আ দিয়ে সাহাবীদের নাম
আ দিয়ে সাহাবীদের নাম: আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। আশা করি,আপনি অনেক ভালো আছেন। আপনাদের সামনে আবারও নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সামনে আ দিয়ে সাহাবীদের নাম আপনাদের মাঝে বর্ণনা করবো। আমরা বিশেষ কিছু কারণে সাহাবীগণের নাম জানতে চাই। এর মধ্যে আপনার যদি নবজাতক কোন সন্তান জন্মগ্রহণ করে।
তাহলে সেই সন্তানের নাম সাহাবীগণের নাম অনুসারে রাখতে চান। এছাড়াও বিভিন্ন কারণে আমাদের সাহাবীগণের নাম জানতে হয়। এই কারণে আপনাদের সুবিধার জন্য আজকে আমরা আ দিয়ে সাহাবীদের নাম,আ দিয়ে সাহাবীদের নাম অর্থসহ ও আ দিয়ে মহিলা সাহাবীদের নাম উল্লেখ করার চেষ্টা করব। আশা করি,আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়বেন।
সাহাবীগন কারা
যেসকল ব্যক্তিবর্গ জীবিত থাকা অবস্থায় ইসলামের নবী মুহাম্মদ (স) কে সরাসরি দেখা ও সাক্ষাৎ লাভ করেছেন। তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন ও তার সাহচর্য লাভ করেছেন। সবশেষে ইসলামের প্রতি বিশ্বাস ও আস্থা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সাহাবীগন বলা হয়।
আ দিয়ে সাহাবীদের নাম
আপনাদের আগেই বলেছি, আমাদের বিভিন্ন কাজের প্রয়োজনে সাহাবীগণের নাম জানা দরকার হয়ে থাকে। এছাড়াও সকল মুসলিমের দায়িত্ব ও কর্তব্য হলো সকল সাহাবীগণের নাম ও জীবনী জেনে রাখার। তাহলে সাহাবীগণের জীবন থেকে আমরাও অনেক কিছু শিক্ষা অর্জন করব। চলুন আ দিয়ে সাহাবীদের নাম জেনে নেই।
- আমর ইবনে উমাইয়া
- আমর ইবনে হাযম
- আমর ইবনে মুয়াজ
- আমর ইবনে সাঈদ ইবনুল আস
- আমের ইবনে আবুল বুকায়র
- আমির ইবনে ইয়াযিদ
- আমির ইবনে ফুহাইরা
- আমির ইবন রাবীয়া
- আম্মার ইবনে ইয়াসির
- আম্মারা ইবনে ইয়াযিদ
- আম্মারা ইবনে হাযম
- আলী ইবনে আবি তালিব
- আল-বারা’ ইবনে আযিব
- আল বারা ইবনে মালিক
- আল বারা বিন মারুর বিন শাখার
- আসমা বিনতে আবি বকর
- আসিম ইবনে আদি
- আসিম ইবনে সাবিত
- আহনাফ ইবনে কায়িস
- আহসান ইবনে সাবিত
- আবদুল্লাহ ইবনে সালাম
- আবদুল্লাহ ইবনে সালামা
- আবদুল্লাহ ইবনে সুহাইল
- আবদুল্লাহ ইবনে হুজাফা আস সাহমী
- আব্দুল্লাহ বিন তারিক
- আব্বাদ ইবনে বিশর
- আব্বাস ইবনে উবাদা
- আব্বাস ইবনে মিরদাস
- আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব
- আম্মার ইবনে ইয়াসির
- আম্মারা ইবনে হাযম
- আবান ইবনে সাঈদ ইবনুল আস
- আবু আইয়ুব আনসারি
- আবু আমর হাফস ইবনে মুগীরা
- আবু আহমাদ ইবনে জাহাশ
- আবু উবাইদা ইবনুল জাররাহ
- আবু উমামাহ আল-বাহিলি
- আবু কাতাদাহ ইবনে রাবী
- আবু কাতাদাহ আল আনসারী
- আবু বকর ইবনে আবি কুহাফা
- আবু বশির
- আবু বারযাহ আল আসলামি
- আবু বুরদা ইবনে নাইয়ার
- আবু তালহা আনসারী
- আবু দারদা
- আবু দুজানা সিমাক বিন খারাসা
- আবু মাসুদ আল-আনসারী
- আবু মূসা আল আশয়ারি
- আবু যার আল-গিফারী
- আবু রাফি
