ফিতরা কত টাকা ২০২৩: আসলামুআলাইকুম প্রিয় পাঠক। আশা করি আপনি অনেক ভালো আছেন। আবার আপনাদের সামনে ইসলামিক বিষয়ে একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে মূলত আপনাদের সামনে এ বছরে কত টাকা ফিতরা দিতে হবে তা নিয়ে আলোচনা করব। এ বিষয়ে জানার জন্য অবশ্যই আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়বেন।
ফিতরা কত টাকা ২০২৩
এ বছরে ফিতরা সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্ব্বোচ্চ ২ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই টাকা নির্ধারণ করেছে আমাদের দেশের জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়।
ফিতরা কী?
ফিতরা বা ফেতরা(فطرة) আরবী শব্দ, যা ইসলামে যাকাতুল ফিতর (ফিতরের যাকাত) বা সাদাকাতুল ফিতর (ফিতরের সদকা) নামে পরিচিত। ফিতর বা ফাতুর বলতে সকালের খাদ্যদ্রব্য বোঝানো হয় যা দ্বারা রোজাদারগণ রোজা ভঙ্গ করেন। যাকাতুল ফিতর বলা হয় ঈদুল ফিতর উপলক্ষে গরীব দুঃস্থদের মাঝে রোজাদারদের বিতরণ করা দানকে।
রোজা বা উপবাস পালনের পর সন্ধ্যায় ইফতার বা সকালের খাদ্য গ্রহণ করা হয়। সেজন্য রমজান মাস শেষে এই দানকে যাকাতুল ফিতর বা সকালের আহারের যাকাত বলা হয়। নারী-পুরুষ, স্বাধীন-পরাধীন, শিশু-বৃদ্ধ, ছোট-বড় সকল মুসলিমের জন্য ফিতরা প্রদান করা ওয়াজিব।
ফিতরা টাকা কিভাবে নির্ধারণ করা হয়?
ফিতরা ঈদের নামাজের পূর্বে প্রদান করতে হয়। ঈদের দিন সকালে যিনি নিসাব পরিমাণ সম্পদের (সাড়ে ৭ ভরি সোনা বা সাড়ে ৫২ ভরি রুপা বা সমমূল্যের নগদ অর্থ ও ব্যবসা পণ্যের) মালিক থাকবেন, তাঁর নিজের ও পরিবারের ছোট–বড় সবার পক্ষ থেকে ফিতরা আদায় করা তাঁর প্রতি ওয়াজিব। একে অন্যের ফিতরা আদায় করতে পারেন।
ফিতরা কার উপর ওয়াজিব?
নিসাব পরিমাণ তথা সম্পদশালী ব্যক্তির নিজের পক্ষ থেকে, নাবালক সন্তানদের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়। পরিবারস্থ স্ত্রী, কন্যা ও রোজগার বিহীন সাবালক সন্তানের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর প্রদান করা উত্তম। তবে ওয়াজিব নয়।
পরিশেষে কিছু কথা
এই ছিল আজকে ফিতরা কত টাকা ২০২৩ সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত একটি আলোচনা। এ বছরে ফিতরা আপনাকে কত টাকা দিতে হবে তা জানতে পেরেছেন। এছাড়াও ফিতরা কত টাকা ২০২৩ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য একজন মাওলানার নিকট যেতে পারে। তার থেকে পরামর্শ নিয়ে আপনার ফিতরার টাকা নির্ধারণ করতে পারবেন।