ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩: আসসালামুয়ালাইকুম প্রিয় পাঠক। আশা করি আপনি ভালো আছেন। আবার আপনাদের সামনে নতুন একটি শিক্ষা বিষয়ক টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। সাম্প্রতিক সময়ে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি প্রদান করার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
তাই যারা ২০২৩ সালে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে চাচ্ছেন। তাদের জন্যই মূলত আজকের আর্টিকেল তৈরি করা হয়েছে। আজকের আর্টিকেলে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩,ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদন ফরম ও ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদন করার নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে। তাই অবশ্যই আজকের আর্টিকেল এড়িয়ে না গিয়ে অবশ্যই মনোযোগ সহকারে পড়তে থাকুন।
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩
বর্তমান সময়ে বাংলাদেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে ডাচ বাংলা ব্যাংক অন্যতম। ডাচ বাংলা ব্যাংক ১৯৯৭ সালে থেকে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের প্রতিবছর শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। এ বছরেও তারই ধারাবাহিকতায় প্রায় ১০২ কোটি টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
ডাচ বাংলা ব্যাংকের এই শিক্ষা বৃত্তির জন্য আবেদন করতে পারবে সর্বনিম্ন এইচএসসি পাশ শিক্ষার্থীরা। এই শিক্ষাবৃত্তি একটানা দুই বছর দেয়া হয়। প্রত্যেক মাসে ২৫০০ টাকা করে একজন শিক্ষার্থী টাকা পেয়ে থাকে। এছাড়াও পোশাক পরিচ্ছদের জন্য আরও ১ হাজার টাকা বাড়তি দেওয়া হয়। চলুন ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেখে নেই।
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি যোগ্যতা
ডাচ বাংলা ব্যাংক মূলত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য এই শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছে। আমাদের দেশের সকল জেলার শিক্ষার্থীরা এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। মূলত তিনটি পর্যায়ে বিভক্ত ডাচ বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তির যোগ্যতা গুলো।চলুন দেখে নেই আবেদন করার জন্য যোগ্যতা থাকা লাগবে।
সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্য : এসএসসি/সমমানে ন্যূনতম জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)
জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্য : ন্যূনতম জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)
গ্রামীণ অনগ্রসর অঞ্চলের স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্য : ন্যূনতম জিপিএ ৪.৮৩ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদন করার নিয়ম
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির জন্য আপনাকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোন মাধ্যমে আবেদন করলে। আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন করার জন্য সরাসরি ভিজিট করুন http://app.dutchbanglabank. com/DBBLScholarship ওয়েবসাইটে।
তারপর আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন ফরম ফিলাপ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র গুলোর মধ্যে রয়েছে।
আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
আবেদনকারীর পিতা মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।
এসএসসি/সমমান বা এইচএসসি/সমমান পরীক্ষার নম্বর পত্র ও প্রশংসা পত্রের স্ক্যান কপি।
উপরোক্ত কাগজপত্র গুলো আপনাকে আগে থেকেই স্ক্যান করে রাখতে হবে। তারপর আপনি যখন আবেদন করবেন। তখন সরাসরি কম্পিউটার বা মোবাইল ফোন থেকে আপলোড করে দিবেন।
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদনের তারিখ
আবেদন শুরুর তারিখঃ ৩০ নভেম্বর ২০২২
আবেদনের শেষ তারিখঃ ২৫ ডিসেম্বর ২০২২
প্রাথমিকভাবে বাছাইকৃতদের তালিকা প্রকাশঃ ২৫ ডিসেম্বর ২০২২
প্রাথমিকভাবে বাছাইকৃতদের সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংক এর যে কোন শাখা অথবা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখঃ ০১ জানুয়ারী ২০২৩ থেকে ১৯ জানুয়ারী ২০২৩ পর্যন্ত।
পরিশেষে কিছু কথা
এই ছিল আজকে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। যাদের ডাচ বাংলা ব্যাংক উপবৃত্তি নেওয়ার যোগ্যতা রয়েছে। তারা অতি দ্রুতই তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করে ফেলুন। এছাড়াও ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ সম্পর্কিত যদি কোন প্রশ্ন থাকে। তাহলে অবশ্যই আমাদের ব্লগে কমেন্ট করবেন।