদ-চকোলেট
শুভ সংখ্যাঃ ১, ২, ৩, ৪, ৯
শুভ পাথরঃ পোখরাজ, প্রবাল
শুভ ধাতুঃ সোনা ও পিতল
শুভ দিনঃ রবিবার, সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।
শুভ সঙ্গীঃ ধনু, মেষ, মিথুন।
শুভ দিকঃ পূর্ব
মেষ রাশি
যদি আপনার জন্ম তারিখ ইংরেজি ২১ শে মার্চ থেকে ২০ শে এপ্রিল (বাংলার ৮ ই চৈত্র থেকে ৭ ই বৈশাখ) এর মধ্যে হয় তবে আপনার রাশি মেষ।
এই রাশির অধিপতিঃ মঙ্গল
শুভ রংঃ লাল, সাদা, গোলাপি, হলুদ এবং লাল-সাদা মেশানো।
শুভ সংখ্যাঃ ১, ৩, ৯
শুভ পাথরঃ রক্ত প্রবাল, রুবি, রক্ত প্রবাল ও হীরা।
শুভ ধাতুঃ লোহা, ইস্পাত
শুভ দিনঃ রবিবার, সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।
মিত্র রাশিঃ ধনু ও সিংহ
শুভ দিকঃ পূর্ব
বৃশ্চিক রাশি
যদি আপনার জন্ম তারিখ ২৪ শে অক্টোবর থেকে ২২ শে নভেম্বর (বাংলার ৯ ই কার্তিক থেকে ৮ ই অগ্রহায়ণ) এর মধ্যে হয় তবে আপনার বৃশ্চিক রাশি।
বৃশ্চিক রাশির অধিপতিঃ মঙ্গল
শুভ রংঃ নীল, সবুজ, লাল, ঘিয়ে ও চকোলেট।
শুভ সংখ্যাঃ ১, ৩, ৯
শুভ ধাতুঃ লোহা ও ইস্পাত
শুভ পাথরঃ রক্ত প্রবাল, হলদে পোখরাজ, এবং কিছু বিশেষ ক্ষেত্রে পান্না ও হীরা।
শুভ বারঃ রবিবার, সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।
মিত্র রাশিঃ কর্কট ও মীন
শুভ দিকঃ উত্তর
বৃষ রাশি
যদি আপনার জন্ম তারিখ ২১ শে এপ্রিল থেকে ২১ শে মে (বাংলার ৮ ই বৈশাখ থেকে ৭ ই জৈষ্ঠ্য) এর মধ্যে হয় তবে আপনি বৃষ রাশির জাতক-জাতিকা।
এই রাশির অধিপতিঃ শুক্র
শুভ রংঃ লাল, সাদা, নেভি ব্লু, আকাশি
শুভ সংখ্যাঃ ৫, ৬
শুভ পাথরঃ পান্না, এর সঙ্গে হীরা, পোখরাজ।
শুভ ধাতুঃ তামা ও ব্রোঞ্জ
শুভ দিনঃ বুধবার, শুক্রবার, শনিবার।
মিত্র রাশিঃ মকর, কন্যা ও কর্কট
শুভ দিকঃ দক্ষিন
তুলা রাশি
যদি আপনার জন্ম তারিখ ২৪ শে সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর (বাংলার ৯ ই আশ্বিন থেকে ৮ ই কার্তিক) এর মধ্যে তবে আপনার রাশি তুলা।
তুলা রাশির অধিপতিঃ বুধ ও শুক্র
শুভ রংঃ সবুজ, আকাশি, সাদা ও ফিরোজা।
শুভ সংখ্যাঃ ৫, ৬
শুভ পাথরঃ পান্না, ফিরোজা, ওপাল, ক্যাটস আই।
শুভ ধাতুঃ তামা ও ব্রোঞ্জ
শুভ বারঃ বুধবার, শুক্রবার, শনিবার।
মিত্র রাশিঃ কুম্ভ ও মিথুন
শুভ দিকঃ পশ্চিম
কর্কট রাশি
আপনার জন্ম তারিখ যদি ২২ শে জুন থেকে ২২ শে জুলাই (বাংলার ৮ ই আষাঢ় থেকে ৭ ই শ্রাবণ) এর মধ্যে হয় তবে আপনার রাশি কর্কট।
কর্কট রাশির অধিপতিঃ চন্দ্র
শুভ রংঃ হালকা সবুজ, কমলা, সাদা ও ক্রিম রং।
শুভ সংখ্যাঃ ১, ২, ৩, ৭, ৯
শুভ পাথরঃ রক্ত প্রবাল, পান্না, মুনস্টোন ও মুন্না।
শুভ ধাতুঃ রুপা ও প্লাটিনাম
শুভ বারঃ রবিবার, সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।
মিত্র রাশিঃ মীন, বৃশ্চিক ও বৃষ।
শুভ দিকঃ পূর্ব
কন্যা রাশি
আপনার জন্ম তারিখ যদি ২৪ শে আগস্ট থেকে ২৩ শে সেপ্টেম্বর (বাংলার ৯ ই ভাদ্র থেকে ৮ ই আশ্বিন) এর মধ্যে তাহলে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা।
কন্যা রাশির অধিপতিঃ বুধ
শুভ রংঃ ধূসর, নেভি ব্লু, সবুজ।
শুভ সংখ্যাঃ ৫, ৬, ৭
শুভ ধাতুঃ রুপা ও প্লাটিনাম
শুভ পাথরঃ মুক্তা ও ওপাল
শুভ বারঃ বুধবার, শুক্রবার, শনিবার।
শুভ সঙ্গীঃ মকর, বৃষ
শুভ দিকঃ দক্ষিণ
মিথুন রাশি
আপনার জন্ম তারিখ যদি ২২ শে মে থেকে ২১ শে জুন (বাংলার ৮ ই জৈষ্ঠ্য থেকে ৭ ই আষাঢ়) এর মধ্যে তাহলে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা।
এই রাশির অধিপতিঃ বুধ
শুভ রংঃ হালকা সবুজ, কমলা, আকাশি ও লাল।
শুভ সংখ্যাঃ ৫, ৬
শুভ পাথরঃ পান্না, ফিরোজা, বেরিল।
শুভ ধাতুঃ রুপা ও প্লাটিনাম
শুভ দিনঃ বুধবার, শুক্রবার, শনিবার
মিত্র রাশিঃ কুম্ভ, তুলা ও সিংহ।
শুভ দিকঃ পশ্চিম
রাশি নির্ণয় app
বর্তমানে সময়ে আপনি অ্যাপসের মাধ্যমে রাশি নির্ণয় করতে পারবেন। এমন অনেক অ্যাপস রয়েছে যে সকল অ্যাপস দিয়ে খুব সহজে রাশি নির্ণয় করা যায়। এগুলো অ্যাপস আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এর জন্য কোন টাকা দিতে হবে না।
রাশি নির্ণয় app আপনি গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করতে পারবেন। এছাড়াও google থেকে ডাউনলোড করতে পারবেন। নিচে থাকলে লিংকে ক্লিক করে রাশি নির্ণয় অ্যাপস ডাউনলোড করুন।
জন্ম তারিখ অনুযায়ী রাশি নির্ণয়
আপনি কোন রাশের মানুষ সেটা খুব সহজেই নির্ণয় করতে পারবেন জন্ম তারিখ দিয়ে। তবে এজন্য আপনার জন্ম তারিখ সঠিক জানতে হবে। অর্থাৎ, আপনি কোন দিনে ও কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেটা সঠিক থাকতে হবে। তাহলেই আপনি জন্ম তারিখ দিয়ে রাশি নির্ণয় করতে পারবেন।
উপরে আপনাদের সামনে বারোটি রাশি নির্ণয় করার পদ্ধতি দেখানো হয়েছে। উপরের পদ্ধতি অনুযায়ী জন্ম তারিখ অনুযায়ী রাশি নির্ণয় করুন খুব সহজেই। এছাড়াও রাশির নয় অ্যাপস এর মাধ্যমেও আপনি রাশি নির্ণয় করতে পারেন।
শেষ কথা
আশা করি, আপনি রাশি নির্ণয় পদ্ধতি ২০২৩ সম্পর্কে সঠিক তথ্য পেয়েছেন। আজকে আপনাদের সামনে সহজ পদ্ধতিতে কিভাবে রাশি বের করা যায় সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। জন্ম তারিখের মাধ্যমে রাশির নামে পদ্ধতি ও রাশি নির্ণয় করার অ্যাপস সম্পর্কে আজকে আলোচনা করা হয়েছে।
তাই আপনার যে পদ্ধতি সবথেকে সহজ হয় সে পদ্ধতি অনুযায়ী রাশি নির্ণয় করতে পারবেন। এছাড়াও আজকের আর্টিকেল সম্পর্কিত যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। এর পাশাপাশি রাশি নির্ণয় পদ্ধতি পর্বটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবেন।