র দিয়ে সাহাবীদের নাম অর্থসহ
র দিয়ে সাহাবীদের নাম – আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আশা করি,আপনি অনেক ভালো আছেন। আপনাদের সামনে আবারও নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সামনে র দিয়ে সাহাবীদের নাম আপনাদের মাঝে বর্ণনা করবো। আমরা বিশেষ কিছু কারণে সাহাবীগণের নাম জানতে চাই। এর মধ্যে আপনার যদি নবজাতক কোন সন্তান জন্মগ্রহণ করে।
তাহলে সেই সন্তানের নাম সাহাবীগণের নাম অনুসারে রাখতে চান। এছাড়াও বিভিন্ন কারণে আমাদের সাহাবীগণের নাম জানতে হয়। এই কারণে আপনাদের সুবিধার জন্য আজকে আমরা র দিয়ে সাহাবীদের নাম,র দিয়ে সাহাবীদের নাম অর্থসহ ও র দিয়ে মহিলা সাহাবীদের নাম উল্লেখ করার চেষ্টা করব। আশা করি,আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়বেন।
সাহাবীগন কারা
র দিয়ে সাহাবীদের নাম জানা আগে,সাহাবীগন কারা তা জানতে হবে। যেসকল ব্যক্তিবর্গ জীবিত থাকা অবস্থায় ইসলামের নবী মুহাম্মদ (স) কে সরাসরি দেখা ও সাক্ষাৎ লাভ করেছেন। তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন ও তার সাহচর্য লাভ করেছেন। সবশেষে ইসলামের প্রতি বিশ্বাস ও আস্থা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সাহাবীগন বলা হয়।
র দিয়ে সাহাবীদের নাম
আপনাদের আগেই বলেছি, আমাদের বিভিন্ন কাজের প্রয়োজনে সাহাবীগণের নাম জানা দরকার হয়ে থাকে। এছাড়াও সকল মুসলিমের দায়িত্ব ও কর্তব্য হলো সকল সাহাবীগণের নাম ও জীবনী জেনে রাখার। তাহলে সাহাবীগণের জীবন থেকে আমরাও অনেক কিছু শিক্ষা অর্জন করব। চলুন র দিয়ে সাহাবীদের নাম জেনে নেই।
- রাফি ইবনে ইয়াজিদ
- রাফে ইবনে খাদিজ
►► আরো পড়ুনঃ
আ দিয়ে সাহাবীদের নাম
র দিয়ে মহিলা সাহাবীদের নাম
অনেকে ইচ্ছা করে তাদের মেয়ে সন্তানের নাম সাহাবী সকল মহিলার নামে রাখতে চায়। তাদের সুবিধার জন্য র দিয়ে মহিলা সাহাবীদের নাম নিচে উল্লেখ করছি।
- সাফিয়া বিনতে রাবিয়া
পরিশেষে কিছু কথা
এই ছিল আজকে আমাদের র দিয়ে সাহাবীদের নাম ও র দিয়ে মহিলা সাহাবীদের নাম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আজকের আর্টিকেল থেকে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন। আমাদের সকল মুমিন মুসলমানের ইসলামের সকল সাহাবীগণের নাম ও জীবনী জানা থাকা দরকার। কারণ তাদের জীবনী থেকে আমরা অবশ্যই ভালো শিক্ষা অর্জন করতে পারব।
এছাড়াও আপনার পরিবারে যদি কোন সন্তান জন্মগ্রহণ করে। তাহলে সেই সন্তানের নাম সাহাবীগণের নাম অনুসারে রাখতে পারেন। কারণ ইসলাম সব সময় সুন্দর ও আরবি নাম রাখার বিষয় বেশি তাগিদ দিয়েছে। এই কারণে আপনার সন্তানের অবশ্যই ইসলামিক সুন্দর নাম রাখতে হবে। র দিয়ে সাহাবীদের নাম আর্টিকেল নিয়ে যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন।