শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩: আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আশা করি আপনি অনেক ভাল আছেন। আবার আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সামনে আমরা মূলত শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করবো। এছাড়াও আপনি কিভাবে শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ এর জন্য আবেদন করবেন সেটা নিয়েও আলোচনা করা হবে। তাই অবশ্যই আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়বেন।
আপনারা যারা শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করেছেন। তাদের সবার একটি বিষয় নিয়ে অনেক সংশয় থাকে। আপনাদের প্রথম প্রশ্ন হল ১০ মিনিটের এই কুইজ প্রতিযোগিতায় কি কি প্রশ্ন করা হয়। আজকের এই আর্টিকেলে মূলত শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ প্রশ্ন সম্পর্কে আলোচনা করা হবে। চলুন দেরি না করে আজকের আলোচনা শুরু করি।
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনিও নিশ্চয় এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাচ্ছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে আপনাকে জেনে নিতে হবে কি কি প্রশ্ন এই কুইজ প্রতিযোগিতায় আসতে পারে। এখন যদি আপনার প্রশ্নগুলোর উত্তর জানা থাকে। তাহলে কিন্তু আপনি অনেক ভাল একটি পুরস্কার পেয়ে যাবেন।
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় মূলত শেখ রাসেলের জীবনী সম্পর্কে বেশি প্রশ্ন করা হয়। অর্থাৎ আপনাকে শেখ রাসেল সম্পর্কিত সকল ধরনের প্রশ্নের উত্তর জানতে হবে। তাই আপনাদের সামনে আজকে শেখ রাসেল সম্পর্কিত যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই দেরি না করে চলুন শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ প্রশ্ন ও উত্তরগুলো দেখে নেই।
শেখ রাসেল কে?
উত্তরঃ শেখ রাসেল বাংলাদেশের রাজনৈতিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র।
শেখ মুজিবুর রহমান শেখ রাসেলের কি ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ রাসেলের পিতা ছিলেন।
শেখ রাসেল কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ শেখ রাসেল ১৮ অক্টোবর ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন।
শেখ রাসেল কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ শেখ রাসেল ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন যা পূর্ব পাকিস্তানের ঢাকা অঞ্চলের ধানমন্ডিতে ৩২ নম্বর ভবনে ১৮ অক্টোবর ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন।
শেখ রাসেলের জন্ম তারিখ কত?
উত্তরঃ ১৮ অক্টোবর।
শেখ রাসেলের বাবার নাম কি?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শেখ রাসেলের মাতার নাম কি?
উত্তরঃ শেখ ফজিলাতুন্নেছা মুজিব।
শেখ রাসেলের বড় বোনের নাম কি?
উত্তর: শেখ হাসিনা।
শেখ রাসেলের ভাই-বােন কত জন?
উত্তরঃ পাঁচ ভাই-বােন।
পাঁচ ভাই-বােনের মধ্যে রাসেলের অবস্থান কততম?
উত্তরঃ পাঁচ ভাই-বােনের মধ্যে রাসেল সর্বকনিষ্ঠ।
শেখ রাসেলের ভাইদের নাম কি?
উত্তরঃ শেখ কামাল, শেখ জামাল
শেখ রাসেলের বােনদের নাম কি?
উত্তরঃ শেখ হাসিনা, শেখ রেহানা।
শৈশব থেকে শেখ রাসেল কেমন ছিলেন?
উত্তরঃ শৈশব থেকেই দুরন্ত প্রাণবন্ত রাসেল ছিলেন পরিবারের সবার অতি আদরের।
রাসেলের জন্মের আগের মুহূর্তগুলাে কেমন ছিল?
উত্তরঃ ভীষণ উৎকণ্ঠার।
শেখ রাসেল জন্মের সময় কেমন ছিলেন?
উত্তরঃ মাথাভরা ঘন কালাে চুল, তুলতুলে নরম গাল, বেশ বড়সড় হয়েছিল শেখ রাসেল।
কত বছর বয়সে ১৯৭১ সালে শেখ রাসেল নিজেই বন্দি হয়ে যান?
উত্তরঃ ৭ বছর বয়সে।
শেখ রাসেল অভিমান করে কাকে ‘আব্বা ‘আব্বা বলে ডাকে?
উত্তরঃ রাসেল তার মাকে ‘আব্বা আব্বা’ বলে ডাকতো।
শেখ রাসেল কোন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তেন?
উত্তরঃ শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের চতুর্থ শ্রেণিতে পড়তেন।
শেখ রাসেলকে কত সালে হত্যা করা হয়?
উত্তরঃ ১৯৭৫ সালের ১৫ আগস্ট প্রত্যুষে ।
শেখ রাসেলকে কত তারিখে হত্যা করা হয়?
উত্তরঃ ১৫ আগস্ট।
শেখ রাসেলকে কত সালে হত্যা করা হয়?
উত্তরঃ ১৯৭৫ সালে।
শেখ রাসেলের মাতৃশিক্ষায়তনের নাম কি?
উত্তরঃ ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ।
শেখ রাসেলকে যখন হত্যা করা হয়, তখন তার বয়স কত ছিল?
উত্তরঃ ১০ বছর।
শেখ রাসেলের পরিচিতির কারণ কি?
উত্তরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র।
শেখ রাসেল তার বােন শেখ হাসিনাকে কি নামে ডাকতাে?
