ইউটিউব গো ডাউনলোড করতে চাইলে আজকের আর্টিকেল শুধুমাত্র আপনার জন্য। বর্তমান সময়ে বিশ্বের দ্বিতীয় সার্চ ইঞ্জিন হলো ইউটিউব। প্রত্যেক মাসে হাজার হাজার মানুষ ইউটিউবে বিভিন্ন রকমের তথ্য সার্চ করে থাকে। ইউটিউবকে আমরা সাধারণত ভিডিও দেখার কাজে ব্যবহার করি।
অর্থাৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম গুলোর মধ্যে প্রথম অবস্থায় হল ইউটিউব। মানুষ যেন youtube কে আরো স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারে এর জন্য গুগল কর্তৃপক্ষ ইউটিউবের নতুন একটি প্ল্যাটফর্ম নিয়ে এসেছে। ইউটিউবের নতুন এই ফিচারের নাম হল ইউটিউব গো। চলুন ইউটিউব গো ডাউনলোড করার নিয়ম দেখে নেই।
ইউটিউব গো ডাউনলোড
সাধারণত দিন দিন ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে আমাদের দেশে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। এছাড়াও যে সকল দেশের ইন্টারনেট স্পিড একটু কম। তারা কিন্তু স্বাচ্ছন্দে ইউটিউব গো ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
কারণ ইউটিউব গো কম ডাটা কানেকশনের খুবই উপযোগী। অর্থাৎ আপনার ইন্টারনেট কানেকশন যদি দীর্ঘতম সম্পন্ন হয়, তাহলে আপনি ইউটিউব এর চেয়ে ইউটিউব গো তে ভালোভাবে ভিডিও দেখতে পারবেন। এ কারণে বর্তমান সবার কাছে ইউটিউব গো অনেক বেশি জনপ্রিয়।
তবে ইউটিউব গো যেহেতু নতুন একটি ফিচার। এই কারণে আমাদের বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে । এরমধ্যে অন্যতম একটি প্রশ্ন হল ইউটিউব গো ডাউনলোড করবো কিভাবে। আজকের আর্টিকেল থেকে আপনি সহজেই ইউটিউব গো ডাউনলোড করতে পারবেন।
ইউটিউব গো ডাউনলোড প্লে স্টোরে
গুগল প্লে স্টোর থেকে আপনি সহজেই ইউটিউব গো ডাউনলোড করতে পারবেন। এজন্য আপনি সরাসরি গুগল প্লে স্টোরে চলে যান। তারপরে search বক্সে লিখুন ” YouTube Go” ।
এখন ইন্সটল বাটনে ক্লিক করুন। ইন্সটল বাটনে ক্লিক করার পর, ২/৩ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর আপনার ইউটিউব গো ইন্সটল হয়ে যাবে।এভাবেই মূলত আপনি গুগল প্লে স্টোর থেকে ইউটিউব গো ডাউনলোড করতে পারেন।
গুগল থেকে ইউটিউব গো ডাউনলোড
আমাদের মধ্যে বেশিরভাগ মোবাইল ইউজারদের গুগল প্লে স্টোর খোলা থাকে না। এই কারণে আমরা ইউটিউব গো ব্যবহার করতে পারি না। তাই গুগল প্লে স্টোর ছাড়া কিভাবে আপনি ইউটিউব গো ডাউনলোড করবেন সেটা দেখানোর চেষ্টা করব।
গুগল থেকে ডাউনলোড করার জন্য সরাসরি সার্চ করুন ” YouTube Go apk download”। তারপর apkpure ওয়েবসাইটে প্রবেশ করুন। এখন ডাউনলোড বাটনে ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করলে ইউটিউব গো ডাউনলোড হয়ে যাবে।
এছাড়াও যারা google এ সার্চ করা নিয়ে ঝামেলায় পড়েন। তাদের জন্য বিশেষ একটি সুবিধা নিয়ে এসেছি। নিচে থাকার ডাউনলোড বাটনে ক্লিক করলেই, আপনি এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন।
ইউটিউব গো ডাউনলোড: ক্লিক করুন
শেষ কথা
এই ছিল আজকে ইউটিউব গো ডাউনলোড সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি, আপনি ইতিমধ্যে ইউটিউব গো সংগ্রহ করতে পেরেছেন। সাধারণত যে সকল ইউটিউব ইউজারদের ইন্টারনেট কানেকশন ধীর গতি সম্পন্ন, তাদের জন্যই মূলত youtube গো অ্যাপস।
এছাড়াও এই অ্যাপসের মাধ্যমে আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। যেকোনো ধরনের ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড ও করতে পারবেন। তো বন্ধুরা ইউটিউব গো ডাউনলোড পর্ব সম্পর্কিত যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।