ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের আধুনিক নাম – ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের ইসলামিক নাম
ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের আধুনিক নাম – একটা সুন্দর নাম যেমন একটা বাচ্চার জীবনকে সুন্দরভাবে বিকশিত করে তোলে। এর সাথে আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলার পাশাপাশি তার ভবিষ্যত জীবনের উপর একটা ইতিবাচক প্রভাব ফেলে। তেমনভাবে আবার একটা অদ্ভুত নাম একটা বাচ্চার জীবনকে করে তুলতে পারে বিধ্বস্ত ও দুরবিসহ করে তোলে।
আপনি নিশ্চয়ই আপনার মেয়ে বাচ্চার ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের আধুনিক নাম ও ইসলামিক নাম খুঁজছেন। তাহলে আজকে আর্টিকেল মনোযোগ সহকারে পড়বেন। আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়লে আপনাকে অন্য কোথাও আপনার বাচ্চার নাম খুঁজতে হবে না। কারণ আজকে আমরা এমন কিছু ম দিয়ে দুই অক্ষরের আধুনিক নাম ও ইসলামিক নাম বলে দেব। এ নামগুলো রাখতে আপনি বাধ্য হবেন। চলুন ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের আধুনিক নাম ও ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের ইসলামিক নাম গুলো আগে জেনে নেই।
ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের আধুনিক নাম
বর্তমান সময়ে ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের আধুনিক নাম খুঁজে পাওয়া যায় না। কিন্তু আজকে আমরা অনেক রিসার্চ করে আপনাদের সামনে এমন কিছু নাম নিয়ে এসেছি। যে নামগুলো জানার পরে, আপনার মেয়ে বাচ্চার নাম রাখতে পারবেন।
মেঘ = মানব
মেঘা = বৃষ্টি
মিলা = যুক্ত হওয়া
মিলি = ভাগ্যবান
নিলু = মিলন/ সন্ধি
মালা = ফুলের হার
মেরি = স্বাভাবিক
মিরা = বন্ধুত্বপূর্ণ
মনু = উপযুক্ত
মায়া= স্নেহময়ী ও মমতাময়ী
মিশু = আনন্দদায়ক
মিমি = বিদ্রোহী
মনি = মূল্যবান পাথর
মুনা = আকাঙ্ক্ষিত
মৌ= মিষ্টি বা মধু
মাহি = সাহসী
মোনা = মনোযোগী পূর্ণ
ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের ইসলামিক নাম
বর্তমান সময়ে আমরা এখন সবাই আধুনিক নাম নিয়ে পড়ে আছি। কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার মেয়ে বাচ্চার ইসলামিক নাম দিতে পারবেন। ইসলামের এমন অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। যে নাম গুলো দ্বারা আপনার মেয়ের নাম রাখতে পারেন। চলুন ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের ইসলামিক নাম গুলো জেনে নেই।
মৌর = ছড়িয়ে দেয়
তিন্নি = ছোট
মিন্নি = ছোট
মিনু = ভাগ্যবান
মুন্নি = সাহসী
মুক্তি = রেহায়
মিনা = পুষ্প বৃক্ষ
মম = মোহর
মিকা = উপযুক্ত
মিতু = মূল্যবান
মিরা = বন্ধুত্বপূর্ণ
মিলি = আধুনিক
উপসংহার
এই ছিল আজকে ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের আধুনিক নাম ও ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের ইসলামিক নাম নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আজকের আর্টিকেল আপনার ভালো লেগেছে। উপরে আমরা বেশ কয়েকটি মেয়ে বাচ্চার নাম উল্লেখ করেছেন। আপনি চাইলে উপরের যে কোন একটি নাম বেছে নিয়ে। আপনার মেয়ের নাম রেখে দিতে পারেন।
এছাড়াও আপনার কাছে যদি ম দিয়ে দুই অক্ষরের মেয়েদের আধুনিক নাম জানা থাকে। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরো ছেলে ও মেয়ে বাচ্চার ইসলামিক ও আধুনিক নাম পেতে। আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। এছাড়াও আজকের আর্টিকেল সবার কাছে পৌঁছে দেয়ার জন্য শেয়ার করতে পারেন।