উত্তরঃ হাসু আপা।
ভাইয়া আমাকে মারবে না তাে? এ কথাটি শেখ রাসেল কাকে উদ্দেশ্য করে বলে?
উত্তরঃ ব্যক্তিগত কর্মচারী এ এফ এম মহিতুল ইসলামকে উদ্দেশ্য করে বলে।
শেখ রাসেলের আদি নিবাস কোথায়?
উত্তরঃ গােপালগঞ্জ।
ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেলের শিক্ষাজীবন শুরু হয় কত বছর বয়সে?
উত্তরঃ ৪ বছর বয়সে।
৪ বছর বয়সে শেখ রাসেলের শিক্ষাজীবন শুরু হয় কোথায়?
উত্তরঃ ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে।
মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের কোন শ্রেণীর ছাত্র ছিল?
উত্তরঃ মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।
শেখ রাসেল প্রথম কারাগার দেখে কত সালে?
উত্তরঃ শেখ রাসেল প্রথম কারাগার দেখে ১৯৬৬ সালের ৮ মে, পিতার গ্রেপ্তারের পর।
শেখ রাসেল দিবস কবে?
উত্তরঃ ১৮ অক্টোবর।
শেখ রাসেল দিবস কোন শ্রেণিভুক্ত দিবস?
উত্তরঃ শেখ রাসেল দিবস ‘ক’শ্রেণিভুক্ত দিবস।
মন্ত্রিসভার বৈঠকে শেখ রাসেল দিবস ‘ক’শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের বিষয়ে কত তারিখে অনুমােদন দেওয়া হয়?
উত্তরঃ ২৩ আগস্ট ২০২১ মন্ত্রিসভার বৈঠকে শেখ রাসেল দিবস ‘ক’শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের বিষয়ে অনুমােদন দেওয়া হয়।
সরকারি উদ্যেগে প্রথমবারের মত শেখ রাসেল দিবস উদ্যাপন করা হয় কবে?
উত্তরঃ ১৮ অক্টোবর ২০২১, সরকারি উদ্যেগে প্রথমবারের মত শেখ রাসেল দিবস’ উদ্যাপন করা হয়।
শেখ রাসেল গ্রামে বেড়াতে যেয়ে কি কি করতেন?
উত্তরঃ ছােট ছােট গরিব শিশুর প্রতি তার দরদ ছিল, যখন সে গ্রামে যেতাে,
মৃত্যুকালে শেখ রাসেল কোন স্কুলের ছাত্র ছিল?
উত্তরঃ মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিল।
শেখ রাসেলের যেদিন জন্ম হয় বঙ্গবন্ধু সেদিন কোথায় অবস্থান করছিলেন?
উত্তরঃ রাসেলের যেদিন জন্ম হয় বঙ্গবন্ধু সেদিন ফাতেমা জিন্নাহর পক্ষে প্রচারণায় অংশগ্রহণের জন্য চট্টগ্রামে অবস্থান করছিলেন।
আমাদের ছােট রাসেল সােনা’ বইটি কে লিখেছে?
উত্তরঃ শেখ হাসিনা।
শেখ রাসেলের দুরন্তপনার সঙ্গী কি ছিল?
উত্তরঃ শেখ রাসেলের দুরন্তপনার সঙ্গী ছিল বাই-সাইকেল।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশাের পরিষদ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ শেখ হাসিনা।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশাের পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৮৯ সালের ২০শে ফেব্রুয়ারি।
শেখ রাসেল ক্রীড়াচক্র কেন প্রতিষ্ঠা করা হয়?
উত্তরঃ শেখ রাসেলের স্মৃতিকে জাগরূক রাখার জন্য শেখ রাসেল ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করা হয়।
“আমি মায়ের কাছে যাব” কে,কখন এ উক্তিটি করেছিল?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে রাসেলকে নিয়ে পালানাের সময় ব্যক্তিগত কর্মচারীসহ রাসেলকে অভ্যুত্থানকারীরা আটক করে। আতঙ্কিত হয়ে শিশু রাসেল কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন, “আমি মায়ের কাছে যাব”।
শেখ রাসেল নামটি কে রেখেছিলেন?
উত্তরঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শেখ রাসেল নামকরণে কার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল?
উত্তরঃ মা বেগম ফজিলাতুন নেছা মুজিবের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
শেখ রাসেলের ভুবন ছিল কারা?
উত্তরঃ শেখ রাসেলের ভুবন ছিল তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাতা শেখ ফজিলাতুননেসা মুজিব, বােন শেখ হাসিনা ও শেখ রেহানা এবং ভাই শেখ কামাল ও শেখ জামালকে ঘিরে।
পরিশেষে কিছু কথা
এই ছিল আজকে শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ প্রশ্ন সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। উপরের প্রশ্নগুলো আপনি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন। তাহলে অবশ্যই আপনি কুইজ প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করতে পারবেন। এছাড়াও আপনি যদি শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ ভালো ফলাফল অর্জন করতে চান। তাহলে অবশ্যই শেখ রাসেল সম্পর্কিত বিভিন্ন রকম বই পড়তে হবে। তাহলেই আপনি এর প্রতিযোগিতায় সন্তুষ্ট জনক ফলাফল অর্জন করতে পারবেন।