কিস্তিতে মোবাইল কিনতে চাই
কিস্তিতে মোবাইল কিনতে চাই : আমাদের সবার ইচ্ছা থাকে হাতে একটি ভালো মানের স্মার্টফোন থাকার। কিন্তু নগদ টাকা দিয়ে স্মার্ট ফোন কেনার সাধ্য আমাদের অনেকের নেই। এই কারণে আমরা অনেকে কিস্তিতে মোবাইল কিনতে চাই।
কিস্তিতে মোবাইল কেনার জন্য আপনাকে কিছু শর্ত মানতে হবে। আপনি নিশ্চয়ই কিস্তিতে মোবাইল ফোন কিনতে চাচ্ছেন। এজন্য গুগলে কিস্তিতে মোবাইল কিনতে চাই লিখে সার্চ করেছেন। আপনি একদম ঠিক জায়গায় এসে পড়েছে। কারণ আজকে আমরা কিস্তিতে মোবাইল কেনার উপায় ও কিস্তিতে মোবাইল কিনতে চাই ২০২২ সম্পর্কে আলোচনা করবো। তাই আমাদের কিস্তিতে মোবাইল নিয়ে আর্টিকেলটি খুব মনোযোগ সহকারে পড়বেন
কিস্তিতে মোবাইল
কিস্তিতে আপনি দুটি পদ্ধতিতে মোবাইল ফোন কিনতে পারেন। আপনি চাইলে সরাসরি কিছু টাকা দিয়ে কিস্তির উপর মোবাইল কিনতে পারেন। আবার ক্রেডিট কার্ড দিয়ে কিস্তিতে মোবাইল কিনতে পারেন। আবার বর্তমানে আপনি অনলাইনে মাধ্যমে কিস্তিতে মোবাইল কিনতে পারবেন।
বর্তমান সময়ে যাদের ক্রেডিট কার্ড নেই তারাও কিস্তিতে মোবাইল কিনতে পারবে। আর যাদের ক্রেডিট কার্ড রয়েছে তারা কিস্তিতে মোবাইল কেনার জন্য অগ্রাধিকার পাবে। আপনার যদি ক্রেডিট কার্ড থাকে,তাহলে তো ভালো। যদি ক্রেডিট কার্ড না থাকে তাহলে চিন্তা করার কোন বিষয় নেই।
কারণ আপনি ক্রেডিট কার্ড ছাড়া কিস্তিতে মোবাইল ফোন ক্রয় করতে পারবেন। ক্রেডিট কার্ড ছাড়া কিস্তিতে মোবাইল কেনার জন্য আপনার কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। এছাড়াও আপনার দুজন জামানত লাগবে। নিচের লেখা গুলো পড়লে কিস্তিতে মোবাইল কিনতে চাই সম্পর্কে এ টু জেড ধারণা পাবেন।
কিস্তিতে মোটরসাইকেল বাজাজ
ক্রেডিট কার্ড ছাড়া কিস্তিতে মোবাইল
প্রযুক্তির যুগে সবার হাতে হাতে স্মার্টফোন ছড়িয়ে পড়েছে। বর্তমানে স্মার্টফোন ব্যবহার করা একটি অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন যে কোন কাজ করতে গেলে,প্রথমে মোবাইল ফোনের দরকার হয়ে থাকে। কিন্তু অনেকের সামর্থ্য হয় না ভালো মানের স্মার্টফোন কেনার। এজন্য অনেক মানুষ কিস্তিতে মোবাইল কিনতে চায়। কিন্তু কিস্তিতে মোবাইল কিনতে হলে আপনাকে কিছু বিষয় জানতে হবে।
কিস্তিতে ওয়ালটন মোবাইল
আপনি যদি ক্রেডিট কার্ড ছাড়া,মোবাইল ফোন কিনতে চান,তাহলে আপনাকে প্রথমে ওয়ালটন শোরুমে যোগাযোগ করতে হবে। বর্তমানে কিস্তিতে ওয়ালটন মোবাইল ফোন পাওয়া যাচ্ছে। ওয়ালটন গ্রুপ সহজ কিস্তিতে মোবাইল ,ল্যাপটপ ও ফ্রিজ বিক্রি করছে। এজন্য আপনাকে সরাসরি ওয়ালটন শোরুমে যোগাযোগ করতে হবে। অথবা আপনি ওয়ালটন হেল্প লাইনে যোগাযোগ করতে পারেন।
কিস্তিতে ওয়ালটন মোবাইল জন্য যা যা লাগবে
- আপনি যদি ওয়ালটন থেকে কিস্তিতে মোবাইল কিনতে চান, তাহলে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে।
- আপনার সাথে ভোটার আইডি কার্ড না থাকে, তাহলে জন্ম নিবন্ধন এর ফটোকপি নিয়ে যেতে হবে।
- আপনার সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি। দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে।
- ওয়ালটন থেকে কিস্তিতে মোবাইল নেওয়ার জন্য দুজন জামানত লাগবে। মোবাইল নেয়ার সময় জামিনদারের উপস্থিত থাকতে হবে।
- ওয়ালটন থেকে কিস্তিতে মোবাইল কেনার জন্য আপনাকে নগদ কিছু টাকা প্রদান করতে হবে।
- সর্বোচ্চ এক বছরের মধ্যে কিস্তির টাকা পরিশোধ করতে হবে।
- কিস্তির টাকা পরিশোধ করতে যদি বরখেলাপ করেন,তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওয়ালটন থেকে কিস্তিতে মোবাইল কেনার নিয়ম
ওয়ালটন থেকে কিস্তিতে মোবাইল কেনার জন্য আপনার উপর ওয়াক্ত কাগজপত্র গুলো আগে জোগাড় করতে হবে। তারপর আপনাকে আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে যোগাযোগ করতে হবে। বাংলাদেশের প্রতিটি উপজেলায় ওয়ালটন প্লাজা শোরুম রয়েছে। যারা কিস্তিতে মোবাইল কিনতে চায়, তারা walton শোরুমে সরাসরি যোগাযোগ করুন।
আপনার আশেপাশে যদি কোন ওয়ালটন শোরুম না থাকে। তাহলে ওয়ালটন হেল্পলাইন সেন্টারে যোগাযোগ করতে পারে। ওয়ালটন হেল্পলাইন নাম্বার: ১৬২৬৭ অথবা ওয়েবসাইট:- https://waltonbd.com/
আপনি ওয়ালটন ওয়েবসাইটে নগদ কিস্তিতে মোবাইল কেনা সংক্রান্ত সকল তথ্যের আপডেট পেয়ে যাবেন। এছাড়াও তাদের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন।
কিস্তিতে শাওমি মোবাইল কিনতে চাই
যারা কিস্তিতে মোবাইল কিনতে ইচ্ছুক তাদের প্রথম পছন্দের ফোন শাওমি। কারণ শাওমি মোবাইলের নেট কানেকশন ও মোবাইলের ডিসপ্লে অনেক ভালো। এই কারণে সবাই শাওমি মোবাইল ফোন কিনতে চাই। কিন্তু বর্তমানে শাওমি মোবাইল কিস্তি অফার বন্ধ হয়ে গেছে। কিন্তু বড় বড় শোরুমে আপনি শাওমি মোবাইল কিস্তিতে পেতে পারেন।
বিশেষ করে ঢাকা শহরের বড় বড় মোবাইল ফোন শোরুমে আপনি কিস্তিতে মোবাইল ফোন পেতে পারেন। কিন্তু এজন্য আপনার নিজস্ব ক্রেডিট কার্ড থাকতে হবে। ক্রেডিট কার্ড ছাড়া আপনি শাওমি মোবাইল ফোন কিস্তিতে নিতে পারবেন না। যাদের ক্রেডিট কার্ড নেই তারা কিস্তিতে ওয়ালটন মোবাইল করতে পারেন।
পরিশেষে কিছু কথা
যারা কিস্তিতে মোবাইল কিনতে চাই লিখে সার্চ করেছেন। তাদের জন্য আজকের আর্টিকেল অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। সহজ কিস্তির মাধ্যমে আপনি ওয়ালটন থেকে মোবাইল ফোন ক্রয় করতে পারেন। এছাড়াও শাওমি মোবাইল যারা কিস্তিতে নিতে চাচ্ছেন,তারা শাওমি শোরুমে যোগাযোগ করতে পারেন। কিন্তু শাওমি ফোন কিস্তিতে নেওয়ার জন্য ক্রেডিট কার্ড থাকতে হবে।
আশা করি,আপনি ওয়ালটন শোরুমে যোগাযোগ করে কিস্তিতে ভালো একটি স্মার্টফোন ক্রয় করবেন। এছাড়াও কিস্তিতে মোবাইল সংক্রান্ত সকল তথ্য ওয়ালটন ওয়েবসাইটে পেয়ে যাবেন। কিস্তিতে মোবাইল কিনতে চাই সম্পর্কে আরো তথ্য জানার থাকলে আমাদের ব্লগে কমেন্ট করবেন।