বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট
বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট– আমাদের দেশ থেকে প্রতিবছর হাজার হাজার মানুষ সিঙ্গাপুরের কাজের ভিসা নিয়ে যায়। আপনিও নিশ্চয় একজন সিঙ্গাপুর কাজের ভিসা প্রত্যাশী। বাংলাদেশ থেকে দেশের বাইরে যাওয়ার জন্য প্রথমে আপনার একটি বৈধ পাসপোর্ট তৈরি করতে হবে। তারপর আপনাকে দেশের বাইরে যাওয়ার জন্য ভিসা তৈরি করতে হবে।
আমাদের দেশ থেকে সিঙ্গাপুর যাওয়ার অনেকগুলো ভিসা এজেন্সি রয়েছে। কিন্তু সিঙ্গাপুর যাওয়ার এজেন্সি গুলোর মধ্যে অনেকগুলো এজেন্সি রয়েছে যেগুলো সম্পূর্ণ ভুয়া। এগুলো ভুয়া ভিসা অফিস হতে আপনাকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। তাই শুধু আপনাদের জন্য আজকে বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট ও বাংলাদেশ ভিসা অফিস আলোচনা করবো।
বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট
আমাদের দেশ থেকে বেশিরভাগ মানুষ সিঙ্গাপুর যায় কাজের ভিসা নিয়ে। কারণ সিঙ্গাপুর কাজের ভিসার মান অনেক বেশি। আপনার নিশ্চয়ই সিঙ্গাপুর কাজের ভিসা নিয়ে যেতে চাচ্ছেন। সিঙ্গাপুর যাওয়ার জন্য প্রথমে আপনার একটি বৈধ পাসপোর্ট তৈরি করতে হবে। তারপর কাজ হলো আপনার একটি ভেজা তৈরি করা।
আপনি যদি বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে চান। তাহলে প্রাথমিক অবস্থায় আপনার যদি চেনা কোন লোক থাকে তার সাথে যোগাযোগ করতে হবে। অর্থাৎ আপনার আশেপাশের কোন ব্যক্তি যদি সিঙ্গাপুরে কর্মরত থাকে। তাহলে সেই ব্যক্তির সাথে যোগাযোগ করে ভিসার জন্য আবেদন করতে হবে।
কিন্তু আপনার যদি কোন আত্মীয় সিঙ্গাপুর কর্মরত না থাকে। তাহলে ঘাবড়ানোর কোন কারণ নেই। আজকে আপনাদের সামনে বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট উন্মোচন করে দেব। আমরা আপনাদের সামনে যে কয়েকটি সিঙ্গাপুর ভিসা এজেন্টের কথা বলব। সব কয়টি বাংলাদেশ প্রবাসী মন্ত্রণালয় থেকে স্বীকৃত প্রাপ্ত।বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট ও বাংলাদেশ ভিসা অফিস নিম্নরুপ:-
- আন্তর্জাতিক ভ্রমণ কর্পোরেশন, গুলশান ঢাকা।যোগাযোগ: ৯৮৮৫৪৭৯-৮০,৯৮৪২৬৪৫
- ডিসকভারি টু’র অ্যান্ড লজিস্টিক, বনানী ঢাকা। যোগাযোগ: ৯৮৬৩৩৪৩, ৯৮২১৮২০
- পার্কেওয়ে হসপিটালস সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড গুলশান ঢাকা। যোগাযোগ: ০১৭৩৬-০০০০০০/৯৮৫০৪২২
- লেক্সাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বাংলামোটর,ঢাকা। যোগাযোগ: ৮৬১৩১৮৪
- ইউনিয়ন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড গুলশান ঢাকা। যোগাযোগ: ৯৮৫৪৫৬৬-৭৭
- সিল্ক ওয়েজ কর্পো সার্ভিসেস লিমিটেড গুলশান ঢাকা। যোগাযোগ: ৯৮৮৮২১১-২০
- ভিক্টরি ট্রাভেলস লিমিটেড মতিঝিল ঢাকা। যোগাযোগ: ৯৫৫০৯১৫
- ট্যালন কর্পোরেশন লিমিটেড গুলশান ঢাকা।যোগাযোগ: ৯৮৯৪০২৮
- সাইমন ওভারসিজ গুলশান ঢাকা। যোগাযোগ: ৯৮৮১৪০৮
- নভোএয়ার লিমিটেড বনানী ঢাকা। যোগাযোগ: ০১৯৭৮৪৪৩৭১৭
উপরে আমরা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর দশটি ভিসা এজেন্টদের লিস্ট আপনাদের সামনে উপস্থাপন করেছি। উপরের সব কয়টি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় হতে স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান। আপনি যদি বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে চান তাহলে উপরের যেকোনো একটি ভিসা এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন।
উপসংহার
বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট ও ঠিকানা আপনাদের সামনে আলোচনা করেছি। আশা করি আজকের আর্টিকেল আপনার খুবই উপকারে আসবে। আপনি যদি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যেতে চান তাহলে প্রথমে আপনাকে সরকারিভাবে যাওয়ার জন্য আবেদন করতে হবে।
বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাওয়ার জন্য আপনাকে ভিসা করতেই হবে। এখানে আপনাদের সামনে আজকে আমরা মোট দশটি সিঙ্গাপুর ভিসা এজেন্সির লিস্ট ও ঠিকানা সংগ্রহ করে দিয়েছি। আপনি চাইলে টেলিফোন নাম্বার দিয়ে প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট আমরা Ministry of foreign affairs, Singapore ওয়েবসাইট থেকে নেওয়া।