কলেজে দরখাস্ত লেখার নিয়ম কানুন
কলেজে দরখাস্ত লেখার নিয়ম– ছাত্রজীবনে বিভিন্ন প্রয়োজনে আমাদের দরখাস্ত লিখতে হয়। এছাড়াও বিভিন্ন পরীক্ষায় দরখাস্ত লেখা নিয়ে প্রশ্ন আসে। আপনি যদি দরখাস্ত লেখার সঠিক নিয়ম জানেন, তাহলে পরীক্ষায় ভালো মার্ক পাবেন। এছাড়াও বাস্তব জীবনের দরখাস্ত লিখে সফলতা অর্জন করতে পারবেন।
আপনি নিশ্চয়ই একজন কলেজ পড়ুয়া স্টুডেন্ট। এজন্য কলেজে দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন। কলেজ থেকে আপনি বিভিন্ন কারণে অধ্যক্ষের কাছে দরখাস্ত লিখতে পারবেন। কিন্তু আমরা বেশিরভাগ কলেজের ছুটির জন্য দরখাস্ত লেখা থাকি। তাই আজকে আমরা কলেজে ছুটির দরখাস্ত লেখার নিয়ম ও কলেজে দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানবো।
কলেজে দরখাস্ত লেখার নিয়ম
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে দরখাস্ত লেখা প্রায় উঠে গেছে। কিন্তু বিভিন্ন অফিসিয়াল কাজে আমাদের দরখাস্ত লেখা লাগে। আপনি যদি কলেজ থেকে ছুটি নিতে চান, তাহলে আপনাকে দরখাস্ত লিখতে হবে। আবার যদি কলেজ থেকে শিক্ষা সফরে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে অধ্যক্ষের কাছে দরখাস্ত লিখতে হবে। তাই কলেজে দরখাস্ত লেখার নিয়ম কানুন আপনাকে সঠিক জানতে হবে।
কলেজে ছুটির জন্য দরখাস্ত লেখার নিয়ম
তারিখ: ০৮/০৬/২০২২
বরাবর
সিরাজগঞ্জ সরকারি কলেজ
সিরাজগঞ্জ সদর,রাজশাহী
বিষয়: ছুটির জন্য আবেদন পত্র
জনাব,
সবিনয় নিবেদক এই যে আমি আপনার কলেজের একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি বিগত ০৫/০৬/২০২২ থেকে ০৭/০৬/২০২২ ইং তারিখ পর্যন্ত অসুস্থতার জন্য কলেজে উপস্থিত হতে পারি নাই।
অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে, আমার অসুস্থতার কথা চিন্তা করে আমাকে তিন দিনের ছুটি দানে বাধিত করুন।
বিনীত নিবেদক
মোঃ শফিউদ্দিন আহমেদ
শ্রেণী: একাদশ
রোল: ৪৩
বিভাগ: মানবিক
►► আরো পড়ুনঃ বাংলা দরখাস্ত লেখার নিয়মাবলি
►► আরো পড়ুনঃ সার্টিফিকেট তোলার জন্য আবেদন
কলেজে উপবৃত্তির জন্য দরখাস্ত লেখার নিয়ম
তারিখ: ০৮/০৬/২০২২
বরাবর
অধ্যক্ষ
সিরাজগঞ্জ সরকারি কলেজ
সিরাজগঞ্জ সদর,রাজশাহী
বিষয়: উপবৃত্তির জন্য আবেদন পত্র
জনাব,
সবিনয় বিনীত নিবেদক আমি আপনার কলেজের একাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন গরিব নির্মাণ শ্রমিক। আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী হলো আমার বাবা। কিন্তু গত কয়েক মাস ধরে আমার বাবা গুরুতর অসুস্থ। এমন অবস্থায় আমার বাবার পক্ষে আমার পড়াশোনার খরচ ও পরিবারের খরচ চালানো একটু কষ্টকর।
অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে, আমার উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উপবৃত্তি প্রদান করিলে চিরকৃতজ্ঞ থাকিবো।
বিনীত নিবেদক
মোঃ উদ্দিন আহমেদ
শ্রেণী: একাদশ
রোল: ৪৩
বিভাগ: বিজ্ঞান
উপসংহার
এই ছিল আজকে কলেজে দরখাস্ত লেখার নিয়ম কানুন। উপরে আমরা দুটি নমুনাপত্র আপনাদের সামনে আলোচনা করলাম। এছাড়াও বিভিন্ন কারণে কলেজের অধ্যক্ষের কাছে দরখাস্ত লিখতে পারবেন।
আমাদের অভিজ্ঞতা থেকে কলেজে দরখাস্ত লেখার নিয়ম কানুন আপনাদের সাথে শেয়ার করেছি। আপনি চাইলে এর থেকেও ভালো করে দরখাস্ত লিখতে পারবেন।