- আবু সালামা ইবনে আবদিল আসাদ
- আবু সুফিয়ান ইবনুল হারিস
- আবু সুফিয়ান ইবনে হার্ব
- আবু হাজাল মুসলিম ইবনে আওসাজা
- আবু হুজাইফা ইবনে উতবা
- আবু হুরাইরা আল আদ-দাওসি
- আবু সায়িদ আল-খুদরী
- আবুল আস ইবনে রাবি
- আমর ইবনুল আস
- আমর ইবনে আবাসা
- আইয়াশ ইবনে আবি রাবিয়া
- আইয ইবনে আমর
- আইয ইবনে মাইস
- আইয ইবনে সাঈদ
- আইযুল্লাহ ইবনে উবাইদুল্লাহ
- আউস ইবনে খাওলা
- আওন ইবনে মালিক
- আওস ইবনে আস সামিত
- আওস ইবনে খালিদ
- আওস ইবনে খালিদ ইবনে কুরত
- আওস ইবনে জুবায়ের
- আওস ইবনে মিয়ার
- আওস ইবনে সাবিত
- আওস ইবনে সালাবা
- আরকাম ইবনে আবিল আরকাম
- আকিল ইবনে আবি তালিব
- আত্তাব ইবন উসাইদ
- আদ্দাস
- আদি ইবনে আয যাগবা
- আনাস ইবনে মালিক
- আনাস ইবনে নাদার
- আবদ-ইয়া-লাইল ইবনে আমর
- আবদুর রহমান ইবনে আউফ
- আবদুর রহমান ইবনে হারিস
- আবদুর রহমান ইবনে আবু বকর
- আবদুর রহমান ইবনে শিবল
- আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই
- আবদুল্লাহ ইবনে আব্বাস
- আব্দুল্লাহ ইবনে আবি আওফা
- আবদুল্লাহ ইবনে আবু বকর
- আবদুল্লাহ ইবনে আতিক
- আবদুল্লাহ ইবনে উবাই
- আবদুল্লাহ ইবনে’ আমর ইবনুল আস
- আবদুল্লাহ ইবনে ইয়াযিদ খাতমি
- আবদুল্লাহ ইবনে উনাইস জুহানি
- আবদুল্লাহ ইবনে উমর
- আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম
- আবদুল্লাহ ইবনে জাফর
- আবদুল্লাহ ইবনে জাহাশ
- আবদুল্লাহ ইবনুল জুবায়ের
- আব্দুল্লাহ ইবনে জুবায়ের আনসারী
- আবদুল্লাহ ইবনে তারিক
- আবদুল্লাহ ইবনে মাখরামা
- আবদুল্লাহ ইবনে মাজউন
- আবদুল্লাহ ইবনে মাসউদ
- আবদুল্লাহ ইবনে যায়িদ
- আবদুল্লাহ ইবনে যায়িদ ইবন আসিম
- আবদুল্লাহ ইবনে রাওয়াহা
- আবদুল্লাহ ইবনে সালাবা
►► আরো পড়ুনঃ ম দিয়ে সাহাবীদের নাম
আ দিয়ে মহিলা সাহাবীদের নাম
অনেকে ইচ্ছা করে তাদের মেয়ে সন্তানের নাম সাহাবী সকল মহিলার নামে রাখতে চায়। তাদের সুবিধার জন্য আ দিয়ে মহিলা সাহাবীদের নাম নিচে উল্লেখ করছি।
- আয়িশা বিনতে আবি বকর
- আসমা বিনতে আবি বকর
- আতিয়া (রাঃ)
- আরওয়া বিনতে আব্দুল মুত্তালাব (রাঃ)
পরিশেষে কিছু কথা
এই ছিল আজকে আমাদের আ দিয়ে সাহাবীদের নাম ও আ দিয়ে মহিলা সাহাবীদের নাম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আজকের আর্টিকেল থেকে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন। আমাদের সকল মুমিন মুসলমানের ইসলামের সকল সাহাবীগণের নাম ও জীবনী জানা থাকা দরকার। কারণ তাদের জীবনী থেকে আমরা অবশ্যই ভালো শিক্ষা অর্জন করতে পারব।
এছাড়াও আপনার পরিবারে যদি কোন সন্তান জন্মগ্রহণ করে। তাহলে সেই সন্তানের নাম সাহাবীগণের নাম অনুসারে রাখতে পারেন। কারণ ইসলাম সব সময় সুন্দর ও আরবি নাম রাখার বিষয় বেশি তাগিদ দিয়েছে। এই কারণে আপনার সন্তানের অবশ্যই ইসলামিক সুন্দর নাম রাখতে হবে। আ দিয়ে সাহাবীদের নাম পরবর্তী নিয়ে যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন।