ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নঃ আমাদের দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর মধ্যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা অন্যতম। বর্তমান সময়ে সকল শিক্ষার্থীর ইচ্ছা থাকে ক্যাডেট কলেজে পড়াশোনা করার। এই কারণে দিন দিন ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার্থীদের সংখ্যা বেড়েই চলেছে।
ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার জন্য আপনাকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। আপনাদের ভর্তির পরীক্ষা কে সামনে রেখে আজকে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ও ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। আশা করি, আপনি যদি নিচের প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়েন। তাহলে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবেন।
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২২
বর্তমান সময়ের ক্যাডেট কলেজে মোট ৩০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে গণিতে ১০০ নম্বর, বাংলায় ৬০ নম্বর, ইংরেজিতে ১০০ নম্বর ও সাধারণ জ্ঞানে ৪০ নম্বর। তাই আজকের আমরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন বাংলা ও সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো।
নিচের প্রশ্নগুলো আপনি যদি মনোযোগ সহকারে পড়েন। তাহলে অবশ্যই ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় খুব সহজে উত্তীর্ণ হতে পারবেন। এছাড়াও আমরা আপনাদের প্রশ্ন গুলোর পাশাপাশি উত্তর বলে দিয়েছি। যা আপনার শিখনফলকে আরো সহজ করে দিবে। চলুন দেখে নেই ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন বাংলা ও সাধারণ জ্ঞান গুলো।
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন বাংলা
প্রশ্ন: ২৬ ফেব্রুয়ারি শহিদ মিনারের উদ্বোধন করেন কে?
উত্তর: আবুল কালাম শামসুদ্দিন।
প্রশ্ন:‘নিখিল’ শব্দের অর্থ কী?
উত্তর: সমগ্র
প্রশ্ন: ‘কিশোর কবি নজরুল’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: রফিকুল ইসলাম
প্রশ্ন: ‘হরহামেশা’ আমরা যে আকাশ দেখি, তা আসলে কী?
উত্তর: বায়ুমণ্ডলের ঢাকনা
প্রশ্ন: ‘মিশেল’ শব্দের অর্থ কী?
উত্তর: বিভিন্ন বস্তুর মিশ্রণ
প্রশ্ন: রাতের আকাশ সচরাচর কী রঙের হয়?
উত্তর: কালো রঙের হয়
প্রশ্ন: বায়ুমণ্ডলে প্রায় কতটি বর্ণহীন গ্যাসের মিশ্রণ রয়েছে?
উত্তর: প্রায় বিশটি
প্রশ্ন: সততার পুরস্কার’ গল্পে কিসের জয় হলো?
উত্তর: সততার
প্রশ্নঃ হজরত মুসা (আ.) প্রবর্তিত ধর্মের অনুসারীদের কী বলা হয়?
উত্তর: ইহুদি
প্রশ্ন: সর্বাঙ্গঅর্থ কী?
উত্তর: সারা শরীর
প্রশ্ন: নূর শব্দের অর্থ কী?
উত্তর: জ্যোতি
প্রশ্ন: বেজার অর্থ কী?
উত্তর: অখুশি
প্রশ্ন: ফেরেশতা ইহুদিদের কী পরীক্ষা করতে এসেছিলেন?
উত্তর: সততা
প্রশ্ন: কবি আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর: গণকণ্ঠ
প্রশ্ন: ফাল্গুন বাংলা বছরের কততম মাস?
উত্তর: একাদশতম মাস
প্রশ্ন: হুমায়ুন আজাদ রচিত গবেষণাগ্রন্থের নাম কী?
উত্তর: বাক্যতত্ত্ব
প্রশ্ন : মিনুর মুখ থেকে বের হওয়া কুই কুই কুই শব্দ কিসের অভিব্যক্তি?
উত্তর: উচ্ছ্বসিত আনন্দের
প্রশ্ন: বনফুল কার ছদ্মনাম?
উত্তর: বলাইচাঁদ মুখোপাধ্যায়
প্রশ্ন: ফিরিস্তি শব্দের অর্থ কী?
উত্তর: বর্ণনা, তালিকা, ফর্দ
প্রশ্ন: এমন কথা বোলো না গো, অধর্ম হবে।’ উক্তিটি কার?
উত্তর: নিধিরামের বউয়ের
প্রশ্ন: ‘দু–চার টাকা যা পাই, তাতেই বিক্রি করে একটি দুধালো গাই কিনে নিয়ে আসাই ভালো।’ কথাটি কে বলেছিল?
উত্তর: নিধিরাম বলেছিল
প্রশ্ন: এক ক্রোশ কতটুকু পথ?
উত্তর: দুই মাইল
প্রশ্ন : তোলপাড় গল্পটি কোন চেতনায় উজ্জীবিত করে?
উত্তর: মুক্তিযুদ্ধের চেতনায়
প্রশ্ন: ওটন সাহেবের বাংলো গ্রন্থটি কে রচনা করেছেন?
উত্তর: শওকত ওসমান
প্রশ্ন: ‘শুধু বোবা নয়, ঈষৎ কালাও।’ কে?
উত্তর: মিনু
প্রশ্ন: ‘রোমাঞ্চিত’ শব্দটির সঠিক অর্থ কোনটি?
উত্তর: পুলকিত
প্রশ্ন: ‘মিনু’ গল্পের রচয়িতা কে?
উত্তর: বনফুল
প্রশ্ন: ‘জয়িফ’ শব্দের অর্থ কী?
উত্তর: দুর্বল বা বৃদ্ধ
প্রশ্ন: ‘মা, ঢাকা শহরে গুলি কইরা মানুষ মারছে।’ —কে বলেছিল?
উত্তর: সাবু বলেছিল
প্রশ্ন: ‘গরিব হইতাম পারি, কিন্তু আমরা জানুয়ার না।’ উক্তিটি কার?
উত্তর: সাবুর
প্রশ্ন: ‘অসীম আক্রোশে তার রক্ত টগবগ করে ফুটতে থাকে।’ কার রক্ত?
উত্তর: সাবুর
প্রশ্ন: কেউ টাকাপয়সা দিলে সাবুকে তা নিতে বারণ করেছিলেন কে?
উত্তর: সাবুর মা
প্রশ্ন: কার নামের সঙ্গে ‘তর্কবাগীশ’ উপাধি ছিল?
উত্তর: মাওলানা আবদুর রশিদ
প্রশ্ন: ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের নির্মিত শহীদ মিনারটি পরদিন অনানুষ্ঠানিকভাবে কোন শহীদের পিতা উদ্বোধন করেছিলেন?
উত্তর: শহীদ শফিউর রহমানের পিতা
প্রশ্ন: ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।’ এ ঘোষণা কে দেন?
উত্তর: খাজা নাজিমুদ্দিন।
প্রশ্ন: কত তারিখে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাতারাতি একটি শহীদ মিনার নির্মাণ করেন?
উত্তর: ২৩ ফেব্রুয়ারি ১৯৫২ সাল।
প্রশ্ন: ‘আকাশ’ প্রবন্ধের রচয়িতা কে?
উত্তর: আবদুল্লাহ আল–মুতী
প্রশ্ন: আবদুল্লাহ আল-মুতী কী ধরনের বই লিখেছেন?
উত্তর: বিজ্ঞানবিষয়ক
প্রশ্ন: ‘অবাক পৃথিবী’, ‘আয় বৃষ্টি ঝেঁপে’, ‘ফুলের জন্য ভালোবাসা’—এগুলো কোন ধরনের বই?
উত্তর: শিশুতোষ
প্রশ্ন: শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা যে প্রতিষ্ঠান স্থাপন করেন, তার নাম কী?
উত্তর: নবজীবন আবাস
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন সাধারণ জ্ঞান
প্রশ্ন : যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়?
উত্তর : ১৮৬৩ সালে।
প্রশ্ন : বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
উত্তর : শ্রীমাভো বন্দরনায়েক।
প্রশ্ন : ট্র্যান্স প্যাসিফিক পার্টনারশিপের (টিপিপি) সম্ভাব্য নতুন নাম কী?
