অনার্সে সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি
অনার্সে সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি: এইচএসসি পরীক্ষা শেষ করে আমাদের সকল শিক্ষার্থীদের অনার্সে ভর্তি হওয়া নিয়ে অনেক উদ্বেগ কাজ করে। এর মূল কারণ হলো একজন শিক্ষার্থী শিক্ষা জীবনের অন্য একটি স্তরে পড়াশোনা করতে যাচ্ছে। অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে অনার্সে ভর্তি নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে। এরমধ্যে অন্যতম একটি প্রশ্ন হল অনার্সে সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি ও অনার্সে কোন সাবজেক্ট ভালো।
এছাড়াও অনার্সে কয়টি সাবজেক্ট থাকে,সবচেয়ে দামি সাবজেক্ট ও অনার্সে কমার্সের সাবজেক্ট কি কি ইত্যাদি। আপনার মনে যদি এরকম প্রশ্ন থাকে। তাহলে আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়বেন। চলুন আজকের আলোচনা শুরু করি।
অনার্সে সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি
আমাদের দেশে HSC পরীক্ষার রেজাল্ট হওয়ার পর থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে অনার্সে ভর্তি নিয়ে দুশ্চিন্তা শুরু হয়। এর মধ্যে অন্যতম অনার্সে সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি ও কোন বিষয়ে পড়লে ভালো চাকরি পাওয়া যাবে। যেহেতু অনার্স একটি উচ্চ পর্যায়ের শিক্ষা ব্যবস্থা তাই আপনাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে সাবজেক্ট বেছে নিতে হবে। আপনাদের এই সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হিসেবে আমরা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব।
ইসলামী ইতিহাস
অনার্সে সবচেয়ে সহজ সাবজেক্ট ইসলামী ইতিহাস। অনার্স ইসলামি স্টাডিজ নিয়ে পড়তে পারেন। অনেক সহজ এবং মূল্যবান একটি সাবজেক্ট। অনার্সে পড়ুয়া অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন থাকে পড়াশোনা পাশাপাশি চাকরি করার। আপনিও যদি অর্নাসে লেখাপড়ার পাশাপাশি একটা চাকরি করতে চান। তাহলে মানবিক বিভাগ থেকে ইসলামের ইতিহাস সাবজেক্ট চয়েস করতে পারেন।
সমাজ কর্ম
অনার্সে সব থেকে সহজ আরেকটি সাবজেক্ট হলো সমাজকর্ম। মানুষের জীবন ও সমাজের সমস্যা সমাধানের ও উন্নয়নের উপায় গুলো সমাজকর্মের মাধ্যমে এ্যাপ্লাই করা হয়। এজন্য একটি মানুষের জীবন ও সমাজের সমস্যা ও সমাধানের বিষয়বস্তু এই সাবজেক্টের পড়ার অন্তর্গত। বিশেষ করে সাইকোলজি, ফিজিওলজি, হেলথ, ইতিহাস ও ঐতিহ্য ইত্যাদি বিষয়াদি আলোচিত হয়ে থাকে। অনার্সে আপনি অনায়াসে এই সাবজেক্টে পড়ালেখা করতে পারেন। এর পাশাপাশি পার্ট টাইম চাকরিও করতে পারেন।
মার্কেটিং
অনার্সে কমার্সের সবথেকে সহজ সাবজেক্ট হলো মার্কেটিং। আপনি যদি মার্কেটিং বিষয় নিয়ে অনার্স পাস করতে পারেন তাহলে বাংলাদেশের যেকোনো প্রতিষ্ঠানের মার্কেটিং বিষয়ক অফিসার হতে পারবেন। বর্তমান সময়ে মার্কেটিং সাবজেক্ট অনেক বেশি জনপ্রিয়। যেকোনো কোম্পানির নাম বলুন না কেন, মালিক পক্ষ গুরুত্ব দেয় সব চেয়ে বেশি মার্কেটিং বিভাগ কে। কারণ তারা পণ্য বিক্রি করে টাকা আনে। আমার সাবেক কর্মস্থলে (দেশের শীর্ষ স্থানীয় ওষুধ কোম্পানি) দেখেছি অন্যান্য সব ডিপার্টমেন্টের ম্যানেজাররা মার্কেটিং ডিভিশন কে কতটা ভয় পেত।
মার্কেটিং থেকে যদি বলত অমুক প্রোডাক্ট আগামীকাল লাগবে, বাকি সব বাদ দিয়ে তাদের কথা আগে শুনতে হত। নইলে চাকরি থাকবে না। প্রোডাক্ট রিলিজ দিতে দেরি করায় অনেক ম্যানেজারের চাকরি চলে যেতে দেখেছি। যেহেতু মার্কেটিং ডিপার্টমেন্ট সেল করে টাকা আনে সেহেতু তাদের বেতন বোনাস অন্যান্য ডিপার্টমেন্টের চেয়ে বেশি হয়। প্রমোশনও বেশি হয়। এজন্য আমার মনে হয়, কমার্স পড়লে অনার্সে মার্কেটিং পড়া উচিৎ।
ফার্মেসী
অনার্সের বিজ্ঞান বিষয়গুলোর মধ্যে সবথেকে সহজ হল ফার্মেসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে এখনো ফার্স্ট চয়েস বেশিরভাগ প্রার্থী ফার্মেসি দেয়। এর কারন জব এভেইলেবিলিটি। বাংলাদেশের ফার্মাসিউটক্যালস সেক্টর পুরোটাই এদের নিয়ন্ত্রনে। আর গার্মেন্টসের পরে বাংলাদেশের সব চেয়ে সম্ভাবনাময় খাত হচ্ছে ফার্মা সেক্টর।
পাশ করা মাত্রই চাকরি। বেতন বেশ ভালো। প্রমোশন ভালো। সত্যিকথা বলতে ব্যাংকিং জবের চেয়ে অনেক অনেক ভালো।কাজেই ডাক্তার ইঞ্জিনিয়ার না হতে পারলে ফার্মেসি পড়ুন। চাকরি নিয়ে ভাবতে হবে না।
আরো পড়ুনঃ ঢাকা কলেজে ভর্তির যোগ্যতা
অনার্সে কোন সাবজেক্ট ভালো
উপরে আমরা অনার্সে সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি তা আলোচনা করেছি। এখন অনার্সে কোন সাবজেক্ট ভালো তা জানাবো। আসলে অনার্সে প্রায় ৪০ টির মতো সাবজেক্ট রয়েছে। ভালো সাবজেক্ট এর কথা বলতে গেলে প্রায় সবগুলো সাবজেক্টে ভালো। তবে কোন সাবজেক্ট গুলোতে পড়লে তাড়াতাড়ি চাকরি পাওয়া যাবে,এটা আপনার জানতে হবে।
অর্থাৎ অনার্সে এমন অনেক সাবজেক্ট রয়েছে যেগুলোতে পাস করার পর,আপনার চাকরি পেতে দেরি হবে। আবার এমন অনেক সাবজেক্ট আছে যে বিষয়ে অনার্স পাশ করার সাথে সাথে চাকরি হয়ে যায়। মূলত এগুলো বিষয় নিয়ে অনার্স পাস করলে আপনি খুব সহজে চাকরি পেয়ে যাবেন।
অনার্সে আর্টসের ক্ষেত্রে ভালো সাবজেক্ট হচ্ছে অর্থনীতি,ইংরেজি, রাষ্ট্র বিজ্ঞান ইত্যাদি। দেশের যে অবস্থা আর চাকরি ক্ষেত্রে ডিমান্ড এর ভিত্তিতে ইংরেজীতে অনার্স করা সবচেয়ে বেস্ট। কারণ আপনি যদি ইংরেজিতে অনার্স পাশ করতে পারেন। তাহলে খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবেন।
বিজ্ঞান বিভাগের মধ্যে অনার্সের সবথেকে ভালো সাবজেক্ট হলো রসায়ন ও পদার্থবিজ্ঞান। এই দুইটি বিষয়ে অনার্স পাস করার পর আপনি বিজ্ঞানের যেকোনো বিষয়ে চাকরি পেয়ে যাবেন। কমার্স বিভাগ থেকে মূলত মার্কেটিং ও ব্যাংকিং বিষয়ে পড়তে পারেন। চাকরি বাজারে দুটি সাবজেক্টের চাহিদা অনেক বেশি।
আরো পড়ুনঃ শহীদ সোহরাওয়ার্দী কলেজ ভর্তি যোগ্যতা
অনার্সে কয়টি সাবজেক্ট থাকে
অনার্সের সাবজেক্ট গুলো মূলত তিন ভাগে বিভক্ত। মানবিক শাখা, বিজ্ঞান শাখা ও ব্যবসায় শাখা। প্রত্যেক শাখায় অনেকগুলো সাবজেক্টে আপনি পড়তে পারবেন। চলুন দেখে নেই অনার্সে কয়টি সাবজেক্ট থাকে।
অনার্স মানবিক শাখার বিষয়সমূহ
- ইংরেজি।
- বাংলা।
- অর্থনীতি।
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।
- রাষ্ট্রবিজ্ঞান।
- দর্শন।
- লাইব্রেরি।
- মাজবিজ্ঞা।
- সমাজকর্ম।
- ইতিহাস।
- আরবি।
- ইসলামী ইতিহাসবি.এড পলি সংস্কৃত ও
- অনান্য।
বিজ্ঞান বিভাগের জন্য অনার্স সাবজেক্ট
- গণিতপদার্থবিজ্ঞান।
- রসায়ন।
- পরিসংখ্যান।
- প্রাণ রসায়ন।
- উদ্ভিদবিদ্যা।
- প্রাণিবিদ্যা।
- মনোবিজ্ঞান।
- ভূগোল ও পরিবেশ।
- পরিবেশ মৃত্তিকা বিজ্ঞান।
- কম্পিউটার বিজ্ঞান।
- গার্হস্থ্য অর্থনীতি ও
- অন্যান্য
অনার্স ব্যবসায় শিক্ষা শাখার বিষয়সমূহ
- হিসাববিজ্ঞান।
- ফিন্যান্স ও ব্যাংকিং।
- ব্যবস্থাপনা মার্কেটি।
পরিশেষে কিছু কথা
এই ছিল আজকে অনার্সে সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি আপনি আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি যে সকল শিক্ষার্থী ও অভিভাবক এই বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা একটু হলেও বুঝতে পেরেছেন। তবে শুধু সহজ সাবজেক্টের কথা চিন্তা করে অনার্সে পড়াশোনা করলে হবে না। ভবিষ্যতে চাকরি পাওয়ার বিষয়ে আপনাকে নিশ্চিত হতে হবে। অনার্সে সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি সম্পর্কে কোন মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন।