নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় তা নিয়ে ভাবছেন। নগদ একাউন্ট খোলা একদমই সহজ। আপনি ঘরে বসে ভোটার আইডি কার্ড ছাড়াই নগদ একাউন্ট খুলতে পারবেন। তবে এজন্য অবশ্যই আমাদের আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়তে হবে।
আপনার হয়তো নগদ একাউন্ট খোলা নেই। এই কারণে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় সেটা জানতে চাচ্ছেন। তাহলে চিন্তার কোন কারণ নেই। কেননা আজকে আপনাদের সামনে আমরা নগদ একাউন্ট খোলার সহজ দুটি উপায় সম্পর্কে আলোচনা করবো।
এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনি কয়েক মিনিটের মধ্যেই একটি নতুন নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাই চলুন দেরি না করে কিভাবে আপনি একটি নগদ একাউন্ট খুলবেন তা দেখে নেই।
নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়
বর্তমান তথ্যপ্রযুক্তির এই যুগে ব্যাংক যেন আমাদের এখন হাতের মুঠোয়। বর্তমান সময়ে টাকা পাঠানো বা টাকা বের করার জন্য আর ব্যাংকে গিয়ে বসে থাকতে হয় না। আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনি অধিক টাকা লেনদেন করতে পারবেন।
তেমনি মোবাইলের মাধ্যমে টাকা লেনদেন করার নতুন একটি মোবাইল ব্যাংকিং সেবা হল নগদ। নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট এর মাধ্যমে আপনি টাকা লেনদেন, মোবাইল রিচার্জ ও বিভিন্ন ধরনের বিল প্রদান করতে পারবেন।
এই সুবিধা গুলো ভোগ করার জন্য অবশ্যই আপনার একটি নগদ একাউন্ট থাকতে হবে। তবে আমাদের বেশিরভাগ গ্রাহকের নগদ একাউন্ট খোলা নেই। তাই আপনাদের সুবিধার জন্য আজকে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় তার সম্পর্কে আলোচনা করব। চলুন নগদ একাউন্ট খোলার সহজ পদ্ধতি গুলো দেখে নেই।
nid কার্ড ছাড়া নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়
আপনি ইচ্ছে করলে ভোটার আইডি কার্ড ছাড়াও নগদ একাউন্ট খুলতে পারবেন। চলুন দেখে নেই, ভোটার আইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়।
- প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *১৬৭#।
- তারপর আপনাকে এখন চার সংখ্যার পিনকোড সেট করতে হবে।
- প্রথমবার পিন কোড দেওয়ার পর, আবার পুনরায় আবার একই পিন কোড দিন।
- ২ বার পিন কোড দেওয়ার পর, হয়ে গেল আপনার সফল একটি নগদ একাউন্ট।
ব্যস, তৈরি হয়ে গেল একটি সফল নগদ একাউন্ট। এভাবেই মূলত আপনি ভোটার আইডি কার্ড ছাড়াও সফলভাবে একটি নগদ একাউন্ট খুলতে পারবেন।
নগদ অ্যাপ দিয়ে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়
নগদ একাউন্ট খোলার দ্বিতীয় পদ্ধতি হলো নগদ অ্যাপ দিয়ে। আপনি যদি নগদ মোবাইল ব্যাংকিং এর সকল সুযোগ সুবিধা ভোগ করতে চান। তাহলে অবশ্যই আপনাকে নগদ অ্যাপস এর মাধ্যমে একাউন্ট ক্রিয়েট করতে হবে।
আপনি যখন নগদ অ্যাপস দিয়ে একটি নগদ একাউন্ট তৈরি করবেন। তখন বিভিন্ন ধরনের অফার ও বোনাস পাবেন। তাই আমাদের উচিত নগদ অ্যাপস এর মাধ্যমে নগদ এখন তৈরি করা। নগদ অ্যাপ দিয়ে আপনি খুব সহজেই একটি নগদ একাউন্ট খুলতে পারবেন। চলুন দেখে নেই, অ্যাপ দিয়ে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়।
ধাপ ১ঃ প্রথমত আপনাকে নগদ অ্যাপ ডাউনলোড করতে হবে। এজন্য google play store এ সার্চ করে ইন্সটল করে নিন।
ধাপ ২ঃ তারপর আপনি যেহেতু নতুন একটি নগদ একাউন্ট খুলতে চাচ্ছেন। এ কারণে আপনাকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ৪ঃ মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার সেই মোবাইল নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোন দিয়ে ভেরিফাই করতে হবে।
ধাপ ৫ঃ তারপর জাতীয় পরিচয় পত্রের সামনের ও পিছনের অংশের ছবি তুলে ভেরিফাই করতে হবে। ভোটার আইডি কার্ডের সামনের ও পিছনের অংশের ছবি তুলে পরবর্তী অপশনে ক্লিক করুন।
ধাপ ৬ঃ পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে। এখন আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। ক্যামেরার সোজাসুজি তাকান ছবি তোলার সময় কয়েকবার চোখের পলক ফেলুন (কয়েকবার চোখ বন্ধ করবেন এবং খুলবেন)। সফলভাবে ছবি তোলা হলে পরবর্তী ধাপে যাবেন।
ধাপ ৭ঃ নগদ একাউন্ট খোলার সর্বশেষ ধাপ হলো আপনাকে পিন সেট করতে হবে। এ পর্যায়ে আপনি নিজের ইচ্ছামত চার সংখ্যার একটি পিন কোড সেট করুন। প্রথমবার পিনকোড দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করুন। তারপর পুনরায় আবার একই পিন কোড দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করুন।
ধাপ ৮ঃ সর্বশেষ পর্যায়ে আপনার মোবাইল নাম্বার পুনরায় ভেরিফাই করতে হবে। অর্থাৎ নগদ মোবাইল ব্যাংকিং থেকে আপনার ফোনে একটি otp কোড পাঠাবে। সেই ওটিপি কোড দিয়ে ভেরিফাই করলে আপনার নগদ একাউন্ট সফলভাবে তৈরি হয়ে যাবে।
উপরের মোট ৮টি ধাপ সম্পূর্ণ করলে আপনি নতুন একটি নগদ একাউন্ট খুলতে পারবেন। যারা বলে নগদ একাউন্ট খোলা অনেক ঝামেলা পূর্ণ। তাদের আজকের ভুল ধারণা অবশ্যই ভেঙ্গে যাবে। এখন আমাদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা নিজে নিজে অ্যাপস এর মাধ্যমে নগদ একাউন্ট খুলতে পারে না। তারা অবশ্যই নগদ উদ্যোক্তা বা এজেন্ট শাখা হতে ভোটার আইডি কার্ডের মাধ্যমে নগদ একাউন্ট খুলতে পারবেন।
নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২৩
সফলভাবে নগদ খোলার পর অবশ্যই আপনাকে নগদ একাউন্ট চেক করতে হবে। অর্থাৎ নগদ একাউন্টের মাধ্যমে কিভাবে টাকা লেনদেন করতে হয় সেটা জানতে হবে। আপনি দুই রকম ভাবে নগদ একাউন্ট দেখতে পারবেন।ইউএসএসডি কোড পদ্ধতি ও মোবাইল অ্যাপ দিয়ে নগদ একাউন্ট চেক করা।
ইউএসএসডি পদ্ধতিতে নগদ একাউন্ট দেখার নিয়ম
ইউএসএসডি পদ্ধতিতে নগদ একাউন্ট দেখার জন্য আপনার মোবাইলে ডায়াল অপশনে গিয়ে সরাসরি ডায়াল করুন *১৬৭#। এখন আপনি নগদ একাউন্টের যে সেবাটা নিতে চাচ্ছেন। সেই অপশন বেছে নিন। ধরুন আপনি নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে চাচ্ছেন। এইজন্য আপনাকে My nagad অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার নগদ একাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আপনি দেখতে পারবেন আপনার একাউন্টে কত টাকা আছে।
অ্যাপ দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ একাউন্টে কত টাকা রয়েছে ও নগদ একাউন্ট দিয়ে সহজে লেনদেন করার জন্য অবশ্যই আপনাকে নগদ অ্যাপস ব্যবহার করতে হবে। কারণ নগদ অ্যাপস দিয়ে টাকা লেনদেন ও মোবাইল রিচার্জ করা একদমই সহজ। এইজন্য আপনি সরাসরি গুগল প্লে স্টোর থেকে নগদ অ্যাপস ইনস্টল করে লগইন করুন। তারপর নিজের প্রয়োজনীয় অপশন গুলো বেছে নিয়ে নগদ অ্যাকাউন্ট যাচাই করুন।
নগদ একাউন্টের সুবিধা ২০২৩
নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় এটা জানার পর আপনি নিশ্চয়ই একটি নগদ একাউন্ট খুলতে পেরেছেন। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি কেন একটি নগদ একাউন্ট খুলব? আমার তো বিকাশ বা রকেট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে। এরকম প্রশ্ন আপনার মনে থাকতেই পারে।
ক্যাশ আউট চার্জ: নগদ একাউন্ট খোলার অন্যতম প্রধান কারণ হলো সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ। আপনি নগদ মোবাইল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে মাত্র মাত্র ৯.৯৯ টাকা রেটে এ ক্যাশ আউট করতে পারবেন। যা আমাদের দেশের অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবাতে ২০ টাকা কেটে নেয়। তাই সর্বনিম্ন টাকায় ক্যাশ আউট করতে হলে অবশ্যই আপনাকে নগদ ব্যবহার করতে হবে।
ফ্রি সেন্ড মানি: আপনি যদি নগদ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে অন্য কোন নগদ একাউন্টে টাকা ট্রান্সফার করেন, তাহলে আপনাকে সেন্ড মানি অপশন বেছে নিতে হবে। অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবাতে সেন্ড মানি করলে এক্সটা কিছু টাকা চার্জ কাটে। কিন্তু নগর থেকে সেন্ড মানি আপনি একদম বিনামূল্যে করতে পারবেন।
অন্যান্য: উপরোক্তর সুবিধাগুলো ছাড়াও আপনি সম্পূর্ণ ফ্রিতে মোবাইলে চার্জ করতে পারবেন। এর পাশাপাশি বিভিন্ন ধরনের বিল ফ্রিতে প্রদান করতে পারবেন। এছাড়াও আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন। এবং সেই মেয়ের যদি নগদ একাউন্ট এর মাধ্যমে প্রদান করতে চান। তাহলে ১০% ক্যাশ ব্যাক এর সুযোগ-সুবিধা রয়েছে।
শেষ কথা
আশা করি,নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় তা জানতে পেরেছেন। এছাড়াও কিভাবে নগদ একাউন্টের ব্যালেন্স চেক করবেন সে সম্পর্কেও আলোচনা করার চেষ্টা করেছি। এর পাশাপাশি কি কারণে আপনি ব্যবহার করবেন, অর্থাৎ নগদ একাউন্ট এর সুযোগ সুবিধা কেমন সেটা দেখানোর চেষ্টা করেছি।
তো বন্ধুরা যারা নগদ একাউন্ট খুলতে চাচ্ছেন তাদের জন্য আজকের আর্টিকেল অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। উপরের ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই সফল একটি নগদ একাউন্ট খুলতে পারবেন না। নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় পর্বটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।