উত্তর : টিপিপি মাইন্যাস ১।
প্রশ্ন : আল শাবাব কোন দেশের সংগঠন?
উত্তর : সোমালিয়া।
প্রশ্ন : ইন্টারপোলের সদর দফতর কোথায়?
উত্তর : লিও।
প্রশ্ন : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিয়েছেন?
উত্তর : ২০ জানুয়ারি ২০১৭।
প্রশ্ন : ঘঅঞঙ-এর সদর দফতর কোথায়?
উত্তর : বেলজিয়াম।
প্রশ্ন : সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?
উত্তর : ইন্দোনেশিয়া।
প্রশ্ন : গুয়ানতানামো বে’ কোথায় অবস্থিত?
উত্তর : কিউবা।
প্রশ্ন : দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন খাল দ্বারা যুক্ত?
উত্তর : পানামা খাল।
প্রশ্ন : সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : ধর্মপাল।
প্রশ্ন : মালয়েশিয়ার মুদ্রার নাম কী?
উত্তর : রিংগিত।
প্রশ্ন : সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই?
উত্তর : বুধ।
প্রশ্ন : এগঞ মানে কী?
উত্তর : এৎববহরিপয গবধহ ঞরসব.
প্রশ্ন : নাসা কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর : মহাকাশ গবেষণা।
প্রশ্ন : উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
উত্তর : নাটোর।
প্রশ্ন : ‘সুলতানার স্বপ্ন’ কার রচনা?
উত্তর : বেগম রোকেয়া।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?
উত্তর : পাবনা।
প্রশ্ন : কিসের অভাবে গলগণ্ড রোগ হয়?
উত্তর : আয়োডিন
প্রশ্ন : লাল গ্রহ কাকে বলা হয়?
উত্তর : মঙ্গল।
প্রশ্ন : বাংলাদেশ ও বার্মার সীমান্ত নদী কোনটি?
উত্তর : নাফ।
প্রশ্ন : সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে?
উত্তর : করতোয়া।
প্রশ্ন : ম্যানগ্রোভ কী?
উত্তর : উপকূলীয় বন।
প্রশ্ন : বরেন্দ্র জাদুঘর কোন জেলায়?
উত্তর : রাজশাহী।
প্রশ্ন : ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : ইংল্যান্ডে।
প্রশ্ন : হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত?
উত্তর : সিন্ধু সভ্যতা।
প্রশ্ন : কনফুসিয়াস কে?
উত্তর : দার্শনিক।
প্রশ্ন : শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন?
উত্তর : ফারসি।
প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে?
উত্তর : ম্যান্ডারিন।
প্রশ্ন : ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
উত্তর : ১৭৮৯ সালে।
প্রশ্ন : হাজার হ্রদের দেশ কোনটি?
উত্তর : ফিনল্যান্ড।
প্রশ্ন : আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে?
উত্তর : জিব্রালটার প্রণালী।
প্রশ্ন : তামাকে সর্বাপেক্ষা বিষাক্ত বস্তু?
উত্তর : নিকোটিন।
প্রশ্ন : ভেটো (ল্যাটিন) শব্দটির অর্থ কী?
উত্তর : আমি মানি না।
প্রশ্ন : বাংলা ভাষায় কুরআন অনুবাদ করেন?
উত্তর : গিরীশ চন্দ্র সেন।
প্রশ্ন : সেন্ট মার্টিন কী?
উত্তর : বাংলাদেশের একটি দ্বীপ।
প্রশ্ন : পৃথিবীর প্রথম সৃষ্ট জীব?
উত্তর : এমিবা।
প্রশ্ন : মুজিবনগর-এর পূর্ব নাম কী?
উত্তর : বৈদ্যনাথতলা।
প্রশ্ন : সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর : লুই আই কান।
প্রশ্ন : এশিয়া ও ইউরোপকে একত্রে কী বলা হয়?
উত্তর: ইউরেশিয়া।
প্রশ্ন: রাশিয়া ও তুরস্ককে কী বলা হয়?
উত্তর: ইউরেশিয়ার দেশ।
প্রশ্ন: এশিয়া মহাদেশে মোট রাষ্ট্রের সংখ্যা কত?
