gp 200 minute offer 30 days: আশা করি বন্ধুরা আপনারা সবাই ভাল আছেন। জিপি সিম সম্পর্কিত নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হলাম। আজকে মূলত আলোচনা করব জিপি একটি মিনিট অফার সম্পর্কে।
প্রতিদিন মোবাইলে কথা বলার জন্য আমরা অনেক টাকা ব্যয় করে ফেলি। কিন্তু আপনি যদি মাসিক মিনিট কিনে কথা বলেন, তাহলে আপনার অনেক টাকা বেঁচে যাবে। তাই আপনাদের সুবিধার জন্য আজকে gp 200 minute offer 30 days সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন জিপি 200 মিনিট অফার 30 দিন সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
gp 200 minute offer 30 days
বর্তমান সময়ে জিপি সিমে ২০০ মিনিট অফার অ্যাভেলেবল রয়েছে। অর্থাৎ, যেকোনো গ্রাহক এই অফারটি উপভোগ করতে পারবে। অফারটি আপনি দুই ভাবে চালু করতে পারেন। প্রথমত সরাসরি টাকা রিচার্জ করে, দ্বিতীয়ত ইউএসএসডি কোড ডায়াল করে। gp 200 minute offer 30 days কিভাবে চালু করবেন তা দেখে নেই।
- gp 200 minute offer 30 days চালু করার জন্য সরাসরি ১৫৭ টাকা রিচার্জ করুন।
- রিচার্জ করা ছাড়াও ইউএসএসডি কোড ডায়াল করেও মিনিট উপভোগ করতে পারেন। এই জন্য ডায়াল করুন *121*5074#।
- মেয়াদ থাকবে ৩০ দিন
- প্যাকেজের মূল্য ১৫৭ টাকা
বিশেষ দ্রষ্টব্য: আপনি এই মিনিট অফারটি দীর্ঘ এক মাস ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি যেকোন সিমে এই মিনিট দিয়ে কথা বলতে পারবেন।
জিপি মিনিট চেক কোড ২০২৩
জিপি সিমে কত মিনিট রয়েছে এটা চেক করার জন্য সরাসরি ডায়াল করুন *১২১*১*৪#। এছাড়াও আপনি মাই জিপি অ্যাপ ব্যবহার করে সহজেই মিনিট ও ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারবেন।
শেষ কথা
এই ছিল আজকে gp 200 minute offer 30 days সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি, উপরের কোড ডায়াল করে আপনি ২০০ মিনিটের অফারটি চালু করেছেন। এছাড়াও জিপি সিমে মিনিট অফার সম্পর্কে জানতে মাই জিপি অ্যাপ ইন্সটল করতে পারেন। তো বন্ধুরা gp 200 minute offer 30 days আর্টিকেল সম্পর্কিত যদি কোন প্রশ্ন থাকে, অবশ্যই মন্তব্য করবেন।