উত্তর: ৫১টি।
প্রশ্ন: তাজিংডং (বিজয়) কোথায় অবস্থিত?
উত্তর: বান্দরবানে।
প্রশ্ন: সার্ক গঠনের কারণ কী?
উত্তর: আঞ্চলিক সহযোগিতা।
প্রশ্ন: মানুষ কোন বয়স থেকে অধিকার অর্জন করা শুরু করে?
উত্তর: জন্ম থেকে।
প্রশ্ন: শিশুর বেঁচে থাকা ও বড় হওয়ার অধিকার রক্ষা করার দায়িত্ব কার?
উত্তর: রাষ্ট্রের।
প্রশ্ন: শিশু কারা?
উত্তর: ১৮ বছরের নিচে সব মানবসন্তানই শিশু।
প্রশ্ন: জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ কবে গৃহীত হয়?
উত্তর: ১৯৮৯ সালের ২০ নভেম্বর।
প্রশ্ন: জাতিসংঘ শিশু অধিকার সনদে মোট কয়টি ধারা আছে?
উত্তর: ৫৪টি।
প্রশ্ন: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয়?
উত্তর: শর্করা।
প্রশ্ন: কোন অঙ্গের পেশির ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই?
উত্তর: পাকস্থলী।
প্রশ্ন: কর্নিয়া কী?
উত্তর: স্কেলার সামনের চকচকে অংশটি হলো কর্নিয়া।
প্রশ্ন: রেটিনা কী?
উত্তর: রেটিনা অক্ষিগোলকের সবচেয়ে ভেতরের স্তর। এটি একটি আলোকসংবেদী স্তর। এখানে রড ও কোন নামে দুই ধরনের কোষ রয়েছে।
প্রশ্ন: আমাদের দেহের চালক কোনটি?
উত্তর: মস্তিষ্ক।
প্রশ্ন: ঘাম তৈরি হয় কোথায়?
উত্তর: ঘর্মগ্রন্থিতে।
প্রশ্ন: হাইড্রোজেনকে বিশ্লেষণ করলে কী পাওয়া যায়?
উত্তর: প্রোটন ও ইলেকট্রন।
প্রশ্ন: বরফের গলনাঙ্ক কত?
উত্তর: ১° সে.
প্রশ্ন: মোমের গলনাঙ্ক কত?
উত্তর: ৫৭° সে.।
প্রশ্ন: মোমের হিমাঙ্ক কত?
উত্তর: ৫৭° সে.
প্রশ্ন: ভরের একক কোনটি?
উত্তর: কিলোগ্রাম
প্রশ্ন: একটি ইট যে জায়গা দখল করে, তাকে কী বলে?
উত্তর: আয়তন
প্রশ্ন: কত ঘন সেন্টিমিটারে এক লিটার?
উত্তর: ১০০০ঘন সেন্টিমিটার
প্রশ্ন: কোন যন্ত্রটি তরলের আয়তন মাপতে ব্যবহৃত হয়?
উত্তর: মাপচোঙ
প্রশ্ন: ১ লিটার =?
উত্তর: ১০০০ সিসি
প্রশ্ন: সিজিএস পদ্ধতিতে ভরের একক কী?
উত্তর: গ্রাম
প্রশ্ন: ১ কুইন্টাল =?
উত্তর: ১০০ কিলোগ্রাম
প্রশ্ন: সূর্যঘড়ির প্রধান উপকরণ কী?
উত্তর: সূর্য
শেষ কথা
এই ছিল আজকে আমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি, যে সকল শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তাদের আজকের আর্টিকেল অনেক বেশি উপকারে আসবে। আসলে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন কোথা থেকে হবে তা অনুমান করা যায় না।
তবে আপনি যদি সাধারণ জ্ঞান বিষয়ে ভালো দক্ষতা অর্জন এবং ইংরেজি ও গণিত বিষয়ে অভিজ্ঞতা থাকলে আশা করা যায়, অবশ্যই ক্যাডেট কলেজে পড়াশোনা করতে পারবেন। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন। এরকম শিক্ষা বিষয়ক নতুন নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন।